Lakshmipur Sangbad Sangstha - LSS

Lakshmipur Sangbad Sangstha - LSS লক্ষ্মীপুর জেলার সর্বপ্রথম ও একমাত্র স্থানীয় বার্তা সংস্থা।

৮মাস পর লক্ষ্মীপুরে ছাত্র হত্যা মামলার আসামী রুবেল গ্রেফতারসংবাদদাতা:২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ল...
22/04/2025

৮মাস পর লক্ষ্মীপুরে ছাত্র হত্যা মামলার আসামী রুবেল গ্রেফতার

সংবাদদাতা:
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান কলেজ শিক্ষার্থী সাদ আল আফনান। ৫ আগস্ট পরবর্তীতে শহীদ আফনান হত্যার ঘটনায় মামলা হয়। প্রায় ৮ মাস পর সেই মামলার অন্যতম আসামী ও নিষিদ্ধ সংগঠন হেযবুত তওহীদের সক্রিয় সদস্য রুবেল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ। এরআগে সোমবার রাত ৯টার দিকে জেলা শহরের দক্ষিণ স্টেশন এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

আসামী রুবেল হোসেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর গ্রামের ফজল করিমের ছেলে। তিনি হেযবুত তওহীদের জেলা শাখার সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে দলীয় গণমাধ্যম জেটিভি অনলাইন ও দেশেরপত্র পত্রিকার প্রতিনিধি হিসেবে লক্ষ্মীপুরে কাজ করে সাংবাদিক বনে যান। পরে তাহেরপুত্র ও জেলা যুবলীগের সভাপতি সালাউদ্দিন টিপুর ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন। আওয়ামী লীগের আমলে স্থানীয় নির্বাচনে ইউপি সদস্য পদে প্রার্থী ছিলেন তিনি।

জুলাই আন্দোলনের একাধিক শিক্ষার্থী জানান, গেলো বছর আগস্টের শুরুতে যখন লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়, তখন সাংবাদিকতার আড়ালে রুবেল হোসেন শিক্ষার্থীদের ছবি ও পরিচয় সংগ্রহ করে তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক নেতাকর্মী এবং প্রশাসনের কাছে পাচার করতো। সেই তথ্য-উপাত্তের ভিত্তিতে শিক্ষার্থীদের হয়রানির পাশাপাশি পরিকল্পিতভাবে হামলা চালানো হতো। যেদিন শহীদ সাদ আল আফনান গুলিবিদ্ধ হন, সেদিনও সক্রিয় তৎপরতা ছিল রুবেলের।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, শহীদ আফনান হত্যা মামলার ৫৮ নম্বর আসামী রুবেল হোসেন।

হত্যা মামলার আসামী সাংবাদিক রুবেলকে গ্রেফতারের পর লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলালের ছেলে ও সাংবাদিক আরাফাত হোসেন শান্ত তার ফেসবুক আইডিতে লিখেছেন, রুবেল হোসেন সাংবাদিকতার আড়ালে থানায় দালালি করতো। জুলাই আন্দোলনে যে সাংবাদিকরা সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের তথ্য-উপাত্ত আওয়ামী লীগ এবং প্রশাসনকে দিতো সে।

02/04/2025

লক্ষ্মীপুরে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবউদ্দিন সাবুর ঈদ উৎসব!
#নাচো_ঈদের_পর_আন্দোলনের_দরকার_নাই

লক্ষ্মীপুরের কৃতি সন্তান সমকাল পত্রিকার সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী
19/03/2025

লক্ষ্মীপুরের কৃতি সন্তান সমকাল পত্রিকার সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী

06/03/2025

ছাত্রজনতার খু★নী, আওয়ামী স★ন্ত্রাস ও জনগণের সম্পদ লু.টপাট.কারী সালাহউদ্দিন টিপুর সঙ্গে লক্ষ্মীপুরের এই ছেলেটার একটা ছবি নিয়ে বেশ হইচই দেখা যাচ্ছে, কয়েকদিন ধরে।
মূলত জামায়াত নেতাদের সঙ্গে এই ছেলেটার একটা পোস্টার সামনে আসার পর এই হইচই শুরু হয়।
অবশেষে ভিডিও বার্তায় সেই জবাব দিল সৌরভ

