31/07/2024
সে তো জানেই না বাবা মারা যাওয়া মানে কি!
হয়তো ভাবছে বাব কাজ শেষ করে তার কাছে আসবে, সে আবার বাবাকে ঘোড়া বানিয়ে পিঠে চড়বে💔
রংপুরের বিশিষ্ট সাংবাদিক প্রিয়র ছয় বছরের কন্যা পদ্মপ্রিয়, কোটা আন্দোলনে প্রাণ হারান তিনি। ইতোপূর্বে তার স্ত্রী মারা গেছেন। এখন পদ্মপ্রিয়র মা ও নেই বাবা ও নেই।