
21/12/2024
#দৃষ্টি_আকর্ষন
বিভিন্ন কারণে দীর্ঘ ৫/৬ বছর বিরতির পর আবারও কাচারীবাড়ি দুর্গা মন্দির কমিটি কর্তৃক আয়োজিত ষোলপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞাঅনুষ্ঠান ও অষ্টপ্রহর ব্যাপী লীলা কীর্তন চলছে। অনেকদিন পর এই আয়োজনে লালমনিরহাট জেলার হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে এক বিশেষ উন্মাদনা এবং আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে, বিশেষ করে জেলার থানাপাড়া,স্বর্ণকার পট্টি ,আদর্শ পাড়া,সাপটানা,কালীবাড়ি এলাকাসহ অন্যান্য যে সকল এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি সেসকল এলাকায় খুশির আমেজ বিরাজ করছে ঠিক দূর্গা পূজার সময় যেমনটা ঘটে। তাই কাচারীবাড়ি দুর্গা মন্দির কমিটির কাছে দৃষ্টি আকর্ষণ করে বিশেষভাবে অনুরোধ করছি যে, অতীতের বছরগুলোর ন্যায় এই ষোলপ্রহর ব্যাপী নামকীর্তন এবং অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠান সকল বাধা বিপত্তি কাটিয়ে যেন এভাবেই প্রতিবছর আয়োজনের উদ্যোগ নিয়ে সুন্দরভাবে অনুষ্ঠানটি সুসম্পন্ন করা হয়।
আমরা আশাবাদী রইলাম এবং একই সঙ্গে এলাকাবাসীর বিশেষ সহযোগিতাও একান্ত কাম্য।
ধন্যবাদ।