একটি বিপ্লব

একটি বিপ্লব সত্য আজ প্রকাশিত

18/04/2025

ফি-লি-স্তি-ন সহ বিশ্ব মুসলমানদের নি*র্যা*ত*ন-নি*পী*ড়*নে*র কারণ ও মুক্তির কার্যকরী উপায় নিয়ে, আজ রাত ৮টায় সিবিসি বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইভে আসছেন হেযবুত তওহীদের সমন্বয়কারী মো. নিজাম উদ্দিন এবং শহীদি জামে মসজিদের খতিব ইঞ্জিনিয়ার রাকিব আল হাসান।

10/04/2025
ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে আজ সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে অরাজনৈতিক আ...
10/04/2025

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে আজ সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ।
ফিলিস্তিনিতে গত কিছুদিনে লক্ষাধিক লোক হত্যা করার পরেও গোটা মুসলিম বিশ্বের সরকারগুলো, বিশ্ব মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, ওআইসি, আরব লীগ ইত্যাদি প্রতিষ্ঠানগুলো নীরব। প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোও যেন চোখে ঠুলি পরে আছে।
এমতাবস্থায় গাজায় গণহত্যাসহ বিশ্বের সকল মুসলমানদের এই দুর্গতি থেকে রক্ষা করতে এক নেতার নেতৃত্বে আল্লাহর তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে।

08/04/2025
07/04/2025

অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন

দোয়া আর বিক্ষোভ করে গাজাকে রক্ষা করা যায়নি যাবেও না,, গাজা সহ বিশ্বের সকল নির্যাতিত মোসলমানদের বাচাতে হলে লাগবে একটা ঐকব...
07/04/2025

দোয়া আর বিক্ষোভ করে গাজাকে রক্ষা করা যায়নি যাবেও না,, গাজা সহ বিশ্বের সকল নির্যাতিত মোসলমানদের বাচাতে হলে লাগবে একটা ঐকবদ্ধ জাতি।
যতই মিটিং মিছিল পণ্য বয়কট মুনাজাতে কান্নার পানি দিয়ে বন্যা ভাসাইয়া দেন কোনো লাভ নেই। দেশ ও জাতিকে রক্ষা করতে হলে সমগ্র মুসলিমকে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এক হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এক নেতার আনুগত্য করতে হবে। তবেই দেশ ও জাতিকে রক্ষা করা সম্ভব হবে।
আজকে মুসলিমদের অনৈক্যের কারণে #গাজাকে মুসলিম জাতি বাচাইতে পারে নাই। এই অধর্ম এই পাপ এই লানত সমগ্র মুসলিম জাতিকে ভোগ করতে হবে।
এখনো সময় আছে আসুন সমস্থ দল মত ভেদাভেদ ভুলে তৌহিদে ঐক্যবদ্ধ হোন।

রাসূল (সা) কখনো বলিনি যে হে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো,  বরং তিনি যুদ্ধে যেয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে যে  হে আল্ল...
07/04/2025

রাসূল (সা) কখনো বলিনি যে হে আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো, বরং তিনি যুদ্ধে যেয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে যে হে আল্লাহ আপনি আমাদেরকে বিজয়ী করুন।
এখান থেকে বুঝতে পারছি কোনো দোয়া করে লাভ নাই, যতক্ষণ না আমরা যুদ্ধ করতে যাব ততক্ষণ দোয়া কবুল হবে না। আর যদি কবুল হত তাহলে গাজার দোয়া আল্লাহ কবুল করত।

Address

Maijdee, Maijdee Court
Lalmohan
8331

Alerts

Be the first to know and let us send you an email when একটি বিপ্লব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to একটি বিপ্লব:

Share