࿐বিশ্বের একমাত্র সনাতনী পরিবার༻

࿐বিশ্বের একমাত্র সনাতনী পরিবার༻ ❖─❥◈❥─❖
╔━━❖❖🖤❖❖━━╗
◆💠◈হরে কৃষ্ণ◈💠◆
╚━━❖❖🖤❖❖━━╝
❖─❥◈❥─❖
🖤

তুলসীর মালা তিন প্যাচ ধারণের বিস্তারিত🙏🙏🙏👉🏻প্রশ্নঃ- গলায় তুলসী মালা কেন তিন প্যাঁচ দিয়ে পরতে হয়!এক প্যাঁচ দিয়ে পরতে নেই ...
20/10/2025

তুলসীর মালা তিন প্যাচ ধারণের বিস্তারিত🙏🙏🙏
👉🏻প্রশ্নঃ- গলায় তুলসী মালা কেন তিন প্যাঁচ দিয়ে পরতে হয়!
এক প্যাঁচ দিয়ে পরতে নেই কেন।
👉🏻উত্তরঃ- স্কন্দপুরাণে বলা হয়েছে-
যৎকন্ঠে তুলসী নাস্তি তে নরা মূঢ় মানসাঃ।
সুনো বিষ্ঠা-সমং চান্নং জলং চ মদিরা সমং।।

যে ব্যক্তি নিজের গলায় তুলসী মালা ধারণ করে না ওই মূঢ় ব্যক্তি যদি জল স্পর্শ করে তাহলে ঐজল মদের সমান হয়ে যায় আর যদি অন্ন স্পর্শ করে তাহলে সেই অন্ন রাজহংসের বিষ্ঠা (মল)সম হয়ে যায়।
তাই প্রত্যেক মানুষের তুলসী মালা পরিধান করা একান্ত কর্তব্য।

পদ্মপুরাণে বলা হয়েছে--
স্নানকালে তু যস্যাঙ্গে,দৃশ্য তে তুলসী শুভাঃ।
সর্বতীর্থেসু স্নানং ভবতি তে নন সংশয়।।

যখন কোন মানুষ গলায় তুলসী মালা ধারণ করে স্নান করে তখন ওই তুলসীকে স্পর্শ করে জল সর্বাঙ্গে স্নান হয় ঐ ব্যক্তি এই পৃথিবীর সর্ব তীর্থ স্নানের পুণ্যফল প্রাপ্তি হয়ে যায়।

শ্রীল ব্যাসদেব গোস্বামী পদ্মপুরাণে এই সত্য কথা লিখেছেন এতে কোন সন্দেহ থাকতে পারে না।

এবার তুলসী মালা কেন তিন প্যাঁচ দিয়ে গলায় ধারণ করা উচিত তা নিয়ে আলোচনা করা যাক!

শাস্ত্র-সম্মত ভাবে গলায় তিনি প্যাঁচ দিয়ে তুলসী মালা ধারণ করা কর্তব্য কারণ স্মৃতিশাস্ত্রে তিন প্যাঁচ দিয়ে তুলসী মালা ধারণ করার কথা উল্লাখ করা হয়েছে। তিন প্যাঁচ দিয়ে তুলসী মালা ধারণ করার সময় তিনটি প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়---

👉🏻১৷ প্রথম প্যাঁচ দিয়ে বলতে হয় আমি নিজেকে উদ্ধার করিব হরিনামের দ্বারা!

👉🏻২৷ দ্বিতীয় প্যাঁচ দিয়ে বলতে হয় আমি আমার পরিবারকে উদ্ধার করিব হরিনামের দ্বারা!

👉🏻৩৷ তৃতীয় প্যাঁচ দিয়ে বলতে হয় আমি যাহাকে দেখিব তাহাকে বলিব হরিনাম করিলে উদ্ধার হইবে এ হরিনামের দ্বারা।

তুলসী মালা প্রথম প্যাঁচ নিদের্শ করে সমন্ধ তত্ত্ব অর্থাৎ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের সঙ্গে যে আমার নিত্য-সমন্ধ রয়েছে সেই সমন্ধকে স্মরণ করে গভীর প্রেমের বন্ধনে আবদ্ধ হতে হবে।

তুলসী মালার দ্বিতীয় প্যাঁচ নিদের্শ করে অভিধেয় তত্ত্ব অর্থাৎ কৃষ্ণের সঙ্গে যে একমাত্র সমন্ধ রয়েছে তাকে পাওয়া একমাত্র উপায় হল ভক্তি!
সমস্ত বৈদিক শাস্ত্র তাই ভগবদ্ভক্তির পন্থাকে অভিধেয় বলে বর্ণনা করা হয়েছে তাই এই তুলসী দ্বিতীয় প্যাঁচ দিয়ে আমি যেন সেই শুদ্ধ ভক্তি লাভ করতে পারি।👏

