28/06/2025
মানুষ এক অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মেছে!
১০৩ ডিগ্রি জ্বর টের পায় না,
কখনো কখনো কঠিন রোগ বেঁধে ফেলে- তাও টের পায় না।
ব্যাংক অকারণে টাকা কেটে নিচ্ছে, টের পায় না।
দেশী বলে চাষের মাছ দিয়ে দিচ্ছে, সেটাও টের পায় না।
কিন্তু কেউ তাকে অবহেলা করলে সঙ্গে সঙ্গে টের পেয়ে যায়।