Lalmonirhat Insiders

Lalmonirhat Insiders লালমনিরহাট জেলাকে ভালোবেসে শখের বসে খোলা এই পেজটিতে আপনাকে স্বাগতম 🌸
(1)

চাঁদপুরে গতকাল (শুক্রবার) হামলার শিকার মসজিদের ইমাম সাহেব মারাগেছেনবলে দাবি করা হচ্ছে। তবে তার ছেলে জানিয়েছে, তার বাবা আ...
12/07/2025

চাঁদপুরে গতকাল (শুক্রবার) হামলার শিকার মসজিদের ইমাম সাহেব মারাগেছেনবলে দাবি করা হচ্ছে। তবে তার ছেলে জানিয়েছে, তার বাবা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা।

গুজুবে কেউ কান দিবেন না।

তথ্যটা সবাই মিলে একটু শেয়ার করে ছড়িয়ে দেন। শুধু শুধু আতঙ্ক সৃষ্টি করার কোন মানে হয় না!

12/07/2025

এই এতিম বাচ্চাটাকে কি জবাব দিবেন?😢

11/07/2025

আগামীকাল পুরো বাংলাদেশ মাঠে নামবে
লালমনিরহাটের বিপ্লবীরা জেগে উঠার সময় এসে গেছে
কাল আবার জুলাই নামবে।

মিশনমোড় বিকাল ৩ টা।

11/07/2025

মিডফোর্ডে যুবদল কর্মী কর্তৃক ব্যবসায়ী সোহাগকে যেভাবে অমানবিক ও নৃশংসভাবে হ/ত্যা করা হয়েছে, এই বর্বর ঘটনার প্রতিবাদ এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে —

"মানববন্ধন"

📍 স্থান: মিশনমোড়, লালমনিরহাট
📅 তারিখ: ১২ জুলাই ২০২৫, শনিবার
⏰ সময়: বিকাল ৩: ০০ ঘটিকা

08/07/2025

Sky time lapse 🌸

©️Morshedul Islam

27/06/2025

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা—
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে মোটরসাইকেল ও ড্যাম ট্র্যাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই একজন নি'হত হন। আহত অপর আর এক জন ব্যক্তি হসপিটালে নিয়ে যেতে যেতেই মহেন্দ্রনগরে মা'রা যান এবং অপর একজনকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।

দুর্ভাগ্যজনকভাবে, নিহতদের মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

যদি কেউ নিখোঁজ থাকেন বা তাদের খোঁজে থাকেন, অনুগ্রহ করে লালমনিরহাট সদর থানায় যোগাযোগ করুন।

26/06/2025

লালমনিরহাটে ধর্ম অবমাননার প্রকৃত ঘটনা।

মোস্তফী বড়বাড়ী মহা সড়ক। মোস্তফী বাজার পার হয়ে ভুড়িধোয়া উঁচু ব্রীজ সংলগ্ন বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ। বাস এর ড্রাইভার সহ...
22/06/2025

মোস্তফী বড়বাড়ী মহা সড়ক। মোস্তফী বাজার পার হয়ে ভুড়িধোয়া উঁচু ব্রীজ সংলগ্ন
বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ।
বাস এর ড্রাইভার সহ অনেক যাএী আহত হয়েছে।

১৯৭৮ সালে কাঠের পাটাতন বিছিয়ে তিস্তা রেলসেতুকে যান চলাচলের উপযোগী করা হয়। ক্লিয়ারেন্স হিসেবে আইভিআর ফোন ব্যবহার করা হতো।...
10/06/2025

১৯৭৮ সালে কাঠের পাটাতন বিছিয়ে তিস্তা রেলসেতুকে যান চলাচলের উপযোগী করা হয়। ক্লিয়ারেন্স হিসেবে আইভিআর ফোন ব্যবহার করা হতো।
২০১২ সাল পর্যন্ত এভাবে যানবাহন চলাচল করতো লালমনিরহাট ও কুড়িগ্রামের মানুষজন।

লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কালঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে ৭.৩০ ঘটিকায় । এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে  ৮ ঘটিকায...
06/06/2025

লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কাল
ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে ৭.৩০ ঘটিকায় ।

এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে ৮ ঘটিকায় ।

"ঈদ মোবারক"

06/06/2025

২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় নির্বাচন।

দেখলাম উপদেষ্টা আসিফ একজন মন্ত্রী বাসে ওঠে বলতেছে, অতিরিক্ত ২০০ টাকা ভাড়া সবাইরে ফেরত দিবেন।এদিকে RAB বক্তব্য দিচ্ছে দেশ...
06/06/2025

দেখলাম উপদেষ্টা আসিফ একজন মন্ত্রী বাসে ওঠে বলতেছে, অতিরিক্ত ২০০ টাকা ভাড়া সবাইরে ফেরত দিবেন।

এদিকে RAB বক্তব্য দিচ্ছে দেশের শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ সিন্ধান্ত নিয়েছে।

ঐদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর স্যার কখনো গরুর বাজার আবার কখনো বাস ও ট্রেন টার্মিনালে যাচ্ছে খবর নিচ্ছে।

মাঠে সেনাবাহিনী প্রত্যেকটা বাস টার্মিনালে চেকপোস্ট বসিয়ে অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নিচ্ছে।

ট্রেন নিদিষ্ট সময় ছাড়ছে, টিকিট ছাড়া কাউকে উঠতে দিচ্ছেনা। গরুর বাজার সিন্ডিকেট মুক্ত, জিনিসপত্রের দাম তুলনামূলক কম।

এতো সুন্দর বাংলাদেশ কখনো দেখি নাই।
বাজার সিন্ডিকেট নাই, চুরি কম, ডাকাতি কম, ছিনতাই কম, দুর্নীতিবাজ ক্রেতা কম।

বাংলাদেশ হারবেনা, বাংলাদেশ জিতে যাবে যদি আমরা সবাই দেশপ্রেমিক হয়।
Carry on Bangladesh 🇧🇩❤️

Address

Lalmonirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lalmonirhat Insiders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category