
17/07/2025
লামিয়া নামে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী গত কাল রাত ৯ টা থেকে নিঁখোজ.।
তার গায়ে গোলাপি রং এর জামা আর কালো ওড়না ছিল।
সদর উপজেলার চাঁদখালি এরব বহুমুখী উচ্চ বিদ্যালয়ে, ৬ষ্ঠ শ্রেনীতে পড়ে। ওর বয়স ১১+
সকল আত্নীয় -স্বজনের বাড়ি খোজার পর ও পাওয়া যায় নি,
এমন কি ঘরে ২ টা মোবাইল ছিল ওই গুলো নাই হয়তো সে নিয়ে গেছে। একটা মোবাইল বন্ধ রয়েছে আরেকটায় কল যায় কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না।যদি তারে কেউ কোথাও দেখে থাকেন দয়া করে
একটু জানাবেন।
নাম্বার;01840295982