Md Nafiz Iqbal

Md Nafiz Iqbal No one But I knows what I am..!

03/09/2025

ব্যবসা করতে গিয়ে কিছু শিক্ষা

ব্যবসা কখনো শুধু প্রোডাক্ট বিক্রির নাম নয়। এটা হলো মানুষ, সিস্টেম আর ভ্যালু ম্যানেজ করার আর্ট। চলার পথে কিছু অভিজ্ঞতা আমাকে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে, যেগুলো শেয়ার করছি –

সিস্টেমকে বিশ্বাস করুন, মানুষকে নয়।
কারণ মানুষ ভুল করতে পারে, কিন্তু শক্তিশালী সিস্টেম ভুলকে সীমিত করে।

অযোগ্য কাউকে দায়িত্ব দেবেন না।
সহানুভূতির জায়গা থেকে হলেও ভুল সিদ্ধান্ত বড় ক্ষতি ডেকে আনে।

নেগেটিভ মানুষকে টিমে রাখবেন না।
কারণ একজন বিষাক্ত মানুষ পুরো টিমের মনোভাব নষ্ট করতে পারে।

যে স্বপ্নকে বিশ্বাস করে না, সে টিমে থাকার যোগ্য নয়।

আপডেট না হওয়া কর্মী প্রতিষ্ঠানকে পিছনে টেনে ধরে।
সময় বদলায়, টিমও বদলাতে হবে।

প্রত্যেক কর্মীকে প্রতিষ্ঠানে ভ্যালু যোগ করতে হবে।
তার বেতনের তুলনায় অন্তত ১০-১২ গুণ রিটার্ন না এলে সে আসলে খরচ, সম্পদ নয়।

সমালোচক টিম মেম্বার টিম-স্পিরিট ভেঙে দেয়।
তাদের দ্রুত রিমুভ করতে হবে।

একটি স্পষ্ট সংস্কৃতি তৈরি করুন।
এবং সবাইকে তা মেনে চলতে বাধ্য করুন।

চুরি একবার হলে আবারও হবে।
এমন কাউকে আর কোনো সুযোগ নয়।

ক্যাশ লেনদেন এড়িয়ে চলুন।
যত বেশি ডিজিটাল, তত বেশি নিরাপদ।

শর্টটার্ম মানসিকতার মানুষ নিয়ে লংটার্ম ভিশন বাস্তবায়ন সম্ভব নয়।

যে প্রতিষ্ঠানকে নিজের মনে করে না, তাকে দিয়ে উন্নয়ন হবে না।

অপচয় রোধে সচেতনতা প্রয়োজন।
অপচয় মানেই ক্ষতি।

গীবত টিমওয়ার্কের শত্রু।

ভুল হলে দায় স্বীকার করতে হবে।
অজুহাত দাঁড় করানো মানে দায়িত্বহীনতা।

আত্মীয় হলেও টাকাপয়সায় চোখ বুজে বিশ্বাস করা যাবে না।
তদারকি থাকা জরুরি।

নেশাগ্রস্ত মানুষকে টিমে রাখা প্রতিষ্ঠান ধ্বংসের সমান।

✅ এ শিক্ষাগুলো আমার কাছে শুধু ব্যবসার অভিজ্ঞতা নয়, বরং এক ধরনের ম্যানেজমেন্ট নীতিমালা হয়ে দাঁড়িয়েছে।
👉 ব্যবসা আসলে শুধু লাভের খেলা নয়; এটি মানুষ, সিস্টেম আর মূল্যবোধের সঠিক সমন্বয়।

03/09/2025

''যে মানুষ লড়াই, সংগ্রাম ও দায়িত্বের জন্য প্রস্তুত,
তাকে সস্তা বিনোদন বা বাহুল্য দিয়ে মাপা যায় না।"

01/09/2025

বাজেট বলার পর যেসব ক্লায়েন্ট
' ঠিক আছে আমার ওয়াইফের সাথে বা আমার বিজনেস পার্টনারের সাথে কথা বলে জানাচ্ছি'

এই কথা বলে ও যারা কাজ দেয়নাই সেইসব বায়ার দের ক্ষমা করে দিলাম 🖐️✌️

01/09/2025
30/08/2025
25/08/2025

Address

Lalmonirhat
5510

Alerts

Be the first to know and let us send you an email when Md Nafiz Iqbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share