SAGOR AHMED

SAGOR AHMED "নিয়মিত মজাদার ভিডিও দেখতে ফলো করে সাথেই থাকুন"

14/06/2024

কত??

30/04/2024

............আজকের কথা মিল্টন সমাদ্দার

সত্য মিথ্যা দেখার অপেক্ষায় -
বিশ্বাসের যাইগা কি তাহলে নষ্ট হচ্ছে-?
নাকি লেখনীর কলম মিথ্যা বলতেছে, যদি লেখনীর কলম মিথ্যাচার প্রচারের জন্য মগ্ন হয়ে তাকে তাহলে আমি বিনীত অনুরোধ করছি- সকল শ্রেণির মানবিক মানুষ দের মিল্টন দাদার পাশে থাকার জন্য -

আর যদি লেখনীর কলম সত্যি হয় অসম্ভব থেকে অসম্ভব নোংরা ভাবেই স্বেচ্ছাসেবী মানবিক মানুষ দের মন থেকে উঠে যাবে লাখো মানুষের ভরসার নাম মিল্টন দাদা--!!!

মিল্টন সমাদ্দার এরশাদ শিকদারের উল্টা পিঠ। সে একজন পরিকল্পিত ঠান্ডা মাথার খু*নী সে সিরিয়াল কি*লা*র সাথে সাথে সে একজন খ্রিস্টান মি*শ*না*রি এজেন্ট। তার বিরুদ্ধে এখনো পর্যন্ত যেসব বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া গেছে…

১. প্রথমে বলেছেন মৃতদের পেটে কাটাছেঁড়ার দাগ মিথ্যা (কালবেলা)। পরে স্বীকার করেছেন দাগ থাকে (যমুনা, সময় টিভি)।

২. আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেয়া হয় না (এটিএন নিউজ)। কিন্তু চিকিৎসা বাবদ মাসে ৩০/৩৫ লাখ টাকার খরচ হয় (ফেস দ্যা পিপল)।

৩. ৮৩৫টি লাশের হিসাবে সম্পূর্ণ গরমিল (কালবেলা, ফেস দ্য পিপল)। কোনো বিশ্বাসযোগ্য ডকুমেন্ট তিনি এখনো দেখাতে পারেননি (বেশিরভাগ ডকুমেন্ট তার নিজের তৈরি করা)।

৪. নিজে ডেথ সার্টিফিকেট তৈরি করেন। ডাক্তারের সিল সাক্ষর জাল করেন (যমুনা টিভি, এটিন নিউজ, কালবেলা)।

৫. তিনি আশ্রমে কোনো চিকিত্‌সা দেন না (এটিএন নিউজ)। কিন্তু ডাক্তারদের জন্য ৬০ লাখ টাকার বিশালবহুল গাড়ি কিনেছেন। যা এখন অন্যের গ্যারেজে গোপনে রেখে এসেছে (কালবেলার ভিডিও)।

৬. তার কাছে রেখে আসা অন্ধ বৃদ্ধকে কার কাছে হস্তান্তর করেছে এখনো প্রমাণ দেখাতে পারেননি (কালেবেলার ভিডিও)।

৭. আশ্রমের মধ্যে টর্চার সেল বানিয়ে মিল্টন নিজে হাতে পিটিয়েছেন এমন অন্তত ৮/১০ জনের সাক্ষাতকার ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় এসেছে (সময় টিভি, এটিএন নিউজ, যমুনা, কালবেলা)।

৮. তার কোনো হাসপাতালের অনুমোদন না থাকলেও ভেতরে অপারেশন থিয়েটার রয়েছে। এই অপারেশন থিয়েটার বেআইনি ও অবৈধ। তিনি এখানে কী করেন জানা দরকার (কালবেলা, যমুনা, এটিএন)।

৯. মসজিদে বিনামূল্যে লাশ গোসল-জানাজা করালেও কাটাছেঁড়া নিয়ে প্রশ্ন করায় তিনি এখন ২/৩ হাজার টাকা করে খরচ করে আশ্রমের মধ্যে ২/৩ জন নিয়ে কাজ সেরে ফেলেন। কারণ কী? (প্রায় সকল মিডিয়া)

১০. বেশিরভাগ সময় তিনি রাতে লাশ দাফন করেন। কারণ কী? (যমুনা টিভি)

১১. তিনি হোমকেয়ার নামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয় করে ৬৬ লাখ টাকা বৃদ্ধাশ্রমে দান করেছেন বলে সাক্ষাতকার দিয়েছেন। কিন্তু বাস্তবে তার হোমকেয়ারের কোনো সার্ভিস নেই। শুধু লাইসেন্স আছে। তাহলে তিনি কার টাকা কাকে দেন? (কালবেলা)।

১২. খ্রিষ্টান ধর্মের চার্চ দখল করতে তিনি মন্ত্রণালয়ের নামে ভুয়া চিঠি তৈরি করেছিলেন। এটার বিষয়ে কোনো উত্তর দেননি। (যমুনা টিভি, কালবেলা)

১৩. একজন মানবতাবাদী মানুষ কী করে নিজের হাতে লাঠি দিয়ে মানুষকে নির্মমভাবে পেটাতে পারে? (ভিডিও প্রকাশ হয়েছে)।

