Aorny Tahsin

Aorny Tahsin মনের কথা�

28/01/2025

“কারো সফলতায় আপনার রিজিক থেকে একটুও কমবেনা। 😊
তাই হিংসা ত্যাগ করা উচিত।” ❤️‍🩹

25/01/2025
25/01/2025

"আমি আছি তো" কথাটা কেউ বললে মনে হয়; সে তার গোটা জগৎ টা আমাকে দিয়ে দিচ্ছে...

25/01/2025

রাসুল (ﷺ) রাগ হতেন, কিন্তু গালি দিতেন না।

তিনি মজা করতেন, কিন্তু মিথ্যা বলতেন না।

অকৃত্রিম ভাবে সবার সাথে মিশতেন কিন্তু আত্মমর্যাদাহীন ছিলেন না।

তিনি গম্ভীর থাকতেন,তবে অহংকারী ছিলেন না।

সবচেয়ে নরম মেজাজের ছিলেন তিনি। সবর ও ধৈর্যের ছিলেন মূর্তপ্রতিক। কিন্তু দ্বীনের কোন বিষয়ে ত্রুটি বা অবহেলাতে তিনিই হয়ে উঠতেন সবচেয়ে কঠোর।

কখনো কখনো দামী পোষাক পরেছেন, কিন্তু শো অফ করতেন না। তালিযুক্ত জামাও থাকতো, কিন্তু অকৃতজ্ঞ ছিলেন না।

দুর থেকে কেউ তাঁকে দেখলে ভয় পেত। কিন্তু তাঁর সাথে মিশলে তিনিই হয়ে উঠতেন তার সবচেয়ে প্রিয়।

পরিবারকে শাষন করতেন, তবে বদমেজাজী ছিলেন না। পরিবারকে ভালবাসতেন, কিন্তু দ্বীনের ব্যাপারে কোন ছাড় দিতেন না।

তাঁকে সাহাবীরা সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা করতেন, তাঁর সামনে উচু আওয়াজে কথা বলতেন না। কিন্তু তাঁর কাছেই নিজের সমস্যা কষ্ট অকপটে শেয়ারও করতে পারতেন।

তিনি এমনই একজন ছিলেন, যাকে একই সাথে শ্রদ্ধা ও ভালবাসা, ভয় ও মুহাব্বত করা যেত।

ব্যালেন্সড ও সর্বোত্তম আখলাকের অধিকারী ছিলেন আমার রাসুল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম..

25/01/2025

অনুপম যদি সত্যিই কল্যাণীকে ভালোবাসে তাহলে ট্রেনে থাকা মেয়ের উপর ক্রাশ খেলো কেন?

25/01/2025

সবচেয়ে ঘৃ'ণিত ব্যক্তি হচ্ছে তারা যারা মানুষের শরীর বা গঠন নিয়ে নি'ন্দা করে। চেহারা দেখতে কেমন, নাকটা এমন কেন, আরেকটু ফর্সা হলে সুন্দর হতো। কারো চেহারা নিয়ে নি'ন্দা করার আগে একবার ভাবা উচিত আমি নিজে দেখতে কেমন! ইংরেজিতে একটা কথা আছে, "The beauty you see in anything is actually just a reflection of the Beauty in you ".

স্রষ্টার সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না। হতেই পারে না! যত সমস্যা আপনার চোখের দেখায়। আপনাদের 'কুৎসিত হৃদয়, চোখ দিয়ে সুন্দর মানুষকেও কু'ৎসিত লাগবে এটাই স্বাভাবিক।🤍

25/01/2025

আমাকে একটু কথা পাঠাবেন?
আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে।

'ভালোবাসি' পাঠাতে হবে না।
ভালো তো বাসেনই না।
সেটা আমি জানি। টের পাই।

ভালো যে বাসেন না, সেটাই বলে পাঠান।
আমাকে অপছন্দ আপনার, এইটুকু বলে পাঠান।
তবুও একটু কথা পাঠান, প্লিজ!
আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে।
খুউব মানে খুউব! 'বিষম ভীষণ' এর মতো!

Voice: Aorny Tahsin
Line:salman Habib

২৫ জানুয়ারি ২০২৫

আলহামদুলিল্লাহ  আমাদের ৩ বছর🥺Rakib Uz Zaman
23/01/2025

আলহামদুলিল্লাহ
আমাদের ৩ বছর🥺
Rakib Uz Zaman

উত্তরবঙ্গে আজহারী
18/01/2025

উত্তরবঙ্গে আজহারী

Someone: তুমি আসলে কি চাও?Me : লাইট ওয়ালা বেলুন 🙂
12/12/2024

Someone: তুমি আসলে কি চাও?
Me : লাইট ওয়ালা বেলুন 🙂

10/12/2024

এই যে বেলা করে ঘুম ভাঙে তোমার।
ভোর দেখতে পাওনা, দেখতে পাওনা—
হাওয়ায় মিলিয়ে যাওয়া কুয়াশার ঝাঁক৷
রোদ এসে নিয়ে যায় তাকে।

হাওয়ায় মিলিয়ে যাওয়া কুয়াশার মত
এমন করে যদি আমিও হারাই,
যদি রোদের মত এসে নিয়ে যায় মৃত্যুর দূত
তবে ঘুম ভেঙে তুমি আর দেখবে কাকে.?
বলো; মৃত্যুর অভিধানে কি 'অপেক্ষা' লেখা থাকে.?

Writer : Salman Habib - সালমান হাবীব
Voiceover: Aorny Tahsin
১০ ডিসেম্বর ২০২৪

কোনো নার্সারির পাশ দিয়ে গেলে মনে যা চায়😫
29/11/2024

কোনো নার্সারির পাশ দিয়ে গেলে মনে যা চায়😫

"Everything needs time to bloom, so do you."♥️Have patience✨🌹
22/11/2024

"Everything needs time to bloom, so do you."♥️
Have patience✨🌹

21/11/2024

মানুষকে বারবার বোঝানোর চেয়ে নিজেকে একবার বোঝানো উত্তম.

21/11/2024

_যে অল্পতে সন্তুষ্ট সেই সুখী!🤍🌻

Address

Lalmonirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aorny Tahsin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aorny Tahsin:

Share