Ariyan's Mom

Ariyan's Mom Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ariyan's Mom, Digital creator, Lakshmipur, Lakshmipur.
(5)

মধ্যবিত্তদের কখনো উপন্যাস পড়তে হয়না!-তারা নিজেরাই এক একটা🥀😅-উপন্যাসের বাস্তব চরিত্র!🖤🌸


আপনাদের ভালোবাসা ও সহযাত্রায় এগিয়ে গিয়েছি অনেক দূর।
এখন নতুন পথচলা 👉 Tamanna's lifestyle
নতুন স্বপ্ন, নতুন অনুপ্রেরণা নিয়ে পাশে থাকার অনুরোধ রইলো💛✨🌿

22/07/2025

আপনি ফুটপাত দিয়ে হাঁটছেন, অপরিকল্পিত নির্মাণাধীন ভবন থেকে আপনার মাথায় ইট পড়ে আপনি প্রাণ হা'রাবেন।

রেস্টুরেন্টে পরিবারের সঙ্গে এক খুশির উপলক্ষ্য নিয়ে খেতে গেছেন, অননুমোদিত গ্যাস লাইনের বি'স্ফো'রণে আপনি প্রাণ হা'রাবেন৷

নিয়ম মেনে ড্রাইভিং বা রাইডিং করছেন, ধনীর নেশাগ্রস্ত আদুরে দুলাল গাড়িচা'পা দিয়ে আপনার প্রাণ'না'শ করবে৷

প্রভাবশালীদের সাথে দ্ব'ন্দ্বে জড়াবেন, পাথর দিয়ে পি'ষে আপনার প্রাণ'না'শ করা হবে, আপনার লা'শের উপর উঠে নৃত্য করা হবে।

মানুষের অধিকার নিয়ে সোচ্চার হবেন, আয়না ঘর আপনাকে বলবে, "আহো ভাতিজা, আহো!"

গ্রাম থেকে ঢাকা এসে একটা ফ্যাক্টরিতে কাজ করে ঘষেমেজে নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবেন, ভবন ধ্ব'সে প্রাণ হা'রাবেন।

নারী হয়ে নির্বিঘ্নে লেখাপড়া, চাকরি-বাকরি করতে যাবেন, যৌ'ন হয়'রানির শিকার হবেন একশোতে একশো৷ ধ'র্ষি'তা হওয়ার সুযোগও কম না৷

শাসনযন্ত্রের অপ'শাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলবেন, আপনার পরিবার আপনার মৃ'তদেহটাও খুঁজে পাবে না৷

আপনার সন্তান বাহিরে খেলছে, সিটি কর্পোরেশনের অবহেলিত উন্মুক্ত ম্যানহোলে পড়ে প্রাণ হা'রাবে।

সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন, তার মৃ'তদেহ পাবেন বিশ্ববিদ্যালয়ের পুকুরে।

সর্বশেষ, আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন, সা'মরিক বিমান বি'ধ্ব'স্ত হয়ে আরো দুয়েকশো সন্তানের সাথে আপনার সন্তানেরও প্রাণ নিবে৷

আর হ্যাঁ, এগুলোর ন্যায় বিচার প্রত্যাশা করেন? তাহলে বলবো আপনারা বড্ড বোকা৷

জি, এটাই এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর মাছে ভাতে বাঙালির বাংলাদেশ।


©

🌙✨শুভরাত্রি!দিনের সব ক্লান্তি দূরে সরিয়েনতুন স্বপ্নে ভরে উঠুক রাতের আকাশ।প্রিয়জনের ভালবাসায় থাকুক আপনার ঘুম মিষ্টিমধু...
18/07/2025

🌙✨
শুভরাত্রি!
দিনের সব ক্লান্তি দূরে সরিয়ে
নতুন স্বপ্নে ভরে উঠুক রাতের আকাশ।
প্রিয়জনের ভালবাসায় থাকুক আপনার ঘুম মিষ্টিমধুর।
ভালো থাকুন, শান্তিতে ঘুমান।

