M D H Nur Alom Khan

M D H Nur Alom Khan অল্পতেই সুখি হওয়া মানুষ গুলো এক সময় অন্যর খেলার পাত্র হয়ে যায়
যখন সে ঘুরে দাড়ায় বাকিরা অযোগ্য হয়ে যায়

02/10/2025

গাজার উদ্দেশে যাত্রা করা কাফেলায় হামলা করছে হি,জ,রা,ই,ল

শিবির এখন আইনি ভিত্তিতে একশন শুরু করে দিছেচট্টগ্রাম মহসিন কলেজে ছাত্রী মৃত্যুর ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচ...
30/09/2025

শিবির এখন আইনি ভিত্তিতে একশন শুরু করে দিছে

চট্টগ্রাম মহসিন কলেজে ছাত্রী মৃত্যুর ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে ৫০৫ ধারায় এজহার দায়ের করেছেন নোবিপ্রবি শাখার তথ্য সম্পাদক আবু সাঈদ।

এজাহারে অভিযোগ করা হয়েছে, প্রতিহিংসাপরায়ণ হয়ে তিনজন ব্যক্তি ফেসবুকে শিবিরের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করেন। অভিযুক্তরা হলেন—

১. শফিক আরমান, পিতা মোখলেছুর রহমান, সাং শাহাপাড়া (ব্যাপারী বাড়ি), থানা রামগঞ্জ, জেলা লক্ষ্মীপুর।
২. রিয়াদ পাটোয়ারী, পিতা রুহুল আমীন পাটোয়ারী, সাং বাঞ্চানগর, ৩নং ওয়ার্ড, লক্ষ্মীপুর পৌরসভা।
৩. সজীব পাটোয়ারী, পিতা মুসলে উদ্দিন পাটোয়ারী, সাং ৯নং তোরাবগঞ্জ ইউনিয়ন, লক্ষ্মীপুর সদর।

অভিযুক্তরা ফেসবুকে তিনটি পোস্টে দাবি করেন যে সুমীর হত্যাকারী দীন মোহাম্মদ "শিবির সন্ত্রাসী" ও "জঙ্গি শিবির নেতা"। এই ধরনের অপপ্রচার ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে।

অভিযুক্তরা ১৫৩ ধারার অপরাধে আওতাভুক্ত। তাই তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়েছে।

জামায়াতে ইসলামী লোগোর নকশা তৈরি ও ইতিহাস
29/09/2025

জামায়াতে ইসলামী লোগোর
নকশা তৈরি ও ইতিহাস

গণসংবর্ধনা থেকে
27/09/2025

গণসংবর্ধনা থেকে

জামাত ক্ষমতায় এলে ভারত আক্রমণ করলে পুরা অঞ্চলে স্বাধীনতা যুদ্ধ ছড়িয়ে দেওয়া হবে— ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের আমেরি...
27/09/2025

জামাত ক্ষমতায় এলে ভারত আক্রমণ করলে পুরা অঞ্চলে স্বাধীনতা যুদ্ধ ছড়িয়ে দেওয়া হবে— ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের আমেরিকায় এক বক্তব্যে এটি জানিয়েছেন।

তিনি দুই ধরণের যুদ্ধের কথা বলছেন, এর মধ্যে গেরিলা যুদ্ধ একটা। আরেকটা সম্মুখ সমর। যুদ্ধ শুরু হলে জামাত কেমন ভূমিকা রাখতে পারবে, কত মিলিয়ন যোদ্ধা রেডি করতে পারবে, এটাও বলেছেন।

একইসাথে রেফারেন্স দিয়েছেন— গাজওয়াতুল হিন্দের হাদীসটার। বুঝা যাচ্ছে, জামায়াতের এই উচ্চ পর্যায়ের নেতা গাযওয়াতুল হিন্দের হাদীস আমলে আগ্রহী।

ডা. তাহের কূটনীতিক ভাষায় কথা বলেন, এজন্য অনেকেই তাকে ভারতের দালাল, এজেন্ট ইত্যাদি বলেছেন। কিন্তু তার মনে যে পুরা অঞ্চলের মুসলমানদের মুক্তির জন্য 'জিহাদী চেতনা' জাগরুক— এটা আমরা জানতাম না।

একজন জেনারেল শিক্ষিত ইসলামী দলের নেতার ইসলামী জ্ঞান কম থাকা, মুখস্থ তিলাওয়াতে ভুল করা— এসব স্বাভাবিক। অনেক নেতৃস্থানীয় যোদ্ধা সাহাবি অল্প কিছু সূরা বাদে বাকিগুলো জানতেন না। তারা জিহাদে সময় কাটাতেন।

আমি মনে করি, ফরজ ইবাদত পালন, ইসলামী আন্দোলনের চেতনা ও স্পিরিট ধারণ, উলামাদের মতামত গ্রহণের আগ্রহ থাকা ইম্পোর্ট্যান্ট। বাকি ডা. তাহেরের যেই কাজ, কূটনীতি— সেটাতে ছক্কা হাকাতে পারলেই এনাফ।

ডা. তাহেরের অনেক বক্তব্যের সমালোচনা করেছি। আজকে ভারতের ব্যাপারে যে সাহসী বক্তব্য দিয়েছেন, সর্বাত্মক প্রস্তুতির কথা বলেছেন— এটা আমাদের মন জয় করেছে। যদি ভারতের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ আসে, আমরা শামিল হব— ইন শা আল্লাহ।

Khalid Muhammad

❤️
26/09/2025

❤️

ক্বাবা
25/09/2025

ক্বাবা

"এই পৃথিবী থাকার জয়গা নয়"এই একটা লাইন নিয়ে যখনই ভাবি,তখনই থমকে যাই।"একদিন আমিও চলে যাবো"
24/09/2025

"এই পৃথিবী থাকার জয়গা নয়"
এই একটা লাইন নিয়ে যখনই ভাবি,তখনই থমকে যাই।

"একদিন আমিও চলে যাবো"

ওহুদ পাহাড়ে পাশের জন পাশের দেশের লোকমায়ানমার
23/09/2025

ওহুদ পাহাড়ে
পাশের জন পাশের দেশের লোক
মায়ানমার

22/09/2025

হারার ভয়ে খেলে না সেই কথা তো বলে না
#রাকসু

🫣🫣🫣
22/09/2025

🫣🫣🫣

21/09/2025

ওমরাহ থেকে ফিরার পথে সবার যখন একটু গরম লাগে
লে সবার অবস্থা

Address

Lalmonirhat

Alerts

Be the first to know and let us send you an email when M D H Nur Alom Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M D H Nur Alom Khan:

Share

Category