06/06/2025
দেখলাম উপদেষ্টা আসিফ একজন মন্ত্রী বাসে ওঠে বলতেছে, অতিরিক্ত ২০০ টাকা ভাড়া সবাইরে ফেরত দিবেন।
এদিকে RAB বক্তব্য দিচ্ছে দেশের শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সিন্ধান্ত নিয়েছে।
ঐদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর স্যার কখনো গরুর বাজার আবার কখনো বাস ও ট্রেন টার্মিনালে যাচ্ছে খবর নিচ্ছে।
মাঠে সেনাবাহিনী প্রত্যেকটা বাস টার্মিনালে চেকপোস্ট বসিয়ে অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নিচ্ছে।
ট্রেন নিদিষ্ট সময় ছাড়ছে, টিকিট ছাড়া কাউকে উঠতে দিচ্ছেনা। গরুর বাজার সিন্ডিকেট মুক্ত, জিনিসপত্রের দাম তুলনামূলক কম।
এতো সুন্দর বাংলাদেশ কখনো দেখি নাই।
বাজার সিন্ডিকেট নাই, চুরি কম, ডাকাতি কম, ছিনতাই কম, দুর্নীতিবাজ ক্রেতা কম।
বাংলাদেশ হারবেনা, বাংলাদেশ জিতে যাবে যদি আমরা সবাই দেশপ্রেমিক হয়।
Carry on Bangladesh 🇧🇩❤️