
16/07/2025
বাংলাদেশ স্কাউটস গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছে সেই বীরদের, যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন বুকে নিয়ে রাজপথে নেমেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে ২০২৪ সালের ১৬ জুলাই নিজেদের প্রাণ বিসর্জন দেন শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিমসহ অন্তত ৬ জন।
সেদিন যেভাবে দু'হাত প্রসারিত করে বুলেটের সামনে আবু সাঈদ নিজের বুক পেতে দিয়েছিলেন, সেই দৃশ্য গোটা জাতির বুকে সঞ্চার করেছিল এক অদম্য সাহস। আন্দোলনকে দিয়েছিল নতুন শক্তি, দেশের প্রতিটি প্রান্তে প্রতিধ্বনিত হয়েছে নতুন বাংলাদেশের স্লোগান।
সেই শুরু। এরপর হাজারো ছাত্র-জনতা তাদের প্রাণের বিনিময়ে এনে দিয়েছেন এক নতুন বাংলাদেশ। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, ‘জুলাই শহিদ দিবস’-এ সেই বীরদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।