Mohon Tv

Mohon Tv yes

30/07/2025

রায়পুরে ভাইরাস জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

30/07/2025

মার্ক ল্যান্ড হাজি গঞ্জ রোড়।

27/07/2025

রায়পুর শুধু একটি স্থান নয়, এটি আমাদের হৃদয়ের ভালোবাসা ও গর্বের নাম।"

26/07/2025

রায়পুরের রাখালিয়া বাজারে আনন্দ গাড়ির ধাক্কায় একজন নি*হ*তের অভিযোগ উঠেছে।

26/07/2025

লক্ষ্মীপুর রায়পুরে তিন নাম্বার ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে নাইম ২২ গলায় ফাঁ*স দিয়ে আ*ত্ম*হ*ত্যা।

‎লক্ষ্মীপুর রায়পুরে রাখালিয়া আজ সন্ধ্যায় কভার ভ্যান ও সিএনজির  সং*ঘ*র্ষে নারী সহ আ*হ*ত ৫
25/07/2025

‎লক্ষ্মীপুর রায়পুরে রাখালিয়া আজ সন্ধ্যায় কভার ভ্যান ও সিএনজির সং*ঘ*র্ষে নারী সহ আ*হ*ত ৫

21/07/2025

"মাইলস্টোন কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীর শোকাহত। নিহত ও আহত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।

পুরুষ গাছেও পেঁপে ধরে, তবে সময় আর ধৈর্য চাই।
21/07/2025

পুরুষ গাছেও পেঁপে ধরে, তবে সময় আর ধৈর্য চাই।

রায়পুরে জলবদ্ধতায় চরম দুর্ভোগ‎‎আবু মুসা মোহন, ‎‎রায়পুর উপজেলার বিভিন্ন স্থানে জলবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স...
20/07/2025

রায়পুরে জলবদ্ধতায় চরম দুর্ভোগ

‎আবু মুসা মোহন,

‎রায়পুর উপজেলার বিভিন্ন স্থানে জলবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। টানা কয়েক দিনের বৃষ্টিপাতের কারণে সড়ক ও নিম্নাঞ্চলে পানি জমে গেছে।

‎জলাবদ্ধ পানিতে ভেসে বেড়াচ্ছে পচা-গলা ফল, পলিথিন ও বিভিন্ন বর্জ্য, যা পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে। স্থানীয়রা জানান, ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থা এবং সঠিকভাবে পানি নিষ্কাশনের উদ্যোগ না থাকায় বছরের পর বছর এ সমস্যা থেকে মুক্তি মিলছে না।

‎বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে সমস্যার সমাধান হচ্ছে না। দ্রুত ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

রায়পুরে ভাইরাস জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে‎‎✍️ আবু মুসা মোহন‎‎রায়পুরে ভাইরাসজনিত জ্বরে আক্রান্তের সংখ্যা দিন দিন বা...
20/07/2025

রায়পুরে ভাইরাস জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে

‎✍️ আবু মুসা মোহন

‎রায়পুরে ভাইরাসজনিত জ্বরে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন। স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

‎চিকিৎসকদের মতে, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ও অপরিষ্কার পরিবেশ এই ভাইরাস জ্বরের অন্যতম কারণ। জ্বরের পাশাপাশি মাথাব্যথা, শরীর ব্যথা ও সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে রোগীদের মধ্যে।

‎‎রায়পুরে তিন মাস ধরে সাপ্লাই  পানির সংকটে   এলাকাবাসী, চরম ভোগান্তি‎‎আবু মুসা মোহন, বিশেষ প্রতিনিধি: রায়পুর পান বাজার ...
20/07/2025


‎রায়পুরে তিন মাস ধরে সাপ্লাই পানির সংকটে এলাকাবাসী, চরম ভোগান্তি

‎আবু মুসা মোহন, বিশেষ প্রতিনিধি: রায়পুর পান বাজার ও মহিলা কলেজ এলাকায় পৌরসভার ড্রেন নির্মাণের কাজ করতে গিয়ে তিন মাস ধরে পৌর সাপ্লাই পানির লাইন কেটে ফেলার কারণে এলাকাবাসীর চরম ভোগান্তি চলছে। প্রতিদিন পানির জন্য হাহাকার করছে সাধারণ মানুষ। কেউ কেউ বাধ্য হয়ে দূরদূরান্ত থেকে পানি কিনে ব্যবহার করছেন।

‎স্থানীয়দের অভিযোগ, ড্রেনের কাজের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় পানির লাইন কেটে ফেলা হয়। কিন্তু এতদিনেও রায়পুর পৌরসভা পানির লাইন পুনঃসংযোগের কোনো উদ্যোগ নেয়নি।

‎একজন ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “রায়পুর পৌরসভার পানির লাইন তিন মাস ধরে বন্ধ। পানি কিনে ব্যবহার করতে হচ্ছে। অথচ পৌরসভা চুপচাপ বসে আছে।

‎এলাকাবাসী দ্রুত পৌর কর্তৃপক্ষের কাছে পানির লাইন মেরামতের দাবি জানিয়েছেন।

19/07/2025

চর ভৈরবীর হাওয়ায় অন্যরকম শান্তি, যা শহরের কোলাহলে মেলে না।

Address

Lakshmipur
MOHOM

Alerts

Be the first to know and let us send you an email when Mohon Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category