Nondon open rover scouts group, Lakshmipur

Nondon open rover scouts group, Lakshmipur পৃথিবীটাকে যেমন পেয়েছ তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করো।
-বিপি

বাংলাদেশ স্কাউটস গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছে সেই বীরদের, যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন বুকে নিয়ে রাজপ...
16/07/2025

বাংলাদেশ স্কাউটস গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছে সেই বীরদের, যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন বুকে নিয়ে রাজপথে নেমেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে ২০২৪ সালের ১৬ জুলাই নিজেদের প্রাণ বিসর্জন দেন শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিমসহ অন্তত ৬ জন।

সেদিন যেভাবে দু'হাত প্রসারিত করে বুলেটের সামনে আবু সাঈদ নিজের বুক পেতে দিয়েছিলেন, সেই দৃশ্য গোটা জাতির বুকে সঞ্চার করেছিল এক অদম্য সাহস। আন্দোলনকে দিয়েছিল নতুন শক্তি, দেশের প্রতিটি প্রান্তে প্রতিধ্বনিত হয়েছে নতুন বাংলাদেশের স্লোগান।

সেই শুরু। এরপর হাজারো ছাত্র-জনতা তাদের প্রাণের বিনিময়ে এনে দিয়েছেন এক নতুন বাংলাদেশ। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, ‘জুলাই শহিদ দিবস’-এ সেই বীরদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

নতুন চমক নিয়ে ফিরছে "তৃণমূলে রোভারিং ২.০" ৬৪ জেলার রোভারিং কার্যক্রম তুলে ধরার পাশাপাশি  প্রশ্ন-উত্তরে সাফল্য আর সম্ভাবন...
05/07/2025

নতুন চমক নিয়ে ফিরছে "তৃণমূলে রোভারিং ২.০"

৬৪ জেলার রোভারিং কার্যক্রম তুলে ধরার পাশাপাশি প্রশ্ন-উত্তরে সাফল্য আর সম্ভাবনার গল্প ছড়িয়ে যাবে টেকনাফ থেকে তেতুলিয়ায়।

সময় পেরিয়ে যায়, কিন্তু কিছু ক্ষত, কিছু বিসর্জন ইতিহাসে অম্লান থেকে যায়। জুলাই বিপ্লব ২০২৪—যেখানে হারিয়েছি আমাদের কিছু অদ...
30/06/2025

সময় পেরিয়ে যায়, কিন্তু কিছু ক্ষত, কিছু বিসর্জন ইতিহাসে অম্লান থেকে যায়। জুলাই বিপ্লব ২০২৪—যেখানে হারিয়েছি আমাদের কিছু অদম্য রোভার সাথীকে।

আজ, এক বছর পরও, আমরা ভুলিনি তাদের সাহস, তাদের ত্যাগ, আর তাদের অসমাপ্ত স্বপ্নের গল্প। নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপ, লক্ষ্মীপুর জেলা রোভার এর পক্ষ থেকে সকল আহত ও নিহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

তোমাদের পথ দেখানো আলো আমাদের হৃদয়ে চিরকাল জ্বলবে।

অফিশিয়াল শুভেচ্ছা বার্তানন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপ, লক্ষ্মীপুরআমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, স্বাধীন বাংলা ...
30/06/2025

অফিশিয়াল শুভেচ্ছা বার্তা
নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপ, লক্ষ্মীপুর

আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, স্বাধীন বাংলা ওপেন স্কাউট গ্রুপ-এর নতুন সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের প্রিয় সাবেক রোভার মেট সাজ্জাদ হোসেন।

নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপ, লক্ষ্মীপুর-এর পক্ষ থেকে তাকে জানাই অন্তরের গভীর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

তার দৃঢ় নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দায়িত্বশীল মনোভাব নিশ্চয়ই নতুন দলে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। আমরা আশাবাদী যে, তিনি এই দায়িত্ব নিষ্ঠা ও কর্মদক্ষতার সঙ্গে পালন করবেন এবং স্কাউটিংয়ের মূল উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

এ উপলক্ষে ক্রু-ইন কাউন্সিলের সভাপতি দুর্জয় রবি দাস এবং সাধারণ সম্পাদক ও সিনিয়র রোভার মেট প্রতিনিধি সাবিব আহমেদ (আরহাম) এর পক্ষ থেকেও জানানো হচ্ছে আনুষ্ঠানিক শুভেচ্ছা।

নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপ সবসময় তার পাশে রয়েছে এবং আগামীতেও সকল সফলতার জন্য রইল আমাদের শুভকামনা।

স্কাউট শুভেচ্ছায়,
নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপ
লক্ষ্মীপুর

