
11/07/2025
চন্দ্রগঞ্জ উপজেলা অফিস কোথায় হবে, তা নিয়ে এক গণশুনানিতে আমাদের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম স্যার যুক্তি ও বাস্তবতার উপর ভিত্তি করে স্পষ্ট বক্তব্য দেন। কিন্তু কিছু লোকের ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগায় তারা স্যারের মতো সম্মানিত ও শিক্ষিত মানুষকে "ভুয়া ভুয়া" বলে অপমান করে।
এত সিনিয়র, অভিজ্ঞ ও সম্মানিত একজন মানুষকে অপমান করার সাহস ওরা পেল কোথা থেকে? সাথে সাথে প্রতিবাদ করতে আপনাদের কে বাধা দিয়েছিল? বড়রা চুপ থাকলেও আমরা ছোটরা দেখিয়ে দেব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কিভাবে করতে হয়।
স্যার শুধু শিক্ষক না, তিনি চন্দ্রগঞ্জবাসীর অভিভাবক। তার অপমানে চুপ করে থাকা মানেই অন্যায়ের পাশে দাঁড়ানো।
Once again, for Siraj Sir.