তুলসী মালা তৃতীয় প্যাঁচ নিদের্শ করে প্রয়োজন তত্ত্ব সমস্ত জীবের একমাত্র প্রয়োজন হল কৃষ্ণ প্রেম লাভ করা।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।

পোস্টটি ভালো লাগলে অবশ্যই স-কলকে সেয়ার করবেন।
প্রনিপাত👏

সদা - সর্বদা শ্রীশ্রী রাধা ও কৃষ্ণের পাদপদ্মের কথা স্মরণ করুন তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য্য সম্পাদন করতে কোন ও অসুবিধা অনুভব করতে হবে না।
জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলেদা নহে---
ঐকান্তিক ভালবাসা এবং নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করুন তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন।👏

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।

বিশ্বের একমাত্র সনাতনী পরিবার পেজের পক্ষ থেকে  সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা🌹🌹
29/09/2025

বিশ্বের একমাত্র সনাতনী পরিবার পেজের পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা🌹🌹

12/09/2025

🙏🙏🙏হরে কৃষ্ণ🙏🙏🙏

08/09/2025

🙏🙏🙏🙏🙏🙏

রংপুর থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহনের....,🌔🌒🌓🌑
07/09/2025

রংপুর থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহনের....,🌔🌒🌓🌑

হরে কৃষ্ণ 🙏🙏২১ ভাদ্র ১৪৩২ ৭ সেপ্টেম্বর ২০২৫ইং রোজ রবিবার পুর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সময় ১০:২৭ মিনিট হতে রাত্রি ১:৫৭ মিনিট র...
06/09/2025

হরে কৃষ্ণ 🙏🙏
২১ ভাদ্র ১৪৩২
৭ সেপ্টেম্বর ২০২৫ইং রোজ রবিবার
পুর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সময় ১০:২৭ মিনিট হতে রাত্রি ১:৫৭ মিনিট রাত্রি পর্যন্ত
শুভ রাত্রি 🌸🌼🏵️

06/09/2025
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে আমরা যে পাঁচটি জীবন পরিবর্তন করতে পারে এমন  শিক্ষা গ্রহণ করতে পারি- 1️⃣ ধৈর্য:👉 কৃষ্ণ জন্ম...
04/09/2025

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে আমরা যে পাঁচটি জীবন পরিবর্তন করতে পারে এমন শিক্ষা গ্রহণ করতে পারি-
1️⃣ ধৈর্য:
👉 কৃষ্ণ জন্ম থেকেই কারাগারে ছিলেন।। তবুও ধৈর্য ধরে সঠিক সময়ে অন্যায়কে পরাজিত করেছেন।।
শিক্ষা: কষ্ট যত বড়ই হোক, ধৈর্য ধরে লড়াই করতে হয়।।

2️⃣ মৈত্রী ও ভালোবাসা:
👉 গোপাল কৃষ্ণ সবসময় বন্ধুদের সাথে খেলতেন, তাদের সুখ-দুঃখ ভাগ করতেন।।
শিক্ষা: সত্যিকারের বন্ধু কখনো একা ফেলে যায় না।।

3️⃣ ন্যায় প্রতিষ্ঠা:
👉 মহাভারতে কৃষ্ণ দেখিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা মানেই অন্যায়কে সমর্থন করা।।
শিক্ষা: অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন।।

4️⃣ কর্মযোগ:
👉 গীতায় কৃষ্ণ বলেছেন – “কর্মই তোমার অধিকার, ফলে নয়।।”
শিক্ষা: কাজ করে যান, ফলের চিন্তা করবেন না।।

5️⃣ ভক্তি ও আত্মসমর্পণ:
👉 কৃষ্ণ সবসময় বলেছেন – ভক্তি থাকলেই ভগবানকে পাওয়া যায়।।
শিক্ষা: নিঃস্বার্থ ভক্তি সব বাধা দূর করে দেয়।।
- ࿐বিশ্বের একমাত্র সনাতনী পরিবার༻

 #বামন_দ্বাদশী_কি🌼🌿    🌿🌼ভগবান বিষ্ণু আজকের এই পবিত্র  তিথিতে বামন অবতার গ্রহণ করেছিলেন । হিরণ্যকশিপু বধের পর প্রহ্লাদ অ...
04/09/2025

#বামন_দ্বাদশী_কি🌼🌿


🌿🌼ভগবান বিষ্ণু আজকের এই পবিত্র তিথিতে বামন অবতার গ্রহণ করেছিলেন । হিরণ্যকশিপু বধের পর প্রহ্লাদ অসুরকূলের রাজা হয়েছিলেন। এরপর তাঁর পুত্র বিরোচন ও তারপর বিরোচনের পুত্র বলি অসুর সম্রাট হন । বলি রাজা হিসাবে খুবুই ধার্মিক, প্রজাহিতৈষী, দাতা ছিলেন। কিন্তু জাতের স্বভাব ও অসুর গুরু শুক্রাচার্য্যের কুমন্ত্রণার কারণে তিনি বারংবার দেবতাদের সাথে যুদ্ধে লিপ্ত হন।

