Ayat. Fashion

  • Home
  • Ayat. Fashion

Ayat. Fashion চলুন ফুল হয়ে সুবাস ছড়াই ❤️‍🩹😌

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্ব তো এমনি হয়! মাইলস্টোনে দুর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আহত বন্ধুকে ক্লা...
22/07/2025

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্ব তো এমনি হয়! মাইলস্টোনে দুর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল। ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, ‘‘এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মারা যাবে’’।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল। মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মারা গেছে"। ছাত্রটি উত্তর দেয়: ‘‘না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল।’’

যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো, আমার বন্ধু আমাকে দেখে, হাসলো এবং তার শেষ কথাটা বলল: ‘‘আমি জানতাম তুমি আসবে”।

01/05/2025
তুমি কৃষ্ণচূড়ার মতোই রঙিন ;আমি তো তোমার ডালে উড়ে এসে বসা বেদুইন।🖤
01/05/2025

তুমি কৃষ্ণচূড়ার মতোই রঙিন ;
আমি তো তোমার ডালে উড়ে এসে বসা বেদুইন।🖤

কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না"আছে কিছু অভিমান, যা কোনদিন বলবোনা..!❤️🥀
01/05/2025

কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না"আছে কিছু অভিমান, যা কোনদিন বলবোনা..!❤️🥀

08/04/2025

সমুদ্র ভীষণ প্রিয় 🌸😊

পাহাড় আর সমুদ্র 😊দুটোই সুন্দর 🌸
07/04/2025

পাহাড় আর সমুদ্র 😊
দুটোই সুন্দর 🌸

i am unlucky in everything 🥺🖤🥀
27/03/2025

i am unlucky in everything 🥺🖤🥀

🥀❤️যে পুরুষ আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে,তার থেকে আপনাকে কিছু চেয়ে নেওয়া লাগবে না, একদম কিচ্ছু না! সে আপনার ভয়েস কিং...
23/03/2025

🥀❤️যে পুরুষ আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে,
তার থেকে আপনাকে কিছু চেয়ে নেওয়া লাগবে না,
একদম কিচ্ছু না!
সে আপনার ভয়েস কিংবা মেসেজ লেখার ধরন দেখেই বুঝতে পারবে আপনার মন ভালো কি খা'রাপ!
সে জানে কি করলে আপনার মন ভালো হবে এবং কোন ব্যাপারে আপনার মন খা'রাপ হবে!
সে আপনার ছোট ছোট ব্যাপার গুলোও মনে রাখবে,
আপনি কিভাবে হাসেন, আপনার রা'গ, অভিমান সব সে দেখবে! আপনি রা'গ বা অভিমান করলে সে অ'স্থির হয়ে উঠবে! আপনার কোনো পরিবর্তন আসলে সহজেই সে বুঝে যাবে!আপনাকে তার থেকে কিচ্ছু চেয়ে নিতে হবেনা। কারণ পুরুষ তার শখের নারীকে সবচেয়ে বেশি ভালোবাসে!🌹❤️

তুমি পাশে থাকলে আমি নির্দ্বিধায় বলতে পারি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি আমি!😊🤍
22/03/2025

তুমি পাশে থাকলে আমি নির্দ্বিধায় বলতে পারি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি আমি!😊🤍

আমার একটা অভ্যাস আছে, আমি মানুষকে তেল মাখাতে পারি না। তেল ছাড়া তরকারির মত আমার কথাও স্বাদহীন, খসখসে লাগে। মানুষের ঠিক প...
21/02/2025

আমার একটা অভ্যাস আছে, আমি মানুষকে তেল মাখাতে পারি না। তেল ছাড়া তরকারির মত আমার কথাও স্বাদহীন, খসখসে লাগে।
মানুষের ঠিক পছন্দ হয় না, গিলতে চায় না। আমি খুব মিষ্টভাষী নই। আমার কথায় অতিরিক্ত মসলাপাতি, চিনি দেওয়া থাকে না। তাই শুনতে মজা লাগে না।
তাই বলে সবার কাছে আমি এরকম না, মানুষ বুঝে মানুষের সাথে আমি ভালো অথবা খারাপ।
ওই যে কথা আছে না, "যে যেমন তার সাথে তেমন।
ব্যাপারটা ঠিক ওইরকম..!🙂👍

পাতা ঝরা বসন্ত হয়ে কখনো যদি ফিরে আসি,সময় যেদিন থমকে যাবে আবারও লিখবো ভালোবাসি !!
17/02/2025

পাতা ঝরা বসন্ত হয়ে
কখনো যদি ফিরে আসি,
সময় যেদিন থমকে যাবে
আবারও লিখবো ভালোবাসি !!

আমি কখনো সুখ লিখি না,তোমার সাথে কাটানোসুখের সময় গুলো,যখন আমার মনে পড়ে,বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব হয় তখনি লিখি, তোমার...
16/02/2025

আমি কখনো সুখ লিখি না,তোমার সাথে কাটানো
সুখের সময় গুলো,যখন আমার মনে পড়ে,বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব হয় তখনি লিখি, তোমার সাথে কাটানো সুখের মূহুর্তে গুলো এখন আমার অসুখে পরিনত হয়েছে,যার ঔষধ কেবলই তুমি😌

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayat. Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share