
21/05/2025
তুমি ভাবছো আমি বদলে গিয়েছি। আমি বদলাইনি; আগের মতোই আছি। শুধু একটু একটু করে তোমার কাছে নিজেকে প্রকাশ করা বন্ধ করে দিয়েছি। আর তোমাকে নিয়ে গড়ে উঠা টুকরো টুকরো অনুভূতির পাতাগুলো ধীরে ধীরে গুটিয়ে নিয়েছি নিজের ভেতর।
সব কিছু থেকে কেমন যেন আগ্রহ হারিয়ে ফেলেছি। এখন আর কোনো কিছুই প্রকাশ করতে ইচ্ছে করে না।
যে না বলা কথাগুলো তোমাকে বলবো বলে জমিয়ে ছিলাম হৃদয়ের কোনে। সেগুলো এখন কেবল পুরনো ডায়েরির পাতায় বেঁচে থাকে। ভেবোনা অভিমান করেছি - শুধু বোঝার জায়গাটুকু এখন আর খুঁজে পাই না।
আমি এখনো বিরহে কাতর; ভালোবাসায় নরম; অনুভবে ভরা সেই আগের মানুষটাই। শুধু তোমার কাছে হারিয়ে ফেলেছি নিজেকে খোলার সাহসটা।
অপূর্ণতা.🙂