Bike Travel Lover

Bike Travel Lover I want to travel all over Bangladesh.

12/09/2025

তুমি বলো "তুমি বৃষ্টি ভালোবাসো,"
কিন্তু যখন তুমি বৃষ্টিতে হাঁটো,
তখন তুমি ছাতার নিচে থাকো।

​তুমি বলো "তুমি সূর্য ভালোবাসো,"
তবে সূর্য যখন আলো দেয়,
তখন তুমি ছায়া খোঁজো।

​তুমি বলো "তুমি বাতাস ভালোবাসো,"
সেই বাতাস যখন তোমার কাছে আসে,
তখন তুমি জানালা আটকে দাও।

​আমার ভয় হয়,
যখন তুমি বলো,
"তুমি আমায় ভালোবাসো।"

09/09/2025

আজকে অফিসে LoveJar এর উদ্বোধনী কেক খেয়ে অফিস কলিগের রিভিউ প্রদান। ধন্যবাদ K M Tanbir Hasan এবং Sharmin Akhter কে এত সুন্দর কেক পাঠানোর জন্য। সবাই LoveJar এর সাথে থাকবেন।

অভ্যন্তরীণ সৌন্দর্য বাহ্যিক রূপের চেয়েও গভীর এবং স্থায়ী। এটি ব্যক্তির চরিত্র, নৈতিকতা এবং আচরণের ওপর ভিত্তি করে গঠিত হয়...
04/09/2025

অভ্যন্তরীণ সৌন্দর্য বাহ্যিক রূপের চেয়েও গভীর এবং স্থায়ী। এটি ব্যক্তির চরিত্র, নৈতিকতা এবং আচরণের ওপর ভিত্তি করে গঠিত হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত:
​দয়া ও সহানুভূতি: অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং বিপদের সময় সাহায্য করার মানসিকতা।
​সততা ও নৈতিকতা: সৎ থাকা এবং সঠিক পথে চলা।
​জ্ঞান ও প্রজ্ঞা: নতুন কিছু শেখার আগ্রহ এবং জীবন সম্পর্কে গভীর উপলব্ধি।
​আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব: নিজের প্রতি বিশ্বাস এবং স্বতন্ত্র ব্যক্তিত্ব।

জীবনটাকে প্রকৃতির মত সাজাতে হবে
04/09/2025

জীবনটাকে প্রকৃতির মত সাজাতে হবে

04/09/2025

"যে ব্যক্তি ভুল করে না, সে কখনো নতুন কিছু শিখতে পারে না।" - অ্যালবার্ট আইনস্টাইন

Address

Lalmonirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bike Travel Lover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share