12/09/2025
তুমি বলো "তুমি বৃষ্টি ভালোবাসো,"
কিন্তু যখন তুমি বৃষ্টিতে হাঁটো,
তখন তুমি ছাতার নিচে থাকো।
তুমি বলো "তুমি সূর্য ভালোবাসো,"
তবে সূর্য যখন আলো দেয়,
তখন তুমি ছায়া খোঁজো।
তুমি বলো "তুমি বাতাস ভালোবাসো,"
সেই বাতাস যখন তোমার কাছে আসে,
তখন তুমি জানালা আটকে দাও।
আমার ভয় হয়,
যখন তুমি বলো,
"তুমি আমায় ভালোবাসো।"