Lakshmipur Dawah Circle

Lakshmipur Dawah Circle সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
কার্যক্রম: শিক্ষা, দাওয়াহ ও সেবা।

https://t.me/LakshmipurDawahCircle

আমরা অনেক সময় এমন ভাইদের দেখেছি, যারা নিঃস্বার্থভাবে আল্লাহর পথে কাজ করে যাচ্ছেন—তাওহীদ ও সুন্নাহর দাওয়াহ প্রচার করছেন...
01/08/2025

আমরা অনেক সময় এমন ভাইদের দেখেছি, যারা নিঃস্বার্থভাবে আল্লাহর পথে কাজ করে যাচ্ছেন—তাওহীদ ও সুন্নাহর দাওয়াহ প্রচার করছেন, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ান, অন্যের কষ্টে সাড়া দেন।

আজ, এমনই এক নিরলস পরিশ্রমী দায়ী ভাই নিজেই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন। তাঁর প্রিয় আব্বা লিভার ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার ব্যয় অত্যন্ত বেশি, আর পরিবারে দায়িত্ব একাই তিনি বহন করছেন—বাবার চিকিৎসা, পরিবারের খরচ, ছোট বোনের পড়ালেখা সবকিছুই তাঁর কাঁধে।

তিনি নিজের কষ্ট প্রকাশ না করে, এখনো দ্বীনের পথে দৃঢ় থাকছেন। কিন্তু এই মুহূর্তে তাঁর পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব।

আপনি সদাকাহ বা হাদিয়ার মাধ্যমে এই পরিবারকে কিছুটা স্বস্তি দিতে পারেন। যদি সাহায্য করার সামর্থ্য না-ও থাকে, অন্তত একটি দোয়া করুন—আল্লাহ যেন এই ভাইয়ের আব্বাকে পূর্ণ শিফা দান করেন, পরিবারকে ধৈর্য ও সহজতা দান করেন।

সাহায্যের মাধ্যম:
বিকাশ নম্বর: 01644 231 526।

ব্যাংকে পাঠাইতে চাইলে

Islami Bank Bangladesh
নাম:- আরিফ হোসাইন
একাউন্ট নাম্বার:- 2050 760 02 00190213
ব্রাঞ্চ:- হাজিরপাড়া সাব ব্রাঞ্চ, চন্দ্রগঞ্জ, লক্ষীপুর।

আল্লাহ তায়ালা আমাদের সকলকে একে অপরের সহায়তায় এগিয়ে আসার তাওফিক দিন।

جَزَاكُمُ اللّٰهُ خَيْرًا

25/07/2025

21/07/2025

Live from national burn & plastic surgery Institute

21/07/2025

উত্তরা মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনায় হতাহতের সংখ্যা সঠিক জানা যায়নি। বেশিকিছু শিক্ষার্থী ভাই-বোন নিহত এবং আহত হওয়ার খবর আসছে।

আহতের নিকটস্থ হসপিটালগুলোতে নেওয়া হয়েছে। যেখানে অনেক রক্তের প্রয়োজন। ঢাকায় অবস্থানরত ভাই-বোনদের প্রতি অনুরোধ থাকবে রক্তদানে এগিয়ে আসুন। হসপিটালগুলোতে যান দয়াকরে।

✅ঢাকা মেডিকেল বার্ন ইউনিট
✅কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
✅উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
✅কুয়েত মৈত্রী হাসপাতাল
✅উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ
✅মনসুরআলী মেডিকেল কলেজ

যারা রক্তদাতা আছেন সেখানে চলে যান দ্রুত। হসপিটালের গেইটে অবশ্যই ফ্রি চলাচল রাখবেন।

-:
16/07/2025

-:

15/07/2025

পালিয়ে যাওয়া স্বৈরাচারের প্রেতাত্মারা নতুন করে আবারও দেশে গঙ্গী নাটকের কার্ড খেলতে চাচ্ছে।

যেই গঙ্গী নাটকের জাঁতাকলে পড়ে বছরের পর বছর গুম/খুন/নির্যাতনের স্বীকার হয়েছেন অগণিত মানুষ, শহীদ হয়েছেন অসংখ্য মুসলমান, খালি হয়েছে হাজারো মায়ের বুক, স্বামী হারা হয়েছে কত দুঃখীনি স্ত্রী, বাবা হারিয়ে এতিম হয়েছে শত অবুঝ শিশু। সেই ঘৃণ্য বর্বর নাটকীয় কার্ড আবার যারা খেলতে চায়, তারা কান খুলে জেনে রাখুক, এটা মুসলিমবঙ্গ।

