Unick Brather

Unick  Brather ❣️নিয়মিত গল্প পেতে চাইলে❣️ ফলো দিয়ে পাশে থাকুন ☺️

যারা বলে ভালোবাসা সুন্দর তারা শুধু বৃষ্টিতে ভিজেছে, কখনো তুফানের কবলে পড়েনি!😊💔
18/12/2024

যারা বলে ভালোবাসা সুন্দর তারা শুধু বৃষ্টিতে ভিজেছে, কখনো তুফানের কবলে পড়েনি!😊💔

শেষ স্টেশন পর্যন্ত তুমি থেকো পাশে। সব ক্লান্তির শেষে, এক আয়োজনে-একলা আমায় ভালোবেসো 🖤   #  Unick  Brather
28/11/2024

শেষ স্টেশন পর্যন্ত তুমি থেকো পাশে।
সব ক্লান্তির শেষে, এক আয়োজনে-একলা আমায় ভালোবেসো 🖤

# Unick Brather

দুঃখ পুষতে নেই,চায়ের ধোঁয়া'র সাথে উড়িয়ে দিতে হয়!  দুঃখ পুষলে মানুষ কাঁদতে ভুলে যায়,পাথর হয়ে যায়, অনুভূতি মরে যায় সযত্নে!...
28/11/2024

দুঃখ পুষতে নেই,
চায়ের ধোঁয়া'র সাথে উড়িয়ে দিতে হয়!

দুঃখ পুষলে মানুষ কাঁদতে ভুলে যায়,
পাথর হয়ে যায়,
অনুভূতি মরে যায় সযত্নে!

# Unick Brather

“সুখের অনুভূতি যতটা সুন্দর, দুঃখ লুকানো তার থেকেও ভয়ংকর, মা। মা, তুমি কেমন আছ? তোমার মেয়ে একটুও ভালো নেই। ওরা তোমার মেয়ে...
21/11/2024

“সুখের অনুভূতি যতটা সুন্দর, দুঃখ লুকানো তার থেকেও ভয়ংকর, মা। মা, তুমি কেমন আছ? তোমার মেয়ে একটুও ভালো নেই। ওরা তোমার মেয়েকে অসহায় আর অভাগী ভাবছে। চিনেও যেন চিনল না সে। তার চোখে যে মিথ্যার চাদর বিছিয়ে দেওয়া হয়েছে সেই রং ছাড়া বাকি সব তার কাছে আজ ফিকে।”

প্রকাশিতব্য বই: ওরা হৃদয়ের রং চেনে না
লেখক: সমুদ্রিত সুমি
# # Unick Brather

এক জীবনে আপনাকে ভালোবাসি ছাড়া আমি আর কোনো অন্যায় করিনি!বই : আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ
21/11/2024

এক জীবনে
আপনাকে ভালোবাসি ছাড়া
আমি আর কোনো অন্যায় করিনি!

বই : আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ

আমি পদ্মজা উপন্যাসের কিছু অদ্ভুত লাইন যেগুলো বার বার মুগ্ধ করে☺১. আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিল ভূমিকম্পের মত। যখন দ...
20/11/2024

আমি পদ্মজা উপন্যাসের কিছু অদ্ভুত লাইন যেগুলো বার বার মুগ্ধ করে☺

১. আমার পাপের রাজত্বে তোমার আগমন ছিল ভূমিকম্পের মত। যখন দেখি তুমি দাঁড়িয়ে আছো আমার হৃদপিন্ড থমকে যায় পদ্মবতী..!

২. আমি নিষ্ঠুর, তুমি মায়াবতী। আমি ধ্বংস, তুমি সৃষ্টি !
আমি পাপ, তুমি পবিত্র, এত অমিলের কেন হলো মিলন...!

৩. সারা অঙ্গ কলঙ্গে ঝলসে যাক তুই বন্ধু শুধু আমার থাক..!

৪. গত চারদিনের একাংশ যন্ত্রণা যদি তুমি অনুভব করতে, তাহলে আমাকে না মেরে বাঁচিয়ে রাখতে..!
আমার শাস্তি হত বেঁচে থাকা..!

৫. এই যে ধরলাম, মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ছি না!!❤️‍🩹

৬. তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনও মিটবে না পদ্মবতী...!

৭. তুমি চাও বা না চাও, পরপারে দেখা হলে আমি আবার তোমার পিছু নিবো।

কে কে পড়েছেন পদ্মজা উপন্যাস?

