SR Entertainment BD

SR Entertainment BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SR Entertainment BD, Digital creator, Lalmonirhat.
(4)

Hello Everyone...🥰

বাস্তবতা যতই খারাপ হোক...!
আমার লড়াই আমি করেই যাব।
রবের প্রতি বিশ্বাস আছে সফল আমি একদিন হবোই হব..! ইনশাল্লাহ

Youtube Chanel:- https://www.youtube.com/

For Promotion:-
[email protected]

Thank you😘

04/09/2025

ব্র্যান্ড লালন লালমনিরহাট ।।

1M views in last 28days.  Thanks For all lovely Audience ❤️‍🩹🥰
30/08/2025

1M views in last 28days.
Thanks For all lovely Audience ❤️‍🩹🥰

অভিনয়ের জন্য Dr. Asif Nazrul স্যার আপনি সেরা ✌️
29/08/2025

অভিনয়ের জন্য Dr. Asif Nazrul স্যার আপনি সেরা ✌️

সর্ব রোগের মহা ওষুধ।।
27/08/2025

সর্ব রোগের মহা ওষুধ।।

পরিশ্রম করেন, সফলতা আসবে, এটি ছিলো এক মাসের  ইনকাম।
26/08/2025

পরিশ্রম করেন, সফলতা আসবে, এটি ছিলো এক মাসের ইনকাম।

100k views= 0.38$
22/08/2025

100k views= 0.38$

আসসালামু আলাইকুম। একটি মানবিক পোস্ট। ছবিতে হারিয়ে যাওয়া মা এবং তার সন্ধানে এ মরিয়া ছেলের ছবি।১২-৮-২০২৫ রোজ মঙ্গলবার আ...
21/08/2025

আসসালামু আলাইকুম। একটি মানবিক পোস্ট।
ছবিতে হারিয়ে যাওয়া মা এবং তার সন্ধানে এ মরিয়া ছেলের ছবি।
১২-৮-২০২৫ রোজ মঙ্গলবার আমার আম্মু হারাই গেইছে,, নাম মোছাঃ ওলেফা বেগম,, উচ্চতা ৫ ফিট,, গায়ের রং ফসা,, হারানোর সময় গায়ে ছিলো মেক্সি ও মিষ্টি কালারের ওড়না,, গ্রামের বাড়ি রংপুর এর মিঠাপুকুর জায়গীর হাটে,,,, হারানোর স্থান ঢাকা সাভার ফুলবাড়িয়া রংপুর বাজার থেকে সকাল ৬.৩০ মিনিট থেকে পাওয়া যাচ্ছে না,,, যদি কোনো সরিদয় বান ব্যক্তি পেয়ে থাকেন দয়া করে যোগাযোগ করবেন,,,, মোবাইলঃ01738819295 এবং 01617302053

লাস্ট ৫ মাসের ইনকাম ।।  থেমে যাব না চালিয়ে যাব..?
18/08/2025

লাস্ট ৫ মাসের ইনকাম ।।
থেমে যাব না চালিয়ে যাব..?

অতীতের সুসময় গুলো ।।
17/08/2025

অতীতের সুসময় গুলো ।।

জন্ম  থেকে মৃত্যু পর্যন্ত শুধু টাকার খেলা. 😥
11/08/2025

জন্ম থেকে মৃত্যু
পর্যন্ত শুধু টাকার খেলা. 😥

৩.৬ মিলিয়নের একটি স্বপ্ন… হঠাৎ থেমে গেল?গত কয়েকদিন ধরে সার্চ দিয়ে খুঁজে ফিরি Thoughts of Billal ভাইয়ের সেই পরিচিত ফে...
05/08/2025

৩.৬ মিলিয়নের একটি স্বপ্ন… হঠাৎ থেমে গেল?

গত কয়েকদিন ধরে সার্চ দিয়ে খুঁজে ফিরি Thoughts of Billal ভাইয়ের সেই পরিচিত ফেসবুক পেজটি। যে পেজ এক সময় আমাদের চোখে জল এনে দিত, মন ছুঁয়ে যেত, আজ সেটি খুঁজেই পাচ্ছি না! 🥹

কারো পোস্টে দেখা গেল পেজ নাকি নষ্ট হয়ে গেছে। আবার কেউ বলছে, ফেসবুক নাকি বন্ধ করে দিয়েছে! কিন্তু আসল ঘটনা ঠিক কী, তা এখনো স্পষ্ট নয়।

তবে এটুকু জানি, ৩.৬ মিলিয়ন মানুষের ভালোবাসা একদিনে তৈরি হয় না। এই ফলোয়ার্সের সংখ্যা পেছনে আছে হাজারো রাতের নিঃশব্দ পরিশ্রম, প্রতিদিনের কন্টেন্ট পরিকল্পনা, অনলাইন হেট-স্পিচের সঙ্গে লড়াই, আর একটা বিশুদ্ধ মন।

আজ হয়তো তার পেজ নেই, কিন্তু তার স্মৃতি, প্রভাব আর ভালোবাসা এখনও লক্ষ মানুষের মনে জীবন্ত।

আমরা প্রায়ই ভাবি, কারো উত্থানে হিংসে করা সহজ।
কিন্তু একজন মানুষ যখন জিরো থেকে শুরু করে লাখো হৃদয়ে পৌঁছে যায়, তখন তার পতনে হাত বাড়িয়ে দেওয়াটাই আমাদের আসল মানসিকতা হওয়া উচিত। 🙌

Billal ভাই শুধু কন্টেন্ট ক্রিয়েটর না, তিনি একজন “মানবিক বার্তাবাহক” যিনি মানুষকে সান্ত্বনা দিতেন, জীবন বুঝাতেন, ভালোবাসার কথা বলতেন।

আজ তিনি কষ্টে আছেন। আমাদের উচিত, তার পাশে দাঁড়ানো, তার জন্য দোয়া করা। আল্লাহ চাইলে তিনি আবার ফিরে আসবেন, আরও বড় হয়ে, আরও শক্তিশালী হয়ে।

আপনি কি জানেন, আসলে কী হয়েছে তার পেজের সাথে?
কমেন্টে জানাতে পারেন।🙏

✍️Ajminur Oarish✨

ভালো নেই তিস্তা পাড়ের মানুষ 💔😭
04/08/2025

ভালো নেই তিস্তা পাড়ের মানুষ 💔😭

Address

Lalmonirhat

Alerts

Be the first to know and let us send you an email when SR Entertainment BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share