Books and Thoughts with Ohi

Books and Thoughts with Ohi তোমার শোক নিবিড় খুব
আমার শোক বিজ্ঞাপন
তোমার দিন অতল ডুব
আমার স্রেফ দিনযাপন।
•Reader
•Critic
•reviewer

02/03/2025

আজকে যে ঘটনাটা নিয়ে আপনি কাঁদছেন, কয়েক মাস কিংবা কয়েক বছর পর পেছন ফিরে ঐ একই ঘটনার কথা মনে পড়লে খেয়াল করবেন, আপনার আর কান্না পাচ্ছে না।কোন কোন ক্ষেত্রে পেছনের ঐ কান্নার ঘটনার কথা মনে করলে আপনি হেসে ফেলবেন আর ভাববেন
"কতটা বোকাই না ছিলাম !!"
আপনি বিশ্বাস করেন আর নাই করেন, "সময়" নামের জিনিসটা সবকিছু বদলে দেয়।চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট, ভালোবাসা - সবকিছু বদলে দেয়।আপনার ভেতরটাকে সে নতুন করে সাজায় !!
আজকে আপনার কাছে যা অনেক বেশি "ইম্পর্টেন্ট" , কাল বা পরশু ঐটাই "মূল্যহীন" হয়ে যেতে পারে।

"ভাইয়া, আমি অমুক এর থেকে কষ্ট পেয়েছি ... ভুলতে পারছি না,আমার আর বাঁচতে ইচ্ছা হয় না,ডিপ্রেসড লাগে। আমি কি করবো ??"
কি করবেন? বলছি শুনেন
"TIME is a Great HEALER !!"
সময় সব ক্ষত সারিয়ে দেয়। সব দুঃখ ভুলিয়ে দেয় আস্তে আস্তে।সময় নেন। ছোটবেলায় একটা খেলনা ভেঙ্গেছিলো দেখে চিৎকার করে কান্নাকাটি করেছেনন।এখন ঐ খেলনার কোন মূল্য আছে ??
ধাক্কা খেয়ে পড়ে গিয়ে কতবার কাঁদছেন ?? ... এখন রাস্তায় ধাক্কা খেয়ে পড়ে গেলে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করেন
তাই না ??
কাঁদেন কি আপনি আগের মত ??
না তো !!
সময় নেন সব রোগের ওষুধ হলো সময় নেয়া আপনাকে কেউ কষ্ট দিয়েছে ??
একটু সময় নিয়ে কষ্ট সহ্য করেন।এক সময় হয় কষ্টটা ভুলে যাবেন।অথবা কষ্টটা আর গায়ে লাগবে না কিংবা আপনি এই কষ্টটার কথা মনে করে হাসবেন !!
চোখ থেকে না হয় দু ফোঁটা অশ্রু পড়লোই। হাত দিয়ে ঘুমের ওষুধটা কিংবা ফ্যানের সাথের দড়িটা স্পর্শ না করে।হাত দিয়ে বরং অশ্রুটুকু মুছে ফেলেন।
বিস্বাস করেন সব বদলে যাবে এক সময়। একটাবার পেছন ফিরে দেখার জন্য হলেও অপেক্ষা করেন, সময় নেন
মরলেই তো সব শেষ।টিকে থাকেন।দেখেন না কি হয় !!
চোখের পানি শুকিয়ে যায়।কষ্টের রংগুলো একটু একটু করে অস্পষ্ট হতে থাকে।ব্যথাগুলো আস্তে আস্তে কমে যায়।আপনি শুধুমাত্র সময় দেন একটু। একটু খানি সময় !!

27/02/2025

-চিন্তার জগতে আমরা কখনো বিভ্রমে পড়ি, আবেগে ডুবে যাই, আর সেই বিভক্তির মাঝেও কোনো না কোনো সৌন্দর্য খুঁজে পাই।

Nothing is easy when you are lazy
31/01/2025

Nothing is easy when you are lazy

🖤
14/11/2024

🖤

Books are mirrors. You onlu see in themWhat you already haveInside you.    Books and Thoughts with Ohi
27/08/2024

Books are mirrors.
You onlu see in them
What you already have
Inside you.

Books and Thoughts with Ohi

12/07/2024

The weight of your work will certainly kill you if you do not learn to cut it off in time.
-Thoughts with Ohi

Bhai ki joss😘🖤  keu kinna den🥺🤌
09/06/2024

Bhai ki joss😘🖤
keu kinna den🥺🤌

Address

Hospital Road
Lakshmipur
3701

Website

Alerts

Be the first to know and let us send you an email when Books and Thoughts with Ohi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share