18/11/2025
আজকে আমার সাহেবের জন্মদিন, সে কিন্তু আমার বিজনেস পার্টনার ও বটে। আমাদের একসাথে পথ চলার একযুগ হচ্ছে। বিয়ের আগে ৭বছর আর বিয়ের পর ৫বছর..
প্রতি বছর তার জন্মদিনে ঠিক রাত ১২টা ১মিনিটে উইশ করার জন্য বসে থাকি,কিন্তু এবারের জন্মদিন টা যেনো একদমই আলাদা।
কিছুদিন আগে তো এক হুজুরের ওয়াজে শুনলাম Happy birthday উইশ করাটাও নাকি শিরক।। তাই তো এবার তাকে উইশটা পর্যন্ত করা হলোনা।
আসলে আমার জীবনে আমাদের জন্ম মাস,বিয়ের মাস এগুলো যেনো কুফা হয়গেছে😑
গত আগস্টে আমার টুইন বেবি সময়ের আগেই ডেলিভারি হয়ে যায়, তারা আর আমার কাছে থাকতে পারেনি, আল্লাহর মেহমান হয়ে গেছে। এক,দুই মাস না, ৬টা মাস তারা আমার ভিতর বেড়ে উঠছিলো এরপর ই হঠাৎ সব হয়ে গেলো। আগস্ট মাস ছিলো আমাদের বিয়ের মাস। এটা কিন্তু আমার প্রথম প্রেগনেন্সি ছিলোনা।
বিয়ের পর প্রথম কন্সিভ করি নভেম্বর মাসে যেটা ছিলো ওর জন্মমাস। আর সেই বেবিটাও মিস্কারেজ হয়ে যায় ফেব্রুয়ারিতে, যেটা ছিলো আমার জন্মমাস😭 এরপর আবারো যখন কন্সিভ করি আগস্টে যেটা কিনা ছিলো আমাদের বিয়ের মাস, আর সেটাও মিস্কারেজ হয়ে যায় তার জন্মমাস মানে নভেম্বরে।
তাই এখন থেকে প্রতিজ্ঞা করেছি, আমাদের জন্মদিন /বিবাহবার্ষিকী এগুলো কিছুই আর পালন করবোনা।
আল্লাহ আমাদের বার বার দিয়ে পরীক্ষা নিচ্ছেন। আল্লাহর উপর এখনো পুর্ণ আস্থা ও ভরষা নিয়েই বেঁচে আছি আল্লাহ নিশ্চই আমাদের ডাক শুনবেন....
ছবিতে কোনো একদিন কোচিং ফাকি দিয়ে ঘুরতে গিয়ে তোলা...