মেঘনার ভাঙ্গন থেকে রামগতি কমলনগর কে বাঁচাও

  • Home
  • Bangladesh
  • Lakshmipur
  • মেঘনার ভাঙ্গন থেকে রামগতি কমলনগর কে বাঁচাও

মেঘনার ভাঙ্গন থেকে রামগতি কমলনগর কে বাঁচাও এই পেইজের মাধ্যমে আমরা রামগতি কমলনগরের মেঘনার ভাঙ্গনের ভয়াবহ চিত্র তুলে ধরি।

উপকূল জেলা লক্ষ্মীপুর রামগতি ও কমলনগরে রাক্ষুসে মেঘনার ভাঙ্গন চিত্র তুলে দরার জন্য আমাদের এই পেইজ টি খোলা হয়েছে। ।

শিক্ষকের রক্তে রঙিন আজকের রাজপথ!আজ লজ্জায় মাথা নিচু হয়ে যায় — যারা জাতির ভবিষ্যৎ গড়েন, সেই স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের ...
29/10/2025

শিক্ষকের রক্তে রঙিন আজকের রাজপথ!

আজ লজ্জায় মাথা নিচু হয়ে যায় — যারা জাতির ভবিষ্যৎ গড়েন, সেই স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশি হামলা!
এই পুলিশরাই কোনো এক সময় এই শিক্ষকদের কাছ থেকেই পড়াশোনা করে, মানুষ হওয়ার শিক্ষা নিয়েছে।
আজ সেই শিক্ষকদের ওপরই লাঠি উঠেছে — এটা শুধু অন্যায় নয়, এটা জাতির বিবেকের ওপর আঘাত!

যে দেশে শিক্ষককে মারধর করা হয়, সে দেশ কখনো আলোর পথে এগোতে পারে না।
ইবতেদায়ী শিক্ষকেরা তাদের ন্যায্য দাবি—মাদ্রাসার জাতীয়করণ, এমপিওভুক্তি, ও প্রাপ্য মর্যাদার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে ছিলেন।
কিন্তু জবাব এসেছে লাঠি, জলকামান আর সাউন্ড গ্রেনেডে!

আমরা এই বর্বর হামলার তীব্র নিন্দা জানাই।
শিক্ষকদের ওপর হামলার বিচার এবং তাদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে!

শিক্ষকের মর্যাদা রক্ষা করলেই শিক্ষা টিকে থাকবে,
আর শিক্ষা টিকলেই টিকে থাকবে বাংলাদেশ 🇧🇩

#ইবতেদায়ী_শিক্ষক #শিক্ষকের_দাবি_মেনে_নাও

28/10/2025

🐠 রঙিন মাছের মতো মানুষও আলাদা রঙে সাজানো —
কেউ ধৈর্যের রঙে, কেউ ঈমানের আলোয়।
তবে সব রঙই আল্লাহর বানানো শিল্প। 🌈

28/10/2025

দীর্ঘদিন সংস্কারহীন লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার সড়ক, জনদুর্ভোগে নাজেহাল এলাকাবাসী।
©️masfiqul Haque (Joy)

আধুনিকতা নেই, দালান নেই, তবু টিনের ঘরে সুখ ও প্রকৃতির আলিঙ্গনে জীবন সুন্দর ।
27/10/2025

আধুনিকতা নেই, দালান নেই, তবু টিনের ঘরে সুখ ও প্রকৃতির আলিঙ্গনে জীবন সুন্দর ।

পাহাড় থেকে সমুদ্র।        #কক্সবাজার
27/10/2025

পাহাড় থেকে সমুদ্র। #কক্সবাজার

27/10/2025

লক্ষ্মীপুরের বিখ্যাত সুপারি 🍃 #লক্ষ্মীপুর #সুপারি

অতি শিগগিরই বাড়ি ফিরবো — এটাই ছিল তার ভাবিকে বলা শেষ কথা।কে জানতো, এই একটুখানি আশ্বাসই হয়ে যাবে তার শেষ শব্দ!যে মানুষটা ...
26/10/2025

