29/10/2025
শিক্ষকের রক্তে রঙিন আজকের রাজপথ!
আজ লজ্জায় মাথা নিচু হয়ে যায় — যারা জাতির ভবিষ্যৎ গড়েন, সেই স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশি হামলা!
এই পুলিশরাই কোনো এক সময় এই শিক্ষকদের কাছ থেকেই পড়াশোনা করে, মানুষ হওয়ার শিক্ষা নিয়েছে।
আজ সেই শিক্ষকদের ওপরই লাঠি উঠেছে — এটা শুধু অন্যায় নয়, এটা জাতির বিবেকের ওপর আঘাত!
যে দেশে শিক্ষককে মারধর করা হয়, সে দেশ কখনো আলোর পথে এগোতে পারে না।
ইবতেদায়ী শিক্ষকেরা তাদের ন্যায্য দাবি—মাদ্রাসার জাতীয়করণ, এমপিওভুক্তি, ও প্রাপ্য মর্যাদার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে ছিলেন।
কিন্তু জবাব এসেছে লাঠি, জলকামান আর সাউন্ড গ্রেনেডে!
আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাই।
শিক্ষকদের ওপর হামলার বিচার এবং তাদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে!
শিক্ষকের মর্যাদা রক্ষা করলেই শিক্ষা টিকে থাকবে,
আর শিক্ষা টিকলেই টিকে থাকবে বাংলাদেশ 🇧🇩
#ইবতেদায়ী_শিক্ষক #শিক্ষকের_দাবি_মেনে_নাও