13/03/2025
নিজের ভাগ্য আর বিশ্বাসের প্রতি, আমার এক আকাশ পরিমাণ অভিমান। জীবন কখনোই আমার ইচ্ছামতো চলে না, আর আমি কখনোই নিজেকে বোঝাতে পারি না কেন সব কিছু এভাবে ঘটছে।
কখনো মনে হয়, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ফল মেলেনি। কখনো মনে হয়, ভাগ্য যেন আমাকে তাচ্ছিল্য করে চলেছে। অথচ বিশ্বাসের সঞ্চয় আছে, কিন্তু কোনো সমাধান পেতে হয়তো ভুল পথে হাঁটছি।
এই অভিমান আমার ভেতর এক অদৃশ্য শূন্যতা সৃষ্টি করে, যা আমাকে থামতে দেয় না, আবার আরেকটি জিজ্ঞাসা তৈরি করে। হয়তো একদিন সব কিছু পরিষ্কার হবে, তবে এখনো সেই দিনের অপেক্ষা।
তাই নিজেই নিজেকে বলিঃ নিজের ভাগ্য আর বিশ্বাসের প্রতি, আমার এক আকাশ পরিমাণ অভিমান.!