অতি শিগগিরই বাড়ি ফিরবো — এটাই ছিল তার ভাবিকে বলা শেষ কথা।

কে জানতো, এই একটুখানি আশ্বাসই হয়ে যাবে তার শেষ শব্দ!
যে মানুষটা কিছুক্ষণের মধ্যে পরিবারের কাছে ফিরে আসার স্বপ্ন নিয়ে রওনা দিয়েছিল,
কে জানতো — সে ফিরবে, তবে লাশ হয়ে!
সে আর কোনো দিন জীবিত ফিরবে না,
তার মুখে থাকবে আর কোনো হাসি।

ফার্মগেটের ব্যস্ত রাস্তায় হঠাৎ আকাশ থেকে নেমে এলো এক টুকরো লোহা —
ঢাকা মেট্রোরেলের সেই বিয়ারিং প্যাড!
এক মুহূর্তে নিভে গেল এক স্বপ্নময় জীবন,
একজন পিতা, এক স্বামী, এক ছেলের অস্তিত্ব।

মর্গের সামনে কাঁদছেন বড় বোন,
স্ত্রীর আহাজারি — আমার বাচ্চাদের কী হবে?
আর এক কোণে বসে দু’টি ছোট শিশু —
একজন মাত্র ৩ বছরের, আরেকজন ৪ বছরের —
অজান্তে খুঁজছে তাদের আব্বুকে 😭

এ কেমন উন্নয়ন, যেখানে দেশের প্রগতি
এক টুকরো অবহেলার কারণে ছিন্নভিন্ন করে দেয় একটি পরিবারের ভবিষ্যৎ?
এটা কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নয় —
এটা মেট্রোরেলের অব্যবস্থাপনার ফল,
যেখানে সুরক্ষা আর দায়িত্বের ঘাটতিই কেড়ে নিয়েছে এক পরিবারের শান্তি, স্বপ্ন আর আশা।

আজ আমরা সবাই কেঁদেছি,
কিন্তু বাস্তবটা হলো — প্রতিটি অনিয়ম, প্রতিটি অবহেলা
একদিন সাধারণ মানুষের জীবন নষ্ট করে দিতে পারে।

আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন, ভাই আবুল কালাম।
আপনার ছোট দু’টি সন্তানের জীবন যেন কিছুটা সহজ হয়
আর এই অব্যবস্থা যেন আর কোনো পরিবারের ভাগ্য ক্ষুণ্ন না করে।

#মেট্রোরেল_দুর্ঘটনা #আবুলকালাম #ঢাকা #অব্যবস্থাপনা #সতর্কবার্তা

হিমছড়ি পাহাড় কক্সবাজার
26/10/2025

হিমছড়ি পাহাড় কক্সবাজার

25/10/2025

জাতীয় ঐক্যমত কমিশনের সাথে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠক পরবর্তী ব্রিফিং।
#নোয়াখালী_বিভাগ_চাই

25/10/2025
লক্ষ্মীপুর–রামগতি সড়কে ভাইরাল সেই বাড়ি📷 কামরুল হাসান হৃদয়
25/10/2025

লক্ষ্মীপুর–রামগতি সড়কে ভাইরাল সেই বাড়ি
📷 কামরুল হাসান হৃদয়

25/10/2025

হিমছড়ি ঝর্ণা হিমছড়ি কক্সবাজার #হিমছড়ি

Address

Matabbar Hat Char Folcon Kamalnagar Lakahmipur Chittagong
Lakshmipur
3731

Alerts

Be the first to know and let us send you an email when মেঘনার ভাঙ্গন থেকে রামগতি কমলনগর কে বাঁচাও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মেঘনার ভাঙ্গন থেকে রামগতি কমলনগর কে বাঁচাও:

Share