Rased Lalmonirhat

30/12/2023


30/12/2023
30/12/2023

-ঠোঁটে কৃত্রিম বিজয়ের হাসি নিয়ে
হেঁটে যাওয়া ছেলেটা জানে সে মধ্যবিত্ত।
তার জীবনে কোনো কিছু নিয়ে
খুব বেশি আশা থাকে না...!

13/04/2023

আল্লাহুম্মাগফীরলি 🤲

11/10/2022

যে ফ্যাশন, স্টাইল, স্মার্টনেস ইসলামের সাথে যায় না আপনি তাকে যতই আধুনিকতা বলুন মূলত তা জাহিলিয়াত।

একজন মানবিক যুবক   Yeasin Rubel  কে গ্রেফতারের প্রতিবাদ জানাই। এটা নিতান্তই বাড়াবাড়ি। পোষ্টটা পড়লে যেকোনো সাধারণ মুসলমান...
02/10/2022

একজন মানবিক যুবক Yeasin Rubel কে গ্রেফতারের প্রতিবাদ জানাই।

এটা নিতান্তই বাড়াবাড়ি। পোষ্টটা পড়লে যেকোনো সাধারণ মুসলমান সহজেই বুজবে সে অন্য কোন ধর্মের প্রতি কটাক্ষ করেনাই। নিজ ধর্মের বেসিক একটা বিষয় নিজ ধর্মীয় লোকদের সতর্ক করছে মাত্র। এখানে ধর্মীয় সহিংসতা ছড়ানোর মত কিছু আসতেই পারেনা। খুঁজে দেখেন মানবতার সেবক, আমার এই ভাইটির সাথে তার অন্যান্য ধর্মাবলম্বী বন্ধুদের সম্পর্ক কেমন।

আমার মতে প্রশাসনই এমন একটা পোস্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করে উলটো মুসলমানদের উসকে দিচ্ছেন। ধর্মীয় সহিংসতা সৃষ্টির সুযোগ করে দিচ্ছেন।

30/09/2022

"আস্তে ধীরে পড়ুন"

আস্তাগফিরুল্লাহ
আল্লাহুম্মাগফিরলি
রাব্বিগফিরলি

‘‘তারপর পড়ুন আল্লাহ তা'লার প্রিয় চারটি বাক্য...
সুবহানআল্লাহ
আলহামদুলিল্লাহ
আল্লাহ আকবর
লা ইলাহা ইল্লাল্লাহু
‘এবার পড়া যাক আমাদের প্রিয় রাসূুল (সাঃ) উপর দূরদ...
"আল্লাহ হুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাব্যিয়িনা মুহাম্মদ'
"আল্লাহ হুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাব্যিয়িনা মুহাম্মদ'
"আল্লাহ হুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ'

_"ফাঁকে পড়ে ফেলুন "
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

"তারপর পড়ুন"...
সুবহানআল্লাহি ওয়াবিহামদিহী
সুবহানআল্লাহি ওয়াবিহামদিহী
সুবহানআল্লাহি ওয়াবিহামদিহী সুবহানাল্লাহিল আজীম"

"বেশি বেশি পাঠ করুন"...
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ’
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ’
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ’

‘বিপদ আপদ থেকে বাঁচার জন্যে পড়ে ফেলুন...
'লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুনতু মিনাজ যোয়ালিমিন'

"আলহামদুলিল্লাহ"

আমাদের দেশে হাজার টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে। ২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়)অর্থাৎ ...
13/08/2022

আমাদের দেশে হাজার টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে। ২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়)

অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১ হাজার টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন। আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ৮৪০০০ টাকা

(প্রায়) অর্থাৎ আজকে আপনাকে ৮৪ টি ১ হাজার টাকার নোট লাগবে এক ভরি স্বর্ণ কিনতে।

তাহলে স্বর্নের বাজার দিয়ে আসুন এই ১ হাজার টাকার মান এখন কত বুঝে নেই!

২৬০০০ : ২৬ = ১০০০ ২৬০০০ ৮৪ = ৩০৯

আপনার ২০০৮ সালের ১ হাজার টাকার নোট টির আজকের মূল্য ৩০৯ টাকা।

এখানে চালাকি করে বলা হয় যে স্বর্ণের দাম বেড়েছে। আপনিও সেটা ধরে নেন।

কিন্তু প্রকৃত ব্যাপার হলো আপনার পকেটের/ব্যাংকের টাকার মূল্যমান কমেছে, যা আপনাকে বুঝতে দেওয়া হয়না।

এটি বিভিন্নজনের টাইম লাইনে দেখেছি, কোনো একজন লিখেছেন তাকে জানিনা, তবে এটি কোনো রকেট সায়েন্স নয়। এই বিষয়ে আরো বিশ্লেষণ বা পাল্টা যুক্তি থাকলে জানান, এটিই একমাত্র বা চড়ম সত্যি আমি তা বলছিনা।

হবিগঞ্জের মাটিতে এত বড় ঘটনা!হবিগঞ্জ— বরেণ্য ওলামা-মাশায়েখ ও শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মুসলমানদের ঘাটি বলা হয়।এখানে এত বড় ঘটন...
01/08/2022

হবিগঞ্জের মাটিতে এত বড় ঘটনা!
হবিগঞ্জ— বরেণ্য ওলামা-মাশায়েখ ও শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মুসলমানদের ঘাটি বলা হয়।
এখানে এত বড় ঘটনা সত্যিই দুঃখজনক!

:: বোরকা পড়ে স্কুলে আসায় হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর মেধাবী ছাত্রী সাদিয়া আক্তার কে ঐ স্কুলের শিক্ষিকা মৌসুমি রায় উনার পায়ের কাছে সেজদা দিয়ে নাকে খত দিতে বলেন, কিন্তু সাদিয়া শিক্ষিকা মৌসুমি রায় কে কেঁদে কেঁদে অন্য শাস্তি দেওয়ার কথা বললেও তিনি ক্ষিপ্ত হয়ে বলেন আমি যা বলেছি তা তোমাকে করতেই হবে। এক পর্যায়ে ঐ শিক্ষার্থীকে পায়ে সিজদা করতে বাধ্য করেন। এবং অন্যান্য শিক্ষার্থীদেরকে এব্যাপারে কোন রকম উস্কানি দিলে TC দিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেন।

ঘটনাটি ঘটেছে গত ২৮/০৭/২০২২ ইংরেজি বৃহস্পতিবার। স্থানীয় প্রশাসনের নিকট শিক্ষিকা মৌসুমি রায়ের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

Address

Lalmonirhat
LALMONIRHAT

Alerts

Be the first to know and let us send you an email when Rased posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share