
17/03/2025
বদর দিবস: ঈমান, সাহস ও বিজয়ের প্রতীক
১৭ রমজান, ইসলামের ইতিহাসে এক গৌরবময় দিন! বদরের ময়দানে ৩১৩ জন সাহসী মুসলমান বিশাল কুরাইশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে সেদিন এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। এই যুদ্ধ আমাদের শেখায় ঈমান, ত্যাগ ও আল্লাহর ওপর অবিচল আস্থার গুরুত্ব।
আসুন, বদর দিবসে সেই বীর শহীদদের স্মরণ করি এবং তাদের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা গ্রহণ করি। সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকার শপথ নেই।
“নিশ্চয়ই সাহায্য একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে।”
(সূরা আল-ইমরান: ১২৬)