Md Rokonuzzaman Rokon

Md Rokonuzzaman Rokon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Rokonuzzaman Rokon, Video Creator, Lalmonirhat.

আমাদের এ মিছিল অতীত থেকে অনন্ত কালের দিকেআমরা বদর থেকে ওহুদ হয়ে এখানে,শত সংঘাতের মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি। কে প্র...
05/11/2024

আমাদের এ মিছিল অতীত থেকে অনন্ত কালের দিকে
আমরা বদর থেকে ওহুদ হয়ে এখানে,
শত সংঘাতের মধ্যে এ শিবিরে এসে দাঁড়িয়েছি।

কে প্রশ্ন করে আমরা কোথায় যাবো?
আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্ত কালের।
উদয় ও অস্তের ক্লান্তি
আমাদের কোনদিনই বিহবল করতে পারেনি।🌸❤️

05/11/2024

ওলামায়ে কেরামদের ডাকে
আজকের মহাসম্মেলন সফল হোক।❤️
আজকে সম্মেলন একটি ইতিহাস সৃষ্টি করবে ইনশাআল্লাহ

আজকে আমাদের এলাকায় আবরারুল হক আসিফ ভাইয়ের মাহফিলেহেলমেট বাহিনী সাইকেল নিয়ে এসেছে 🤭কেউ আবার ছাত্রলীগ ভেবে ভুল করবেন না🤗😎
04/11/2024

আজকে আমাদের এলাকায়
আবরারুল হক আসিফ ভাইয়ের মাহফিলে
হেলমেট বাহিনী সাইকেল নিয়ে এসেছে 🤭
কেউ আবার ছাত্রলীগ ভেবে ভুল করবেন না🤗😎

04/11/2024

চরমোনাই পীরকে দাওয়াত দেওয়া হয়নি এটা সঠিক।
কিন্তু এজন্য চরমোনাইর মুরিদ, ভক্ত, কিংবা
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা যাবেনা
এমন তথ্য কোথায় পেলেন..?
চরমোনাই পীর কাউকে যেতে নিষেধ করে নাই।

কাজেই এসব অপ্রপ্রচার বন্ধ করুন।
চুলকানি থাকলে মলম ব্যবহার করেন।

04/11/2024

বৈষম্য ছড়াবেন আপনারা,
আর বলবেন চরমোনাই ঐক্যের পথে বাঁধা!
সব জায়গায় চরমোনাই মাইনাস,
আর বিপদে পড়লে বলে চরমোনাইরা চুপ কেনো ?

দৃষ্টি আকর্ষণ!৫ নভেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে একটি মহা-সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা আমরা অনলাইনে বিভিন্ন ধরনের প...
03/11/2024

দৃষ্টি আকর্ষণ!

৫ নভেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে একটি মহা-সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা আমরা অনলাইনে বিভিন্ন ধরনের প্রচারনার মাধ্যমে জানতে পারছি।
মহাসমাবেশ এর আয়োজক হিসেবে "ওলামা মাশায়েখ পরিষদ" আবার কোথাও শুধু "দেশের ওলামা-মাশায়েখ" বলে অনলাইনে বিভিন্ন ধরনের পোস্টার ও প্রচারপত্র প্রচারিত হচ্ছে।

আমরা লক্ষ করছি, কোন কোন প্রচারপত্রে ইসলামী আন্দোলনের মুহতারাম আমীর হযরত পীর সাহেব চরমোনাই এবং শায়খে চরমোনাই'র নাম প্রচার করা হচ্ছে।
অথচ এ বিষয়ে তাঁদের সঙ্গে কেউ যোগাযোগ করেন নাই।

ঐ দিন মুহতারাম আমির (পীর সাহেব হুজুর চরমোনাই) এবং শায়েখে চরমোনাই এর পূর্বনির্ধারিত একাধিক প্রোগ্রাম রয়েছে। দাওয়াত নিশ্চিত না করে বিভিন্ন আইডি থেকে হযরতদের নাম প্রচার করায় বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।
এ জাতীয় প্রচারনা থেকে সকলকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে ।

গাজী আতাউর রহমান
যুগ্ম-মহাসচিব,
ইসলামী আন্দোলন বাংলাদেশ

01/11/2024

খুব পরিকল্পিতভাবেই এদেশে দা*ঙ্গা লাগানোর পরিবেশ তৈরি করা হচ্ছে৷
সতর্ক ও সাবধানতার সাথে

আমাদের পা ফেলতে হবে।

আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ..লালমনিরহাট সদর উপজেলার          →..মহেন্দ্রনগর ইউনিয়নের..←২নং ওয়ার্ড এর গণসমাবে...
31/10/2024

আলহামদুলিল্লাহ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ..লালমনিরহাট সদর উপজেলার

→..মহেন্দ্রনগর ইউনিয়নের..←
২নং ওয়ার্ড এর গণসমাবেশ এর কার্যক্রম।

আমি আর কিছু মনে রাখি বা না রাখি←মানুষের ব্যবহার খুন ভালো করে মনে রাখি←           →এটা দরকারি!
07/03/2024

আমি আর কিছু মনে রাখি বা না রাখি←
মানুষের ব্যবহার খুন ভালো করে মনে রাখি←

→এটা দরকারি!

•→কখনো     কখনো←→দূরে সরে যাওয়াটাই সমাধান!☺️•
20/02/2024


→কখনো
কখনো←
→দূরে সরে যাওয়াটাই সমাধান!☺️

13/11/2023

অস্থিরতা শুধু
সমস্যার সৃষ্টি করে....
সমাধান খুঁজতে গেলে
আগে স্থির হতে হবে......

Address

Lalmonirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Rokonuzzaman Rokon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category