22/02/2025

লক্ষ্মীপুরে জামায়াতের সমাবেশে বিএনপি নেতা অ্যাডভোকেট হাসিব

21/02/2025

ইউএনও-ডিসিদের মাধ্যমে ৭০ শতাংশ অনিয়ম-দুর্নীতি করে আওয়ামী লীগ : বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়া

19/02/2025

চাঁদাবাজিতে কৌশলী হওয়ার পরামর্শ বিএনপি নেতা এ্যানির।
গোপন ভিডিও!
#চাঁদাবাজি

03/08/2024

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন টিপুর নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা। এরআগে চকবাজার মসজিদের মুসুল্লিদের হুমকি-ধমকি।

২ আগস্ট, ২০২৪
শুক্রবার

কক্সবাজারে মিলল সেই দুই কিশোরের সন্ধানমূল ঘটনা:- ওরা ইচ্ছাকৃতভাবে ঘুরার উদ্দ্যেশ্যে সামান্য কিছু টাকা নিয়ে নিজেরা কক্সবা...
04/07/2024

কক্সবাজারে মিলল সেই দুই কিশোরের সন্ধান

মূল ঘটনা:- ওরা ইচ্ছাকৃতভাবে ঘুরার উদ্দ্যেশ্যে সামান্য কিছু টাকা নিয়ে নিজেরা কক্সবাজার চলে যায়। সেখানে পৌঁছে যখন দিক বিদিক ঘুরাফিরা করছিল। তখন একজন বোন ওদের সাথে কথা বলে এবং যখন বুঝতে পারে ওরা বাড়ি থেকে চলে এসেছে তখন উনি ওদেরকে ওনার বাসায় নিয়ে যায় তাদের খাওয়ার এবং থাকার ব্যবস্থা করে এবং পরবর্তীতে ওদের থেকে মোবাইল নাম্বার নিয়ে পরিবারকেকে জানায়। এরপর স্বজনরা কক্সবাজার গিয়ে ওদেরকে নিয়ে লক্ষ্মীপুর ফিরে আসে। দুজনই সুস্থ রয়েছে।

একটি হারানো সংবাদ।ছবির ছেলেটি স্বেচ্ছাসেবী সংগঠন অভিযাত্রী বাংলাদেশের সাধারণ সম্পাদক Abdullah Al Noman এর ছোট ভাই। আজ সক...
02/07/2024

একটি হারানো সংবাদ।
ছবির ছেলেটি স্বেচ্ছাসেবী সংগঠন অভিযাত্রী বাংলাদেশের সাধারণ সম্পাদক Abdullah Al Noman এর ছোট ভাই। আজ সকাল সাড়ে ৯টায় লক্ষ্মীপুর ০১নং উত্তর হামছাদী ইউনিয়নের ১নং ওয়ার্ড কাফিলাতলী এলাকা থেকে পানপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্য রওনা দেয়।

এরপর থেকে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার সাথে তার আরেক ক্লাসমেট ছিল। তারা দুজনই নিখোঁজ।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি তাদের কোথাও দেখে থাকেন বা পেয়ে থাকেন নিচের নম্বরে যোগাযোগ করবেন।

লোকেশন: কাফিলাতলী, লক্ষ্মীপুর।
ছেলের নামঃ সিয়াম।
বাবাঃ হারুনুর রশিদ।
মাতাঃ মনোয়ারা বেগম।
যোগাযোগঃ- 01633364568, 01712545625

পোস্টটি শেয়ার করে সহায়তা করুন

05/06/2024

জাতীয় বাজেট ও অর্থমন্ত্রী

28/04/2024

রাজিবপুর কেন্দ্রে শেখ জামান রিপনের অনুসারীদের হামলার শিকার চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ভুঁইয়া

Address

Lakshmipur
3700

Alerts

Be the first to know and let us send you an email when Lakshmipur Sangbad Sangstha - LSS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lakshmipur Sangbad Sangstha - LSS:

Share