12/07/2025
একবার নয়, দুইবার পড়ুন — তিনবার ভেবে দেখুন!
আমরা প্রায়ই ভুলে যাই—
আমাদের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ আল্লাহর অমূল্য উপহার।
নিয়ামত যখন হাতে থাকে, তখন তার মূল্য কেউ বোঝে না...
আর যখন হারিয়ে যায়, তখন—পৃথিবীর সবকিছুই তুচ্ছ লাগে।
🔹 যে হাত দিয়ে অন্যকে আঘাত করি, সেই হাতটি না থাকলে— কেউ হয়তো তার সন্তানকে আর কখনো বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারত না।
🔹 যে পা দিয়ে আমরা অহংকারে হাঁটি বা কাউকে লাথি মারি, সেই পা না থাকায় কেউ হয়তো স্কুলের পথই চিনে না।
🔹 যে চোখ দিয়ে হারাম দেখি, সেই চোখ হারিয়ে গেলে কেউ তার প্রিয়জনকে শেষবারের মতো দেখতেই পারত না।
🔹 যে কান দিয়ে গান-গজল শুনি, সেই কান না থাকলে—একজন মা হয়তো তার সন্তানের ডাকই শুনতে পেত না।
🔹 যে মস্তিষ্ক দিয়ে আমরা মানুষ ঠকানোর প্ল্যান করি, সেই বুদ্ধির অভাবে কেউ হয়তো রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে!
🔹 যে মুখ দিয়ে গীবত করি, তিরস্কার করি— সেই মুখ হারিয়ে কেউ হয়তো তার স্ত্রীর নাম ধরে আর কখনো ডাকতে পারবে না।
🔹 যে চেহারা নিয়ে অহংকার করি, সেই চেহারাই একদিন পচে যাবে কবরে—হাড় হয়ে যাবে!
❗ একবার ভাবুন...
এই নেয়ামতগুলো যদি না থাকত, জীবন কি এতটা স্বাভাবিক থাকত?
কেউ আছেন যিনি সেগুলো পাননি— কারও সন্তান হাতহীন, কেউ চোখহীন, কেউ শারীরিকভাবে পঙ্গু।
আর আপনি?
আল্লাহ আপনাকে দিয়েছেন... বিনিময়ে আপনি কী করছেন?
এই নেয়ামতগুলো স্থায়ী নয়।
এগুলো পরীক্ষা।
আজকে আছে, কালকে নাও থাকতে পারে।
📖 পবিত্র কুরআন আমাদের সতর্ক করেছেন:
"তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামত অস্বীকার করবে?"
— সূরা আর-রহমান (১৩)
"তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনে শেষ করতে চাও, তা পারবে না।"
— সূরা আন-নাহল (১৮)
"কেয়ামতের দিন, অবশ্যই নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে!"
— সূরা আত-তাকাসুর (৮)
🌿 আজই নিজেকে প্রশ্ন করুন—
আপনি কী সত্যিই শোকর আদায় করছেন?
নাকি নিয়ামতের অযোগ্য আচরণ করছেন?
আল্লাহ যিনি দিয়েছেন, তিনিই নিতে পারেন—যেকোনো মুহূর্তে।
🕊️ নিজেকে সংশোধন করুন, কৃতজ্ঞ থাকুন। কারণ নেয়ামত চিরকাল থাকে না।
#সংগৃহীত