
11/07/2025
আজ থেকে ঠিক আট মাস আগে আমার কোলে এসেছিল এক টুকরো স্বর্গ—ইহান।
সময়ের কী দারুণ খেলা! কখন যে এই ছোট্ট মুখটা হাসতে শিখেছে, হাত বাড়িয়ে ধরতে শিখেছে,দাড়াতে শিখেছে তা টেরই পাইনি।
প্রতিদিন নতুন কিছু শেখে, আমাকেও শেখায়—ধৈর্য, নিঃস্বার্থ ভালোবাসা আর আনন্দের সত্যিকারের মানে।
ইহান, তুমি শুধু আমার সন্তান না, তুমি আমার সকাল-বিকেল, তুমি আমার হৃদয়ের স্পন্দন।
আল্লাহ তোমার পথকে আলোয় ভরিয়ে দিক, তোমার প্রতিটি পদক্ষেপে থাকুক দোয়ার ছায়া।
শুভ আট মাস পূর্তি, আমার জান ❤️