PHS 2024

PHS 2024 an official page of the students of PHS Batch 24

চন্দ্রগঞ্জ উপজেলা অফিস কোথায় হবে, তা নিয়ে এক গণশুনানিতে আমাদের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম স্যার যুক্তি ও বাস্তবতা...
11/07/2025

চন্দ্রগঞ্জ উপজেলা অফিস কোথায় হবে, তা নিয়ে এক গণশুনানিতে আমাদের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম স্যার যুক্তি ও বাস্তবতার উপর ভিত্তি করে স্পষ্ট বক্তব্য দেন। কিন্তু কিছু লোকের ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগায় তারা স্যারের মতো সম্মানিত ও শিক্ষিত মানুষকে "ভুয়া ভুয়া" বলে অপমান করে।

এত সিনিয়র, অভিজ্ঞ ও সম্মানিত একজন মানুষকে অপমান করার সাহস ওরা পেল কোথা থেকে? সাথে সাথে প্রতিবাদ করতে আপনাদের কে বাধা দিয়েছিল? বড়রা চুপ থাকলেও আমরা ছোটরা দেখিয়ে দেব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কিভাবে করতে হয়।

স্যার শুধু শিক্ষক না, তিনি চন্দ্রগঞ্জবাসীর অভিভাবক। তার অপমানে চুপ করে থাকা মানেই অন্যায়ের পাশে দাঁড়ানো।
Once again, for Siraj Sir.

গাজাবাসীদের পাশে দাড়িয়ে চন্দ্রগন্জ সাধারণ শিক্ষার্থীদের হরতাল।7th AprilWorldwide strike for Ga'za
07/04/2025

গাজাবাসীদের পাশে দাড়িয়ে চন্দ্রগন্জ সাধারণ শিক্ষার্থীদের হরতাল।
7th April
Worldwide strike for Ga'za

Global Strike for Ga'za.7th April.স্থান : প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় গেইট সময় : ১১:০০(সকাল)আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালন...
06/04/2025

Global Strike for Ga'za.
7th April.

স্থান : প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় গেইট
সময় : ১১:০০(সকাল)

আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহবান জানিয়েছে আমাদের মজলুম গা'জাবাসী ভাইবোনেরা। গণহ'ত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সকল দেশে একযোগে স্কুল,কলেজ,ভার্সিটি, অফিস,আদালত সব বন্ধ রাখার আহবান জানিয়েছে তারা।

কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসেবে এসব বন্ধ রাখাতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং দল মত নির্বিশেষে সারাদেশের ছাত্র জনতা একসাথে রাজপথে নেমে ইস'রাইলি খু'নিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।

আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গা'জার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না। কিন্তু তাদের লড়াইয়ের সাথে একত্বতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবো।

March for Ga'za.
Bangladesh for Ga'za.

সকল শিক্ষার্থীকে উক্ত হরতাল পালন কর্মসূচি তে উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ জানানো গেলো। ©️

29/03/2025

PHS Batch 24 Iftar 🤍

29/03/2025

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা জনাবা ফাতেমা বেগম এর স্বামী এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতি ছাত্র ডাক্তার আজিজুল হাকিম আজিম এর বাবা জনাব এ বি এম সিদ্দিক সাহেব
আজ ২৯/০৩/২০২৫ইং তারিখ সকাল ৮ টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তার পরিবারকে শোক সহিবার শক্তি দান করুন। আমিন।

25/03/2025

আসসালামু আলাইকুম 🤍

আমরা PHS 24 Batch (Male) এর উদ্যোগে আগামী ২৬ রমজান তথা ২৭ তারিখ রোজ বৃহস্প্রতিবার কফিল উদ্দিন কলেজ মাঠে ইফতার আয়োজন করতে যাচ্ছি।

08/02/2025

Life was better in Protapganj High School ❤️‍🩹

04/02/2025

When she is from Jamuna section 💁‍♂️

11/01/2025

যদি আবার কখনো ফিরে আসে স্কুলের স্বর্ণালী দিনগুলি,
তাহলে নিশ্চিত যে এবার স্কুলে না যাওয়ার কোনও বাহানা করব না।🤍

অশ্লীলতার যুগে নতুন সংযোজন Crush and Confession. ব্যাপারটি অনেকের কাছে স্বাভাবিক হলেও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় এর নাম দ...
08/12/2024

অশ্লীলতার যুগে নতুন সংযোজন Crush and Confession. ব্যাপারটি অনেকের কাছে স্বাভাবিক হলেও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় এর নাম দিয়ে এমন করা, পুরোটাই অস্বাভাবিক।
প্রকাশ্যে একটি মেয়ের অনুমতি ছাড়া তার ছবি দিয়ে দেওয়া হচ্ছে। প্রকাশ্যে একজনকে যিনার জন্য প্রস্তাব দেয়া হচ্ছে। আপনারা এসব করেন, তাতে আমাদের কোন সমস্যা নেই তবে স্কুলের ট্যাগ লাগিয়ে কেন?
Crush and Confession পেজ চালান, অশ্লীলতা ছড়ান তবে PHS এর ট্যাগ লাগিয়ে বিদ্যালয়ের নাম খারাপ করবেন না।
Phs Crush and Confession বিলুপ্ত করা হক।

Address

Lakshmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when PHS 2024 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share