১৪. মিল্টন সমাদ্দার আটক হয়েছিলেন।সেই ঘটনা শেষ পর্যন্ত কী হয়েছিল জানা দরকার। (ছবি সংযুক্ত)

১৫. তিনি সাঈদী, মামুনুল হকের মতো লোকদের মুক্তির মিথ্যা প্রচারণা চালিয়েছেন। (ফেস দ্য পিপল, কালবেলা)

১৬. চাকরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। টাকা নিয়ে আত্মসাত করা। ()

১৭। তিনি সবসময় ২টি আশ্রমের কথা বললেও অন্য একটি আশ্রমের তথ্য গোপন রেখেছেন। (এটিএন নিউজ )।

লেখা ফেসবুক পাতা থেকে নেয়া

এমন বাড়িওয়ালা কি আর সবার কপালে জুটে,,,,জনাব,নিত্য পন্যের মূল্য হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আসন্ন ঈদের অতিরিক্ত খরচের চাপ কমানো ...
02/04/2024

এমন বাড়িওয়ালা কি আর সবার কপালে জুটে,,,,
জনাব,
নিত্য পন্যের মূল্য হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আসন্ন ঈদের অতিরিক্ত খরচের চাপ কমানো এবং আপনাদের ঈদ আনন্দ কে প্রাণবন্ত করার উদ্দেশ্যে এপ্রিল ২০২৪ এর মূল ভাড়া না নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হইল।

শুভেচ্ছান্তে
কর্তৃপক্ষ
৬১ রুপালি হাউসিং

এভাবেই যাচ্ছে আমার দিন কাল@ব্যাচেলর
29/03/2024

এভাবেই যাচ্ছে আমার দিন কাল
@ব্যাচেলর

হুম সেই শাড়ীই তো আমগো আফায় পড়ে???
29/03/2024

হুম সেই শাড়ীই তো আমগো আফায় পড়ে???

29/03/2024

১নং সি এন বি এর এক্সিডেন্ট করা সেই গাড়ীর ড্রাইভার যে নিজেই শিকারুক্তি দিয়েছেন

28/03/2024

আজ ভোর বেলা
,,, ১নং সি এন বি বাজার,গাজীপুর ,মাওনা হাইওয়ে রোডে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা স্থলেই মৃত্যু হয় এক জনের,,, ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন😭😭😭😭😭😭

সব ঠিক আছে তয় লেজ আসলো কোথা থেকে,,,,??
27/03/2024

সব ঠিক আছে তয় লেজ আসলো কোথা থেকে,,,,??

মানুষ তখনই বলবে আপনি বদলে গেছেন! যখন আপনাকে আর সুবিধা মতো ব্যবহার করতে পারবে না!😊🥀
27/03/2024

মানুষ তখনই বলবে আপনি বদলে গেছেন! যখন আপনাকে আর সুবিধা মতো ব্যবহার করতে পারবে না!😊🥀

এ কোন দেশে বাস করি আমরা ?? আমাদের বিবেক কি একবারেই মরে গেছে??সাহায্যের নাম করে আর কতো নিচে নামবো আমরা ?? এইটা কোন ধরনের ...
27/03/2024

এ কোন দেশে বাস করি আমরা ??
আমাদের বিবেক কি একবারেই মরে গেছে??
সাহায্যের নাম করে আর কতো নিচে নামবো আমরা ??

এইটা কোন ধরনের মানবতা, সামান্য এক প্লেট খাবার দেয়ার নাম করে গরীব মানুষ কে নিয়ে তামাশা করছেন, মানছি যে সাহায্য করে ফটো বা ভিডিও করে মানুষ কে আরো আহবান করছেন যাতে করে আর ও বেশি বেশি মানুষ সাহায্য করেন,,
কিন্তু এটা কি ভেবে দেখেছেন যে কিছু সাহায্য করার নাম করে আপনার গুষ্টি শুধ্য ফটোসেশন করছেন এটা কি মানবতার মধ্যে পরে!!
ব্যাপার টা এমন না হোক যে আপনি সেলিব্রেটি বা সেলিব্রেশন করার নাম করে সাহায্য করছেন,,,!

এমন পরিস্থিতি আপনার আমার সাথেও হতে পারে, ভাবলেই গা শিউরে উঠে। আল্লাহ এদের হেদায়েত দান করুক !! 👈👈
ছবি:সংগ্রহ করা হয়েছে

ব্যাপার টা তেমন কিছু না,,সারাদিন ফেসবুক, মেসেঞ্জার,টিক টক,আর ইউটিওব দেখা বান্ধবীরে বর পক্ষ জিজ্ঞাসা করছিল তুমি কোন কোন ত...
27/03/2024

ব্যাপার টা তেমন কিছু না,,
সারাদিন ফেসবুক, মেসেঞ্জার,টিক টক,আর ইউটিওব দেখা বান্ধবীরে বর পক্ষ জিজ্ঞাসা করছিল তুমি কোন কোন তরকারী রান্না করতে পার,,,,🥰🥰🥰🥰🥰🥰🥰

Address

Lalmonirhat

Telephone

+8801774258205

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAGOR AHMED posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share