আসক্তি - Addiction

আসক্তি - Addiction আমাদের ফিরতে হবে আমাদের রংবেরং দেখানো পথে,

সেই পথে, যে পথে গিয়ে মিশেছে অনন্ত অসীমে।
(1)

21/05/2025

"মনোবিজ্ঞানের মতে, আয়নায় তুমি নিজেকে যতটা আকর্ষণীয় ও সুন্দর মনে করো, বাস্তবে মানুষ তোমাকে তার চেয়েও তিনগুণ বেশি আকর্ষণীয় ও সুন্দর মনে করে। তাই নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ নয়—তুমি সত্যিই সুন্দর। বিশ্বাস রাখো নিজের উপর!🤍🌸

21/05/2025

🎬 মুভি রিভিউ: তাণ্ডব (২০২৫)
🔥 শাকিব খানের নতুন রূপে তাণ্ডবের ঝড়!

1. 🎞️ মুভি ইনফো:
👉 নাম: তাণ্ডব
👉 ধরন: অ্যাকশন, থ্রিলার
👉 রিলিজ: ঈদুল আজহা ২০২৫
👉 পরিচালক: রায়হান রাফি
👉 অভিনয়ে: শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান

2. 📖 গল্প ও পরিচালনা:
"তাণ্ডব" সিনেমার গল্প একটি টেলিভিশন চ্যানেলে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে নির্মিত, যেখানে শাকিব খান একটি বিশেষ বাহিনীর সদস্য হিসেবে অভিনয় করছেন। পরিচালক রায়হান রাফি এই থ্রিলার গল্পটি বাস্তবসম্মতভাবে উপস্থাপন করেছেন।

3. 🎭 অভিনয় ও চরিত্র:
শাকিব খান এই সিনেমায় একটি বিশেষ বাহিনীর সদস্যের ভূমিকায় অভিনয় করছেন, যা তার ক্যারিয়ারের একটি নতুন দিক। সাবিলা নূর ও জয়া আহসান তাদের চরিত্রে যথাযথ অভিনয় করেছেন।

4. 🎵 মিউজিক ও ভিজ্যুয়াল:
সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম হাসান, হাবিব ওয়াহিদ ও আরাফাত মহসিন, যা সিনেমার থ্রিলার মেজাজকে আরও উজ্জ্বল করেছে। চিত্রগ্রহণে তাহসিন রহমানের কাজ প্রশংসনীয়।

5. 📊 চূড়ান্ত মতামত:
"তাণ্ডব" একটি প্রতীক্ষিত সিনেমা, যা শাকিব খানের নতুন রূপে দর্শকদের উপহার দেবে। সিনেমার টিজার ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

#তাণ্ডব #রায়হানরাফি

🎯 আরও এমন রিভিউ পেতে আমাদের পেজে ফলো করুন!
নতুন সিনেমার আপডেট, রিভিউ ও বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকুন।
➡️ ফলো করুন, মুভিপ্রেমীদের জন্য নিয়মিত আপডেট!
➡️ ভালো লাগলে শেয়ার করুন, আপনার মতামত জানাতে ভুলবেন না!

19/05/2025

তোমরা যারা ছোট আছো, ঘুমায়ে নাও, বড় হওয়ার পর ঘুম আর কোনদিন পুরা হবে না!'💔😥

16/05/2025

আমি বাদে সবাই সা'ন্ডা নামের কোন এক রমণীন প্রেমে পড়ে গেছে😒

16/05/2025

সাইকোলজির মতে,
তুমি আয়নায় নিজেকে যতটা এট্রাক্টিভ এবং সুন্দর দেখো, লোকেরা তোমাকে তার থেকেও তিনগুন বেশি এট্রাক্টিভ আর সুন্দর দেখে! তুমি আসলেই সুন্দর, বিশ্বাস করো! ❤️

15/05/2025

আজকে ভার্সিটিতে মনে হয় বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। চারদিকে শুধু উকিল আর উকিল!🙂

— বানীতে রিকশাওয়ালা মামা

14/05/2025

ইতিহাস সাক্ষী, মেয়েরা ছেড়ে যাওয়ার
পড়ে সব ছেলেরা প্রতিষ্ঠিত হয় 🙂🌸

14/05/2025

এই পোস্ট শুধু মাত্র যারা আমাকে ঘৃণা করেন তাদের নিউজফিডে যাবে!

14/05/2025

সমস্যা অটো রিকশায় নয়! সমস্যা বেকারত্বে,
সমস্যা আমাদের সিস্টেমে।

বড়লোকের রিকশা (কারখানা) বন্ধ করতে পারি না, কিন্তু গরিবের রিকশা ভাঙতে পারি!

14/05/2025

আপনার পরিচিত একটা 'প্রানী' আছে না? যারে কল দিলেও জীবনেও রিসিভড করে না! জীবনেও না!
এরপর তারা মেসেজ দিয়ে জিজ্ঞেস করে 'কল দিছিলি?' 😑

14/05/2025

মানুষের সাথে যতো কম কথা বলা যায়, ততোই শান্তি। যতো বেশি কথা ততো বেশিই অশান্তি!❤️

14/05/2025

মানুষকে আমি অনেক কাছ থেকে দেখেছি, বিশ্বাস করো মানুষ দুর থেকেই বেশি সুন্দর!💔😅

Address

Lalmonirhat

Alerts

Be the first to know and let us send you an email when আসক্তি - Addiction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আসক্তি - Addiction:

Share