Rabeya's WORLD

Rabeya's WORLD Welcome to my digital universe!
(3)

27/08/2025

best comeback in the life :
পেলে পাবো, না পেলে নাই রিজিকে থাকলে কেউ কে-ড়ে নিতে পারবে না। ❤️

21/08/2025

"দু চোখ যেদিকে যায় একদিন চলে যাবো" বলে দুঃখ কমানো মানুষগুলো জানে, তার আসলে যাবার মত কোনো জায়গা নেই।সে জানে, সে যেখানে আছে সেখানেও সে আসলে নেই ।

এই বিশাল দুনিয়ায় কিছু বদনসিব মানুষের একটা পুরো জীবন চলে যায় মূলত ঐ একখানা ঘরের সন্ধানেই, একখানা একান্ত আশ্রয়ের পিপাসাতেই ।

মাথা গোঁজার মত জায়গার তো অভাব নেই এই দুনিয়ায়, আশ্র‍য় তো শরনার্থীরো মেলে। আমাদের অভাবটা মূলত মন বোঝার মত একখানা ঘরের, শান্তি মেলার মত একখানা পায়রার নীড়ের।

সে ঘরের দেয়ালে ফাটল থাক, ভাঙা হোক দুয়ার, মরচে ধরা হোক জানালার শিক, অন্তত তার বাসিন্দাকে এমনভাবে আগলে রাখুক, যেন রাত নামলে কোনো জোনাক পাখি আর না গায় — মৃত্যু কতদূরে, মৃত্যু কতদূরে ! 🤎

20/08/2025

কত মানুষ মুখের উপর কতকিছু বলে। অথচ আমি চোখের দিকে তাকিয়ে ভাবি মানুষটা কষ্ট পাবে না তো?

05/08/2025

হুমায়ূন আহমেদের লেখা সমস্ত চরিত্রের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় চরিত্র হলো "মুনা"।
প্রচন্ড আত্মবিশ্বাসী, শান্ত একটা মেয়ে। মানুষকে গভীর পর্যবেক্ষণ করে, জানে, কিন্তু কাউকে একটিবারও সেই জানার সীমানায় যেতে দেয়নি। মামুনকে ভালোবেসে ঠকেছে, তবুও তা নিয়ে হা-হুতাশ করেনি তেমন। বাকের ভাইকে ভালোবেসেছে, কিন্তু সরাসরি প্রকাশ করেনি।

একসময় সে বুঝেছে-কাকে ভালোবাসা উচিত ছিল আর কাকে উচিত ছিল না। মুনা শেষ মুহুর্তে টের পেয়েছিল, বাকের ভাইকেও তার পাওয়া হবে না। আর ঠিক এজন্যই মেয়েটা কখনোই না বাকেরকে ভালোবাসার সুযোগ দিয়েছে, আর না নিজের অনুভূতিটুকু তাকে দিয়েছে।

মুনার ভালোবাসা আমাকে যতটা কাঁদিয়েছে, তার চেয়ে বেশি ভাবিয়েছে বাকের ভাইয়ের লাশ নিতে যাবার ওই দৃশ্যে।

পুলিশ: লোকটি আপনার কে হয়?
মুনা: কেউ না।
পুলিশ: কেউ না হলে কাঁদছেন কেন?
মুনা: কেউ না এমন কাউকে হারালে কাঁদতে হয়।

এ জগতে মুনাদের বোধহয় এভাবেই একা হয়ে যেতে হয়? খুব করে ভালোবাসার অভাব যাদের, তাদেরই বুঝি কিচ্ছুটি জুটতে নেই?

01/08/2025

যদি কেউ একদিন এসে জিজ্ঞেস করে,
What's the one thing you have done the most in life?
আমি একটুও না ভেবে বলব-

I waited...

আমি অপেক্ষা করেছি...
একটা better time এর,,,একটু সুখের, একটু শান্তির,অথবা কোনো একটা miracle moment এর-যা বদলে দিত সবকিছু।

আমি অপেক্ষা করেছি..
কারো ফিরে আসার,কারো বলা কথা সত্যি হওয়ার,,,আর কোনো এক অসমাপ্ত গল্পের শেষ অধ্যায়ের।

Funny thing is
I never stopped waiting,
because somewhere deep inside… I still believe it’s not over yet.

