05/04/2025
স্প্যাম মেসেজে বাঁচল শতজন, মরলো ‘ব্ল্যাক উইডো’!
— এক চাঞ্চল্যকর বাস্তব ঘটনা গল্প আকারে
নতুন বছরের উৎসবের জন্য রেড স্কয়ার ছিল প্রস্তুত। হাজার হাজার মানুষ জমা হবে কিছুক্ষণের মধ্যেই। কিন্তু কেউ জানত না, মৃত্যুও অপেক্ষা করছিল সেদিন—এক 'ব্ল্যাক উইডো'র হাতে।
রাশিয়ার এক রহস্যময় নারী, যাকে ‘ব্ল্যাক উইডো’ নামে ডাকত নিরাপত্তা বাহিনী, পরিকল্পনা করছিল এক ভয়ংকর সন্ত্রাসী হামলার। তার মোবাইল ফোনেই ছিল বোমা বিস্ফোরণের ট্রিগার। পরিকল্পনা অনুযায়ী, ঠিক মধ্যরাতের উৎসবের সময় সেই ফোনে একটি কল এলেই ঘটত ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন হয়ে যেত উৎসবমুখর জনতা।
কিন্তু নিয়তির খেলা অন্যরকম ছিল।
বিকেলেই ফোনটা বেজে উঠল—একটি স্প্যাম মেসেজ! কেউ একজন নতুন বছরের শুভেচ্ছা পাঠিয়েছিল—"Happy New Year!"
মেসেজটি ছিল নিরীহ, কিন্তু তার ফলাফল ভয়ংকর!
বোমা আগেই ফেটে গেল, সঙ্গে সঙ্গে উড়ে গেল ‘ব্ল্যাক উইডো’ নিজেই।
তার দুই সহযোগী পালিয়ে গেল, কিন্তু শত শত মানুষের প্রাণ বেঁচে গেল।
রাশিয়ান নিরাপত্তা বাহিনী পরে জানায়, সাধারণত এই ধরণের ফোনগুলো শেষ মুহূর্ত পর্যন্ত বন্ধ রাখা হয়, যাতে দুর্ঘটনা না ঘটে। কিন্তু এ দফায় ছিল "সন্ত্রাসীদের অসতর্কতা", আর ভাগ্যক্রমে, একটি স্প্যাম মেসেজ হয়ে গেল শতজন প্রাণ বাঁচানোর নায়ক!
শেষ কথা?
কখনও কখনও, যেটা আমরা বিরক্তির কারণ মনে করি—একটা অপ্রয়োজনীয় মেসেজ—সেটাই হতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া আশীর্বাদ।