আমি আপনাকে ভালোবাসি মানে;কখনো 'ভালোবাসি না' বললেও ভালোবাসি। বই : আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ সালমান হাবীব - কবিতায় গল্প...
17/11/2024

আমি আপনাকে ভালোবাসি মানে;
কখনো 'ভালোবাসি না' বললেও ভালোবাসি।

বই : আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

কেউ ভালোবেসে পাখি হয় আর কেউ হয় বৃক্ষ! বই : বিষাদের আয়ু তিনপ্রহরলেখক : সবুজ আহম্মদ মুরসালিন
15/11/2024

কেউ ভালোবেসে পাখি হয়
আর কেউ হয় বৃক্ষ!

বই : বিষাদের আয়ু তিনপ্রহর
লেখক : সবুজ আহম্মদ মুরসালিন

তুমি পাশে বসলেবই : বিষাদের আয়ু তিনপ্রহর লেখক : সবুজ আহম্মদ মুরসালিন
15/11/2024

তুমি পাশে বসলে
বই : বিষাদের আয়ু তিনপ্রহর
লেখক : সবুজ আহম্মদ মুরসালিন

ভাগ্যিস তুই নেই— যদি থেকে যাতিস;আর যাই হোক— ‘এমন কোরে তোকে ভালোবাসা হতো না!’বই : বিষাদের আয়ু তিনপ্রহর  লেখক : সবুজ আহম্ম...
15/11/2024

ভাগ্যিস তুই নেই— যদি থেকে যাতিস;
আর যাই হোক—
‘এমন কোরে তোকে ভালোবাসা হতো না!’

বই : বিষাদের আয়ু তিনপ্রহর
লেখক : সবুজ আহম্মদ মুরসালিন

কি দরকার ছিলো ট্রাকের নিছে ছাপা পড়ার 😶বাজারে যাচ্ছিলাম হঠাৎ শুনলাম আপনি ছবি পোস্ট করেছেন। তাড়াহুড়ো করে বাড়ি এসে মোবাই...
15/11/2024

কি দরকার ছিলো ট্রাকের নিছে ছাপা পড়ার 😶

বাজারে যাচ্ছিলাম হঠাৎ শুনলাম আপনি ছবি পোস্ট করেছেন। তাড়াহুড়ো করে বাড়ি এসে মোবাইল নিয়ে বসলাম। আপনার ছবিতে লাইক কমেন্ট করব বলে , কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখেন গ্রামে থাকি বলে নেটওয়ার্ক ছিল না । তাই শহরের দিকে চলতে শুরু করলাম এবং প্রায় 5 কিলোমিটার যাবার পর মোবাইলে নেটওয়াক আসলো। বসে পড়ি সেখানেই কারণ হার মানতে আমি শিখিনি । ছবি দারুন ঝকঝকে হয়েছে ,এই ছবি আগামী দিনের ইতিহাস সৃষ্টি করবে । অসাধারণ ভাব ভঙ্গি দিয়ে ছবি তুলেছেন আপনি। আমাদের এত সুন্দর ছবি দেখানোর জন্য ধন্যবাদ। অপেক্ষা করব আগামী দিন যেন আপনাকে এভাবেই দেখতে পারি।অসম্ভব ভাল ছবি। এক কথায় অনবদ্য। বহুদিন পরে একটা ভাল ছবি দেখলাম। একবিংশ শতাব্দীতে এধরনের ছবি আর আগে আসে নি। শুধু যে প্রাসঙ্গিক ও সময় উপযোগী ছবি তাই নয়, একেবারে অপরূপ সৌন্দর্যের মূলে কুঠারাঘাত করেছেন। এই ছবি দেখে একজন ক্ষুদার্থ ব্যক্তি সারাদিন না খেয়ে থাকার যন্ত্রণা নিমিষে ভূলে যেতে পারে, সৌন্দর্য দেখার জন্য খুব বেশি দূরে যাওয়ার যে প্রয়োজন নেই তা আপনার ছবি দেখে আমি অনুধাবন করলাম, আমার ধারনা বিশ্বের বিখ্যাত সব সমালোচকদের এক সাথে করলেও এই ছবির কোন ভূল ধরতে পারবে না,খুব বেশি কিছু বলবনা কারন আবেগে চোখে পানি চলে আসছে। ইহা আসলেই একটি দূর্দান্ত ছবি..!!☺️😊

Address

Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when Unick Brather posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unick Brather:

Share