
02/06/2025
পাদ দেওইন্না বল নাই আপনি মুক্তিযুদ্ধের কমান্ডার এটাই বুজাইলেন। আসেন ভাই হ্যান্ড টু হ্যান্ড আপনার এলাকায় রিং তৈরি করেন দেখি আপনার দম কত আর লক্ষী মায়ের সন্তানের কিতটা আসেন খেলা হবে। লক্ষ্মীপুরের লক্ষী ছেলে শাহাদাৎ হোসেন সেলিম ভাই।তার ভদ্রতার পরিচয় ইতোমধ্যে পেয়েছেন।।।