28/10/2025
বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকি আর আমাদের মাঝে নেই। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
হায় আল্লাহ! চারপাশে শুধু ভাই-ব্রাদারদের মৃত্যুর খবর শুনি, একটার পর একটা। মনে হয় না জানি কবে আমার ডাক এসে যাবে। সেই অপেক্ষায় দিন গুনি, রাত গুনি। হে মাওলা! তুমি আমাকে দ্রুত সুস্থ করে দাও, তোমার রহমতের ছায়ায় আমাকে ঢেকে দাও। তোমার আরশের ছায়ায় আমার জন্য জায়গা করে দাও। হে প্রিয় রব, আমাকে সুস্থ করে আবার সবার মাঝে ফিরিয়ে দাও — যেন তোমার দেওয়া জীবনটা তোমারই সন্তুষ্টির জন্য কাটাতে পারি। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন।
© Usman Goni