Betari goli

Betari goli অন্যের জীবনের সাথে নিজের জীবন মেলাতে যাবেন না, সব অংক একই সুত্রে মেলে না!'☘️

কোক আসলে কোন জায়গার?চলেন দেখি কোকা-কোলা কোম্পানির  সব থেকে বড় ইনভেস্টগুলো কাদের?-Berkshire Hathaway, (400million share,...
19/06/2024

কোক আসলে কোন জায়গার?
চলেন দেখি কোকা-কোলা কোম্পানির সব থেকে বড় ইনভেস্টগুলো কাদের?

-Berkshire Hathaway, (400million share, 24 Billion Dollar)

-Vanguard Group (370million share, 22 Billion Dollar) এবং

-BlackRock। (303 million share, 18 Billion Dollar)

কাগজে কলমে এখানে তিনটা কোম্পানি দেখা গেলেও আসলে এখানে দুইটা কোম্পানিই । মূলত Berkshire Hathaway এর ইনভেস্ট করে Vanguard Group এবং Blackrock-ই।

অর্থাৎ এরা আপন দুই ভাই কোকাকোলার ৮০-৯০ শেয়ার নিয়ন্ত্রণ করে ।

তো এই দুই মেগা জায়ান্ট শেয়ার হোল্ডারের মালিক কারা?

১.
- BlackRock এর চেয়ারম্যান ও CEO ও ফাউন্ডার হচ্ছেন Larry D Fink যিনি ইহুদি ও ইসরাইলি বংশভুক্ত।

-BlackRock এর প্রেসিডেন্ট Robert S. Kapito,
একজন ইহুদি। তাকে ২০১২ সালে ইহুদি কমিউনিটি থেকে এওয়ার্ড দেওয়া হয়।

- মজার ব্যাপার হইলো এই ইহুদী প্রতিষ্ঠানের পরিচালক হইলো একজন আরব,নাম Bader M. Alsaad।

২. Vanguard গ্রুপের প্রতিষ্ঠাতাও একজন ইহুদি!

এছাড়া ছোট যেসব শেয়ার আছে, বেশিরভাগই ইসরায়েলের।

এখন বলেন, কোক কার? ঐ জায়গার না?

কোক ইসরায়েলেরই! কোক ইহুদীদেরই!

আর ফিলিস্তিনে কোকের ফ্যাক্টরি আছে এটা দিয়া কি বোঝাইলেন? ফিলিস্তিনিরাও কোক পছন্দ করে?

ইসরায়েল কোকের ফ্যাক্টরি খুলছে মূলত ফিলিস্তিনিদের উৎখাত করে । স্বাধীন ফিলিস্তিনে না।

আমরা অভিনেতাদের ভেতর ধর্ম খুঁজি না। কিন্তু এদের কমন সেন্সটুকুও যে নাই, পকেটে দু'পয়সা পড়লে মানবতার ধারও যে এরা ধারে না তা দেখে বিস্মিত হই...

যাই হোক, আপনার বয়কট কাজে দিয়েছে। এটুকু মাথায় রাখুন, নাহয় তাদের বিজ্ঞাপন বানানোর প্রয়োজন পড়তো না ।

সামনে ঈদুল আযহা। নিজের মাংসের প্লেটের পাশে কোকাকোলা রেখে মাংসের সাথে রক্তের স্বাদ নিবেন না।

আমরা নিশ্চয়-ই এতটাও তৃষ্ণার্ত হয়ে পড়ি নি, নিজের ভাইদের রক্ত দিয়ে নিজেদের তৃষ্ণা মেটানোর প্রয়োজন পড়বে।

বয়কট চলছে, চলবেই...

19/06/2024

Well come to Betari goli

Address

335
Lakshmipur
3703

Website

Alerts

Be the first to know and let us send you an email when Betari goli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share