🌿🌼 অপরদিকে দেবতাদিগের মাতা তথা কশ্যপপত্নী অদিতি দেবতাদের দুর্দশা দেখে ভগবান হরির আরাধনা করেন। ভগবান হরি দেবমাতা অদিতির পুত্র রূপে আবির্ভূত হন । পাঁচ বছর বয়সে মহর্ষি কশ্যপ তাঁর এই পুত্রের মেধা দেখে গায়ত্রী মন্ত্রে দীক্ষা দান করলেন । সেই শিশু বয়ঃপ্রাপ্ত হলেও তাঁর দেহ খর্ব ও পাঁচ বছরের শিশুর মতোই হয়ে থাকলো। তাই তিনি ‘বামন’ নামে পরিচিত হলেন।

🌿🌼 নর্মদা নদীর তীরে ভৃগুকচ্ছ নামক এক স্থানে মহারাজ বলি দেবতাদের সম্পূর্ণ রূপে পরাজিত করবার জন্য এক যজ্ঞের আয়োজন করেন। দৈত্যগুরু শুক্র ছিলেন সেই যজ্ঞের পরিচালক। সেখানে বেদজ্ঞ , শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ , দরিদ্র সকলেই এসে স্বীয় ইচ্ছা মতো দান নিয়ে বলিকে আশীর্বাদ দিতে লাগলেন। মহারাজ বলি কার্পণ্য না করে সকলের ইস্পিত বস্তু দান করতে লাগলেন । সেই সময় হরির অবতার ভগবান বামনদেব একটি ছাতা মাথায় উপস্থিত হলেন।

🌿🌼 মহারাজ বলি সাদরে স্বাগত জানালেন, চরণ ধুয়ে আসন, ভোজোন দিলেন । ভগবান বামনদেবকে বন্দনা পূর্বক বলি মহারাজ দান নিতে অনুরোধ জানালেন।

🌿🌼অপরদিকে শুক্র বুঝতে পারলো যে ভগবান হরি বামন রূপে এসেছেন। তিনি বলিকে দান দিতে নিষেধ করলেন। বামন দেব কেবল ত্রিপাদ ভূমি চাইলেন । দান দেওয়ার সঙ্কল্পের সময় অসুর গুরু শুক্র যোগবলে ক্ষুদ্র তনু ধারন করে কুমণ্ডলের ছিদ্র রোধ করলে বামনদেব অঙ্কুশ দ্বারা ছিদ্রমুখ পরিষ্কার করার সময় শুক্রের এক চোখ নষ্ট হয়। বলি রাজা ত্রিপাদ ভূমি দান দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। বলির গুরুদেব শুক্র তাকে অভিশাপ দিয়ে প্রস্থান করলেন।

🌿🌼 এরপর খর্ব ভগবান বামনদেবের শরীরের পরিবর্তন হোলো। এক চরণ দ্বারা তিনি সমস্ত আকাশ ব্যাপ্ত করলেন । প্রজাপতি ব্রহ্মা পবিত্র বারিধারা দ্বারা সেই চরণ অভিষেক করলেন, অপর চরণ দ্বারা পৃথিবী আবৃত্ত করলেন। আর এক চরণ কোথায় রাখবেন?

🌿🌼বলি মহারাজ ভগবান বামনদেবের সামনে করজোড়ে বসে নিজ মস্তকে এক চরণ রাখতে বললেন। ভগবান বামনদেব তাঁর তৃতীয় চরণ বলি মহারাজের মস্তকে রাখলেন।

🌿🌼 বলি মহারাজকে বরপ্রদান করলেন- “তুমি অসুরদের নিকেতন পাতালপুরীতে আজ থেকে থাকবে। আজ থেকে তুমি অমর হবে। আজ হইতে আমি তোমার রাজ্যের দ্বার রক্ষা করবো।”


🌿🌺বলি মহারাজ তাঁর শরণাগতি ভক্তি দ্বারা ভগবান শ্রীহরির পরম দুর্লভ শ্রীচরণ লাভ করেছিলেন। বলির দর্প হরণ করে ভগবান বামনদেব শান্তি ও ধর্ম বাণী প্রচার করলেন। এর ফলে অসুরেরা তাদের আসুরিক প্রবৃত্তি ত্যাগ করে ধর্ম পথ গ্রহণ করলো।


হরে কৃষ্ণ🌼🌿

Address

Lalmonirhat

Alerts

Be the first to know and let us send you an email when ࿐বিশ্বের একমাত্র সনাতনী পরিবার༻ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ࿐বিশ্বের একমাত্র সনাতনী পরিবার༻:

Share