Sekh SaiF

Sekh SaiF A brand ¥ ^-€ambassador T Shirt Brand

31/10/2025

সুদানে ভয়াবহ অভস্থা 🙂

হাসিনার আরেক উন্নয়নের অবস্থা দেখেন। গত সপ্তাহে কর্ণফুলী টানেল চালুর দুই বছর পূর্ণ হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা থেকে আনোয়ার...
31/10/2025

হাসিনার আরেক উন্নয়নের অবস্থা দেখেন।

গত সপ্তাহে কর্ণফুলী টানেল চালুর দুই বছর পূর্ণ হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত এই টানেল তৈরিতে ব্যয় হয়েছিল ১০ হাজার ৬৮৯ কোটি টাকা।

শুরুর পর থেকে এ বছর ২৬ অক্টোবর পর্যন্ত গাড়ি চলেছে ২৮ লাখ ২১ হাজার ৩৭৬টি। অর্থাৎ প্রতিদিন গড়ে গাড়ি পার হয়েছে ৩ হাজার ৮৭০টি।

টার্গেট অনুযায়ী ২০২৫ সালে দিনে গাড়ি চলাচল করার কথা ছিল ১৯ হাজার ৬৬৯টি। কিন্তু বর্তমানে চলছে লক্ষ্যমাত্রার চেয়ে দিনে ১৫ হাজার ৭৯৯টি কম গাড়ি!

অর্থাৎ, লক্ষ্যমাত্রার থেকে প্রতিদিন গড়ে ৫.১ গুণ কম গাড়ি চলছে!

এই দুই বছরে আয় হয়েছে ৮০ কোটি ৫ লাখ টাকা। প্রতিদিন গড়ে আয় মাত্র ১০ লাখ ৯৮ হাজার টাকা।

অর্থাৎ, এই হারে গাড়ি চললে অন্য সব খরচের হিসাব বাদ রেখে কেবল নির্মাণ ব্যয় উঠতে সময় লাগবে আরো ২৭ বছর!

কিন্তু হিসাব তো এত সরল না! মেইনটেইনেন্স খরচ আছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুসারে ২০২৪ সালের ২০ অক্টোবর পর্যন্ত এই টানেল থেকে দৈনিক গড় আয় ১০ লাখ ৩৭ হাজার টাকা, বিপরীতে দৈনিক পরিচালন ব্যয় ৩৭ লাখ ৪৭ হাজার টাকা। টানেল থেকে পর্যাপ্ত আয় না হওয়ায় এসব ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকেই প্রদান করা হচ্ছে!

নির্মাণ ব্যায়ের ১০ হাজার কোটি টাকা কে দিছিল? আমরা, মানে জনগণ। বাংলাদেশ সরকারের তহবিল আর চীনের কাছ থেকে ঋণ নিয়ে এই টানেল নির্মাণ করা হয়। সেইটাও আমরাই পরিশোধ করতেছি। এখন টানেলের লস টানছে কে? আমরা।

মাঝখান দিয়ে মুলা ঝুলায়ে অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় একটা প্রকল্প করে গেছে হাসিনা। উন্নয়নের নামে হাসিনা এমন অসংখ্য তামাশা করেছে।

হাসিনা ১৭ বছর ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। কিন্তু যে ক্ষতি করে গেছে, তা আমাদের বয়ে বেড়াতে হবে অন্তত তিন সতেরো ৫১ বছর।

©️

30/10/2025

"লোহার টুপি মানুষের মগজ খায়" ❌

“রাজনীতি মানুষের মগজ খায়” ✅

30/10/2025

Outs Of billal 😆

29/10/2025

ভালো হয়ে যাব বন্ধু 😆

29/10/2025

চট্টগ্রামের মেজবান 🫶🏻❤️ #মেজবান #চট্রগ্রাম

28/10/2025

মা বাবা ❤️🫶🏻 #মাবাবা #মা #বাবাছেলে

27/10/2025

আলহামদুলিল্লাহ বাবা আছে এখনো ❤️ #বাবাছেলে

27/10/2025

জীবনের মূল‍্য মাএ ৫ লক্ষ টাকা 🙂

27/10/2025

আজ নয়তো কাল ইস কন নিষিদ্ধ হবেই ❤️

বুয়েটের ল্যাব পরীক্ষায় স্পষ্ট বলা হয়েছিল—এই উপাদানটি প্রয়োজনীয় লোড বহন করতে সক্ষম নয়। বিকল্প উপাদান ব্যবহারের পরামর্শও দ...
26/10/2025

বুয়েটের ল্যাব পরীক্ষায় স্পষ্ট বলা হয়েছিল—এই উপাদানটি প্রয়োজনীয় লোড বহন করতে সক্ষম নয়। বিকল্প উপাদান ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছিল।

কিন্তু প্রকল্প সিন্ডিকেটের ভয়ংকর প্রভাবের কারণে সেই অনুপযুক্ত উপাদানই ব্যবহার করা হয়েছে। আজ সেই সামান্য ‘অবহেলাই’ ৩৩ হাজার কোটি টাকার পুরো প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

এভাবেই নামমাত্র কিছু ইঞ্জিনিয়ারের দৌরাত্ম্যে পুরো ইঞ্জিনিয়ারিং খাত জিম্মি হয়ে আছে।

26/10/2025

এদেশে নিরাপত্তা কোথায় ? 🙂

Address

Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when Sekh SaiF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sekh SaiF:

Share