02/06/2025
আপনি শুধু অভাবের সঙ্গি হবেন। শুসময়ে আপনার দরকার ফুরাবে এটাই নিয়ম। শুসময়ে আপনাকে ছাড়াও অনেকেই থাকবে।
এখন এই পোস্ট দেখেও কারো কারো গায়ে জালা করবে। তাতে আমার কি। আমি তো সত্যি টাই বললাম। যেটা সবসময় দেখে আসছি।।
আমার লাইফে আলহামদুলিল্লাহ এমন কিছু নেই।
বি:দ্র:(কাউকে হেও করার কোনো ইচ্ছা আমার নাই। দয়া করে কেউ নিজের গায়ে মাখবেন না। লেখাটা ভালো লাগলো তাই কপি পেস্ট করলাম।)