
16/05/2023
Confession:01⭕
-
To: No
-
From: পরিচিত ভালবাসা
-
college : Barabari shahid Abul kashem Mahabidalai
-
subject : computer
-
Year : fast
প্রিয় ভালোবাসা,
কি দিয়ে শুরু করবো আমি ভেবে পাচ্ছি না। আমি জানি আমি তোমাকে নিয়ে যদি সারা দিন রাত লিখি তবুও কখনো আমার লিখা শেষ হবে না । কারণ তোমার জন্য তো আমার ভালবাসায়ই শেষ হয় না আর এটা তো শুধু crash & confession লিখছি,🫣 জীবনের সাঁতার না শিখে অনেক বড় ভালো কাজ করছি কারণ তোমার প্রেমে আমি হাবুডুবু খেতে পাচ্ছি ।🤭 যতই তোমার দিকে তাকাই ততবারই তোমার প্রেমে হাবুডুবু খাই ,
অন্যদের মতো আমি উপন্যাস লিখতে পারি না🥲শুধু এই টুকুই বলতে চাই সীমাহীন ভালোবাসি তোমায়।
হয়তো পারিনি।
তোমার সে হারানো হাসি ফিরিয়ে আনতে।
তোমার অভিমানগুলো এখনো ভাঙ্গাতে
তোমার গুম হয়ে যাওয়া অনুভূতি ফেরাতে,
সাত সমুদ্র তেরো নদী
খুঁজে বেড়াচ্ছি
পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম উপহার হলো ফুল ।🌸কিন্তু তোমাকে কিভাবে দেব বলো । তুমি নিজেই তো একটা ফুল🥰🖤তোমার সাথে আমি প্রেম নই,,, তোমার সাথে সংসার করতে চাই🙆 তোমার হাতে হাত রেখে বৃদ্ধ হয়ে মরতে চাই😌
আমি জানি তোমার জন্য অনেক ছেলে পাগল। কিন্তু আমার বিশ্বাস এত পাগলের মাঝে তুমি আমাকেই বেছে নিবে।😇
তোমার জন্য অপেক্ষায় রইলাম।😊
Love you 😘😘
বিঃদ্রঃ কেউ ওর দিকে নজর দিবেন না ও শুধু আমার।🌹🥰