06/09/2025
লক্ষ্মীপুরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর ও মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সুযোগ নিয়ে সন্ত্রাসী কায়দায় মিলেনিয়াম হাসপাতালে হামলা, ভাঙচুর ও কর্মীদের মারধর করা হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাসপাতালে সেবা দিতে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিয়মিত হেনস্তার শিকার হচ্ছেন। এ ঘটনা এর প্রকৃষ্ট উদাহরণ। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বক্তব্য রাখেন, জেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি কবি রাজু হাসান, সহ-সভাপতি নুরুল হুদা প্রমুখ। এসময় জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পশার মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন থেকে হামলার প্রতিবাদে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
উল্লেখ্য, গতকাল শুক্রবার শহরের মিলেনিয়াম হাসপাতালে পিত্তথলির পাথরের অপারেশনের সময় সমসেরাবাদ এলাকার রৌশন আরা বেগম নামে এক নারীর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, অপারেশনের সময়ই তার মৃত্যু হলেও তা গোপন রেখে তাকে অন্যত্র নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে স্বজনরা হাসপাতালের বিরুদ্ধে বিক্ষোভ ও হামলা চালান। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।