
01/08/2025
আমরা অনেক সময় এমন ভাইদের দেখেছি, যারা নিঃস্বার্থভাবে আল্লাহর পথে কাজ করে যাচ্ছেন—তাওহীদ ও সুন্নাহর দাওয়াহ প্রচার করছেন, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ান, অন্যের কষ্টে সাড়া দেন।
আজ, এমনই এক নিরলস পরিশ্রমী দায়ী ভাই নিজেই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন। তাঁর প্রিয় আব্বা লিভার ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার ব্যয় অত্যন্ত বেশি, আর পরিবারে দায়িত্ব একাই তিনি বহন করছেন—বাবার চিকিৎসা, পরিবারের খরচ, ছোট বোনের পড়ালেখা সবকিছুই তাঁর কাঁধে।
তিনি নিজের কষ্ট প্রকাশ না করে, এখনো দ্বীনের পথে দৃঢ় থাকছেন। কিন্তু এই মুহূর্তে তাঁর পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব।
আপনি সদাকাহ বা হাদিয়ার মাধ্যমে এই পরিবারকে কিছুটা স্বস্তি দিতে পারেন। যদি সাহায্য করার সামর্থ্য না-ও থাকে, অন্তত একটি দোয়া করুন—আল্লাহ যেন এই ভাইয়ের আব্বাকে পূর্ণ শিফা দান করেন, পরিবারকে ধৈর্য ও সহজতা দান করেন।
সাহায্যের মাধ্যম:
বিকাশ নম্বর: 01644 231 526।
ব্যাংকে পাঠাইতে চাইলে
Islami Bank Bangladesh
নাম:- আরিফ হোসাইন
একাউন্ট নাম্বার:- 2050 760 02 00190213
ব্রাঞ্চ:- হাজিরপাড়া সাব ব্রাঞ্চ, চন্দ্রগঞ্জ, লক্ষীপুর।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে একে অপরের সহায়তায় এগিয়ে আসার তাওফিক দিন।
جَزَاكُمُ اللّٰهُ خَيْرًا