Rupa Akhter

Rupa Akhter সবাই একটু শেয়ার করে দিবেন

শরিফ ওসমান হাদি নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন তাকে শহীদি মর্যাদা দান করুক আমিন 🤲🤲
18/12/2025

শরিফ ওসমান হাদি নেই
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন তাকে শহীদি মর্যাদা দান করুক আমিন 🤲🤲

আলহামদুলিল্লাহ আমার মায়ের অক্লান্ত পরিশ্রম এবং সেবায় আমার দাদু  একটু সুস্থ এবং হাঁটতে পারতেছে সকলেই দোয়া করবেন
14/12/2025

আলহামদুলিল্লাহ আমার মায়ের অক্লান্ত পরিশ্রম এবং সেবায় আমার দাদু একটু সুস্থ এবং হাঁটতে পারতেছে সকলেই দোয়া করবেন

চাকরির খোঁজে ঢাকা রওনা দিলাম সবাই দোয়া করবেন।
11/12/2025

চাকরির খোঁজে ঢাকা রওনা দিলাম সবাই দোয়া করবেন।

16/11/2025

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে বিএনপির সাধারণ সম্পাদক জহিরকে গু*লি করে ও কু*পিয়ে হ*ত্যা

আধিপত্য বিস্তার নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে আবুল কালাম জহির ওরফে মাটি জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাত সড়ে ৮ টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামের মোস্তফার দোকান নামক এলাকায় এ ঘটনা ঘটে। সড়কের ওপর তার মরদেহ পড়ে আছে। মরদেহের পাশে গুলির খোসা দেখা গেছে। হত্যাকারীরা ধারালো অস্ত্রের সাহায্যে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি পশ্চিম লতিফপুর গ্রামের মনছুর আহমেদের ছেলে।

এদিকে পুলিশ বলছে, জহির নিজেও মাদক ব্যবসায়ী। আভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।

স্থানীয়রা জানায়, জহির বাড়ি যারার পথে দুর্বৃত্তরা তার উপর আক্রমণ করে। তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে আঘাত করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজিম নোমান বলেন, আবুল কালাম জহির ওরপে মাটি জহির নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে নিজেও মাদক ব্যবসায়ী ছিল। স্থানীয় আরেক সন্ত্রাসীর সাথে তার আভ্যন্তরীণ বিরোধ রয়েছে। কয়েকদিন আগে একটি খেলাকে কেন্দ্র করে তার সাথে বিরোধ দেখা দেয়।

লক্ষ্মীপুর জেলা পুলিশ
Sadar Circle Lakshmi
চন্দ্রগঞ্জ থানা লক্ষ্মীপুর

১৩ তারিখ কি ঢাকা অচল হবে। নাকি আওয়ামীলীগ শুধু স্বপ দেখা
09/11/2025

১৩ তারিখ কি ঢাকা অচল হবে। নাকি আওয়ামীলীগ শুধু স্বপ দেখা

08/11/2025

সাপোর্ট করলেই সাপোর্ট পাবেন✅
Follow to follow 100%
ফলো দিন, ব্যাক নিন✅❤️

07/11/2025

কেমন আছেন সবাই একটু ফলো করে দিবেন

আসুন আমরা আমাদের প্রতিনিধি বাচাই করিসততায়, যোগ্যতায়, অভিজ্ঞতায়, আস্থায়
07/11/2025

আসুন আমরা আমাদের প্রতিনিধি বাচাই করি

সততায়, যোগ্যতায়, অভিজ্ঞতায়, আস্থায়

02/11/2025

এবার ছাগল চুরির

24/10/2025

কুমিল্লা জেলার কিছু কুলাঙ্গারের লজ্জাজনক কর্মকান্ড সম্পর্কে জানুন।এরা কি মানুষ!মানুষের বিবেক বুদ্ধি কি ভাবে এতো নিচে নামতে পারে।

শেয়ার করুন ওদের চরিত্র দেশবাসীকে জানান।

24/10/2025

Address

Lakshmipur
Lakshmipur

Telephone

+8801924000018

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rupa Akhter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share