মুসলমানের রক্তের উপর যে জমিন প্রতিষ্ঠিত, সেই পবিত্র জমিনে এই ঘৃণ্য খেলার শুরু আর হতে দেয়া হবেনা। মুসলিমবঙ্গের ঈমানপ্রিয় তাওহীদী জনতা তাদের রুখে দেবে ইনশাআল্লাহ। যেভাবে রুখে দিয়েছে যুগের নিকৃষ্ট ফেরাউনকে।

আমার দ্বীন, আমার জমিন।

সমস্যার মূল ধ্বংস না করা অব্দিএই উম্মাহ’র মুক্তি মিলবে না।
12/07/2025

সমস্যার মূল ধ্বংস না করা অব্দি
এই উম্মাহ’র মুক্তি মিলবে না।

শুয়ে আছে বাংলাদেশ, উপরে জাহেলিয়াতের আঁধার।
11/07/2025

শুয়ে আছে বাংলাদেশ, উপরে জাহেলিয়াতের আঁধার।

সত্যিকারের জঙ্গি কারা?
11/07/2025

সত্যিকারের জঙ্গি কারা?

কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বেশকিছু নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস দেখা যাচ্ছে। যতটুকু সম্ভব সতর্কতা অবলম্...
09/07/2025

কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বেশকিছু নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস দেখা যাচ্ছে। যতটুকু সম্ভব সতর্কতা অবলম্বন করে চলুন। প্রয়োজনীয় আসবাবপত্র এবং শুকনো খাবার সংগ্রহে রাখুন। আল্লাহ ﷻ সবাইকে হেফাজত করুন। আমিন।

ছেলেটার নাম নূর মুহাম্মদ। বাসা ব্রাহ্মণবাড়িয়াতে। বয়স ১৭ বছর হলো কেবল। মাদ্রাসায় পড়াশোনা করছে। তার মা-বাবা খুবই সচেত...
06/07/2025

ছেলেটার নাম নূর মুহাম্মদ। বাসা ব্রাহ্মণবাড়িয়াতে। বয়স ১৭ বছর হলো কেবল। মাদ্রাসায় পড়াশোনা করছে। তার মা-বাবা খুবই সচেতন। তার জন্মের পূর্বেই নিয়ত করে রেখেছিলেন—'আমাদের যদি কোন সন্তান হয়, তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই তাকে বিয়ে দিয়ে দেব।'

আল্লাহ তাদের ঘরে এই সন্তান দান করলেন। আল্লাহর অসংখ্য নিয়ামত পেয়ে সে বড় হলো। বয়স যখন ১৭ তে পৌঁছাল, মা-বাবা তাকে বিয়ে দিয়ে দিলেন। আজ রবিবার তার বিয়ের আকদ সম্পন্ন হয়েছে।

মা-বাবা কতটা সচেতন, ভাবুন। তারা সমাজের এই অভিশপ্ত রীতিনীতি ভেঙ্গে, ইসলামের রীতিকে প্রাধান্য দিয়েছে। তারা জানে, এই ফেতনার যুগে গুনাহ থেকে বেঁচে থাকা অনেক কঠিন। তাই তারা তাদের সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই হালাল সম্পর্কে বেঁধে দিয়েছে।

সেলুট জানাই এই মা-বাবাকে। প্রতিটি ঘরে ঘরে এমন মা-বাবা থাকুক। এই সমাজ থেকে অভিশপ্ত রীতিনীতি বিলুপ্ত হোক, বিয়েকে সহজ হোক।

এই ছোট্ট ভাইটার দাম্পত্য জীবন সুখকর হোক। দুআ করি মন থেকে।

©মাহমুদ বিন নূর হাফিযাহুল্লাহ

05/07/2025

আশুরা শিক্ষা দেয় মুসলিমদের বিশ্বাস, কৃষ্টি-কালচার হবে স্বতন্ত্র। পাশ্চাত্য সংস্কৃতি নয়, ইসলামই আমাদের আদর্শ ও চেতনা।

Address

Chawkbazar Shahi Jame Masjid Road
Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when Lakshmipur Dawah Circle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share