28/06/2025
❤️⚜️🥰
27/06/2025

❤️⚜️🥰

আজ ২৬/০৬/২০২৫ তারিখে  মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২৫ উদ্যাপন সার্বিক সহযোগিতায়: নন্দন...
26/06/2025

আজ ২৬/০৬/২০২৫ তারিখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২৫ উদ্যাপন

সার্বিক সহযোগিতায়: নন্দন মুক্ত রোভার স্কাউট গ্রুপ, লক্ষ্মীপুর

সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানবাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক প্রদত্ত স্বীকৃতিবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ট্রাফিক ব...
24/06/2025

সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক প্রদত্ত স্বীকৃতি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে দায়িত্বশীল ও প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য লক্ষ্মীপুর জেলার রোভার স্কাউটদের বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক সম্মানসূচক সার্টিফিকেট প্রদান করা হয়।

এই উপলক্ষে আজ ২৫ জুন ২০২৫, মঙ্গলবার, বিকেল ৪টা থেকে লক্ষ্মীপুর সরকারি কলেজের আয়োজনে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস লক্ষ্মীপুর জেলা রোভারের কমিশনার প্রফেসর মঞ্জুরুর রহমান, জেলা রোভারের সহ- সভাপতি প্রফেসর মো:মাঈন উদ্দিন পাঠান স্যার, গ্রুপ সভাপতি প্রতিনিধি মাহবুবে এলাহী স্যার এবং জেলা রোভারের সম্পাদক মো: আলী স্যার।
বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত DSRM, SRM এবং জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানভুক্ত রোভার দলের সদস্যরা।

অনুষ্ঠানটি ছিল এক গর্বময় মুহূর্ত— যেখানে সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশ নেওয়া তরুণ স্কাউটদের আন্তরিকতা, দায়বদ্ধতা ও দেশপ্রেমকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।
এটি ছিল শুধুমাত্র একটি সার্টিফিকেট প্রদান নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পথে এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা।

বাংলাদেশ স্কাউটস, লক্ষ্মীপুর জেলা রোভার শাখা সর্বদা দেশের কল্যাণে নিবেদিতপ্রাণ এই রোভার স্কাউটদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে অনুষ্ঠিত হলো দেশব্যাপী ৫২৭ টি কাব স্কাউটদের প্রাণবন্ত কাব কার্নিভাল ও গৌরবময় শাপলা কাব অ্যাওয...
24/06/2025

বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে অনুষ্ঠিত হলো দেশব্যাপী ৫২৭ টি কাব স্কাউটদের প্রাণবন্ত কাব কার্নিভাল ও গৌরবময় শাপলা কাব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা সকল স্কাউটদের সম্পর্কে বলে "ক্লাসের সবাই স্কাউট হতে পারেনি, যেটা তুমি পেরেছ। তুমি দরজা খুলতে পেরেছ, যা অন্য কেউ পারেনি"।

লক্ষ্মীপুর সদর উপজেলায় কাব কার্নিভালকে সফল করার জন্য সার্বিক সহযোগীতায় ছিলেন Nondon open rover scouts group, Lakshmipur এর গ্রুপের সিনিয়র রোভার মেট সাবিব আহমেদ ( আরহাম) রোভার মেট অর্নব ফেরদৌস অনু,
রোভার মেট সুলতানা পাপিয়া,
সহকারী রোভার মেট সাফা আফরোজ

তারিখ: ২৩ জুন ২০২৫

⚜️ আসছে ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরি ২০২৫! ⚜️বাংলাদেশ স্কাউটসের আয়োজনে এবারের জাম্বুরিকে আরও রঙিন ও অর্থবহ করে তুলতে ...
22/06/2025

⚜️ আসছে ৩য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরি ২০২৫! ⚜️
বাংলাদেশ স্কাউটসের আয়োজনে এবারের জাম্বুরিকে আরও রঙিন ও অর্থবহ করে তুলতে আহ্বান করা হচ্ছে লোগো ও থীম জমা দেয়ার! 🎨🖌️

আপনি কি একজন সৃজনশীল স্কাউট, রোভার বা লিডার? তাহলে এখনি আপনার আইডিয়াগুলো পাঠিয়ে দিন!
📧 জমা দেয়ার ইমেইল: [email protected]

📢 লোগো ও থীম পাঠিয়ে আপনিও হয়ে উঠুন জাম্বুরির অংশ!


Address

Lakshmipur, Sadar
Lakshmipur
3700

Telephone

+8801910003031

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nondon open rover scouts group, Lakshmipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nondon open rover scouts group, Lakshmipur:

Share