#শুভরাত্রি #মিষ্টিঘুম

রাতের নিস্তব্ধতায় তোমার কথা যেন গন্ধরাজের সুবাস হয়ে ভেসে আসে...এই ফুলটা যেমন নিঃশব্দে সৌন্দর্য ছড়ায়,তেমন করেই তুমি ছুঁয়ে...
13/07/2025

রাতের নিস্তব্ধতায় তোমার কথা যেন গন্ধরাজের সুবাস হয়ে ভেসে আসে...
এই ফুলটা যেমন নিঃশব্দে সৌন্দর্য ছড়ায়,
তেমন করেই তুমি ছুঁয়ে যাও আমার প্রতিটি অনুভব।
🧡💙শুভরাত্রি 💙🧡

আজ আমার পরিবারের একটি সদস্যকে চিরতরে হারালাম — আমার প্রিয় বিড়াল বিল্লিকে😭😭 সে ছিল আমার স্নেহের, নিরীহ, আমার প্রতিদিনের স...
05/07/2025

আজ আমার পরিবারের একটি সদস্যকে চিরতরে হারালাম — আমার প্রিয় বিড়াল বিল্লিকে😭😭 সে ছিল আমার স্নেহের, নিরীহ, আমার প্রতিদিনের সঙ্গী।

সে শুধু একটা পোষা প্রাণী ছিল না,
ছিল আমার আপনজনের মতো, আমার ঘরের অংশ।।

কিন্তু তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না।

মারা যাওয়ার পর এক আত্মীয় বলে,
"ওকে কুকুরে কামড়ে মেরে ফেলেছে।"

তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় —
বিড়ালের শরীরে কোথাও কোনো কামড়ের দাগ নেই, নেই কোনো আঘাতের চিহ্নও।

তাহলে কীভাবে সে মারা গেল?
এই প্রশ্নটা আমার ভেতরটা ক্ষয়ে দিচ্ছে।

বিড়ালটি চলে গেছে, কিন্তু তার স্মৃতি আর এই অন্যায়ের ক্ষত আমাকে তাড়িয়ে বেড়াবে বহুদিন।

---

হত্যা শুধু মানুষের নয়, মনুষ্যত্বেরও হয়।
পশুর প্রতি সহানুভূতি দেখানোই সত্যিকারের মানবতা।

Viral Cartoon faceclip art...🍂
23/06/2025

Viral Cartoon faceclip art...🍂

🌼 বৃষ্টিভেজা সকালের নির্জনতায় রঙ্গন ফুলের প্রাণবন্ততা! প্রকৃতি কখনও কথা না বলেও অনেক কিছু বলে দেয়... 🍃💧          #প্রকৃত...
22/06/2025

🌼 বৃষ্টিভেজা সকালের নির্জনতায় রঙ্গন ফুলের প্রাণবন্ততা! প্রকৃতি কখনও কথা না বলেও অনেক কিছু বলে দেয়... 🍃💧

#প্রকৃতি #ফুলেরছবি #বাগান #বর্ষার_ছোঁয়া

21/06/2025

যাই হোক না কেন খাওয়া বন্ধ হবে না😷🤧🥴

যখন ফলগুলোও আপনার মুড বোঝে..! 😁🍇👉শুভসকাল🥰🌿
21/06/2025

যখন ফলগুলোও আপনার মুড বোঝে..! 😁🍇
👉শুভসকাল🥰🌿

20/06/2025

Just see & feel💗💗
All credit goes to turmeric😍

🌸 "প্রকৃতির নরম কারুকাজ — নীল আকাশের নিচে ফোটে থাকা সাদা জারুলের হাসি"👇👇👇___
20/06/2025

🌸 "প্রকৃতির নরম কারুকাজ — নীল আকাশের নিচে ফোটে থাকা সাদা জারুলের হাসি"👇👇👇
_
_
_

19/06/2025

Trending video😍🫰👇

Address

Lakshmipur
Lakshmipur

Alerts

Be the first to know and let us send you an email when Ariyan's Mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share