,©️

26/07/2025

লাইফের সবচেয়ে বড় ব্য'র্থতা নিজের পটেনশিয়াল কে মিট করতে না পারা! You know exactly how you are. But you can't achieve

exactly this is what I felt at this stage .

19/07/2025

একটা নির্দিষ্ট সময়ের পর মানুষ চিরকালের জন্য দুঃখী হয়ে যায়। তখন প্রতিদিন কিছু একটা করে মন ভালো রাখতে হয়। দেখবেন রাস্তাঘাটে চলার পথে পরিচিত কারো সাথে দেখা হলে আপনাকে যখন জিজ্ঞেস করে- কিরে মন খারাপ, চেহারার এই দ'শা কেন, কিছু হইছে নাকি...। আপনি হুট করে বুঝতে পারেন না কী বলবেন কারণ মন খারাপ হওয়ার মতো সেদিন কিছু ঘটেই নি। আসলে সেদিন মন ভালো করে নেয়ার মতো আপনি বিশেষ কিছু করেন নি।

28/06/2025

মানুষ এক অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মেছে!

১০৩ ডিগ্রি জ্বর টের পায় না,
কখনো কখনো কঠিন রোগ বেঁধে ফেলে- তাও টের পায় না।
ব্যাংক অকারণে টাকা কেটে নিচ্ছে, টের পায় না।
দেশী বলে চাষের মাছ দিয়ে দিচ্ছে, সেটাও টের পায় না।
কিন্তু কেউ তাকে অবহেলা করলে সঙ্গে সঙ্গে টের পেয়ে যায়।

22/06/2025

স্টুডেন্ট হিসেবে হয় খুব ভাল রকমের মেধাবী হওয়া উচিত ছিলো যাতে মা বাবার প্রত্যাশায় উতরে যেতে পারতাম;
নয়তো নিম্নমানের, সোজা কথায় খারাপ রকমের হওয়া উচিত ছিলো যাতে মা বাবা কোনো প্রত্যাশাই না রাখতো। মধ্যম মানের হওয়ায় তথাকথিত উপায়ে মা বাবার প্রত্যাশায় উতরে যেতে পারছিনা, নিজেকে যোগ্য প্রমাণ করতে পারছিনা।
নসিবের উপর বিশ্বাস রেখে শুধু হেটে চলেছি স্থির কোনো গন্তব্যের আশায়।

© হৃদি

18/06/2025

আমার চেয়েও ভালো কিছু পেয়ে কেউ আমাকে ছেড়ে গেলে, আমার দুঃখ লাগে না।

আমি চাই না, কেউ আমাকে পেয়ে পিছিয়ে যাক। হেরে যাক, আফসোস করুক কিংবা মন ছোটো করে বাঁচুক! আমি চাই, প্রত্যেকেই জিতুক! জীবনে এগিয়ে যাক, মন খুলে বাঁচুক!

08/06/2025

পাওলো কোয়েহলোর একটা খুবই বিখ্যাত উক্তি আছে,

"When you want something, all the universe conspires in helping you to achieve it"

বিখ্যাত লেখকদের বিখ্যাত কিছু মিথ্যে কথা থাকে। আমার মনে হয় এটা পাওলো কোয়েহলোর সবচেয়ে বড় মিথ্যে কথা। আদতে তুমি পৃথিবীতে সবচেয়ে বেশী যে জিনিসটা চাইবে, সেই জিনিসটাই কোনোদিন তোমার হবে না। তার বদলে হয়তো আকাশের চাঁদটাও তোমার ব্যক্তিগত হয়ে যেতে পারে। কিন্তু, পুরোটা জীবন দিয়ে তুমি যা চাইবে, সেটাই পাওয়ার নয়...🥀

©️

06/06/2025

উৎসবের দিনে কারোর মন খারাপ না হোক। কেউ একলা না থাক। কারোর চোখ না ভিজুক।🤍

Address

Lakshmipur
Lakshmipur
3720

Alerts

Be the first to know and let us send you an email when Rabeya's WORLD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rabeya's WORLD:

Share