Barabari shaheed Abul Kashem Crushe & Confession

Barabari shaheed Abul Kashem Crushe & Confession ���

Confession:01⭕-To: No -From: পরিচিত ভালবাসা -college : Barabari shahid Abul kashem Mahabidalai -subject  :  computer -Ye...
16/05/2023

Confession:01⭕
-
To: No
-
From: পরিচিত ভালবাসা
-
college : Barabari shahid Abul kashem Mahabidalai
-
subject : computer
-
Year : fast

প্রিয় ভালোবাসা,
কি দিয়ে শুরু করবো আমি ভেবে পাচ্ছি না। আমি জানি আমি তোমাকে নিয়ে যদি সারা দিন রাত লিখি তবুও কখনো আমার লিখা শেষ হবে না । কারণ তোমার জন্য তো আমার ভালবাসায়‌ই শেষ হয় না আর এটা তো শুধু crash & confession লিখছি,🫣 জীবনের সাঁতার না শিখে অনেক বড় ভালো কাজ করছি কারণ তোমার প্রেমে আমি হাবুডুবু খেতে পাচ্ছি ।🤭 যতই তোমার দিকে তাকাই ততবারই তোমার প্রেমে হাবুডুবু খাই ,
অন্যদের মতো আমি উপন্যাস লিখতে পারি না🥲শুধু এই টুকুই বলতে চাই সীমাহীন ভালোবাসি তোমায়।

হয়তো পারিনি।
তোমার সে হারানো হাসি ফিরিয়ে আনতে।
তোমার অভিমানগুলো এখনো ভাঙ্গাতে
তোমার গুম হয়ে যাওয়া অনুভূতি ফেরাতে,
সাত সমুদ্র তেরো নদী
খুঁজে বেড়াচ্ছি

পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম উপহার হলো ফুল ।🌸কিন্তু তোমাকে কিভাবে দেব বলো । তুমি নিজেই তো একটা ফুল🥰🖤তোমার সাথে আমি প্রেম নই,,, তোমার সাথে সংসার করতে চাই🙆 তোমার হাতে হাত রেখে বৃদ্ধ হয়ে মরতে চাই😌

আমি জানি তোমার জন্য অনেক ছেলে পাগল। কিন্তু আমার বিশ্বাস এত পাগলের মাঝে তুমি আমাকেই বেছে নিবে।😇

তোমার জন্য অপেক্ষায় রইলাম।😊
Love you 😘😘

বিঃদ্রঃ কেউ ওর দিকে নজর দিবেন না ও শুধু আমার।🌹🥰

15/05/2023

➡️আমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা........😊

✅এখন থেকে কনফো দাতা ও যাকে পাঠিয়েছে তারা ব্যতিত আর কারো কথায় পোস্ট রিমুভ করা হবে না।

✅ পোস্টদাতার পরিচয় সবসময় গোপন থাকে সুতরাং নাম জানতে চেয়ে আপনার মুল্যবান সময় নষ্ট করবেন না।

✅আর কনফো দাতা যদি নিজেই পরিচয় দিতে চায় সে ক্ষেত্রে আমরা পরিচয় জানায় দেই।

✅ অযথা গালিগালাজ করে নিজের বংশের পরিচয় মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন না।

✅ পেজ রিলেটেড যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, আপনার যদি মনে হয় অন্য কোনো গুরুত্বপূর্ন রুলস সংযুক্ত করা দরকার তাহলে আমাদের ইনবক্সে অথবা কমেন্টে লিখে পাঠান।

✅আমাদের কোনো পোস্টের জন্য যদি কাউকে ব্যক্তিগত কিংবা সামাজিক অপদস্তার শিকার হতে হবে বলে মনে হয়, তবে আমাদের ইনবক্স জানিয়ে দিবেন। যত দ্রুত সম্ভব আমরা উক্ত পোস্টটি রিমুভ করে দিব।

✅মনে রাখবেন আমাদের উদ্দেশ্য কাউকে অপদস্ত করা নয় বরং আমাদের উদ্দেশ্য একজনের মনের ভাব অন্য জনের নিকট গোপনীয়তা বজায় রেখে পৌছেঁ দেয়া এবং জরুরী প্রয়োজনে (যেমন: জরুরী রক্ত সন্ধান, কারো সাহায্য সংক্রান্ত) পোস্ট দিয়ে সাহায্য করা। এজন্য আপনাদের সাহায্য একান্তই কাম্য। এই পেজ এর ফলোয়ার যত বেশি হবে আমরা ঠিক ততটাই দ্রুত এসকল কাজ করতে পারবো। তাই বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে, তাদের ইনভাইট দিন এবং রিয়াক্ট, কমেন্ট করে আমাদের সাথে থাকুন, ধন্যবাদ! পাশে থাকবেন Barabari Shaheed Abul Kashem Mahabidolay Crushes & Confession ❤️

Address

Lalmonirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barabari shaheed Abul Kashem Crushe & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share