Tas fia

Tas fia যখনি কাউকে ভালোবেসে ফেলি,,,,তাকে অবহেলা করে দূরে ঠেলে দিই!!!
আমি যানি তাকে পাব না!!

09/02/2024

আমার ধারনা ৯০ভাগ বাঙালি মেয়েরা বিয়ে করে কেবল বউ সেজে ছবি তোলার জন্য। আচ্ছা যদি এমন হয়, আমার বিয়ের সময় ছবি টবি তোলা শেষ করে বউ বলল, ‘আচ্ছা ভাইয়া আমি এখন আসি। আমার ছবি তোলা হয়ে গেছে৷ ধন্যবাদ আপনাকে৷ দোয়া করবেন আমার জন্য৷ আমাকে দ্রুত বাসায় যেতে হবে৷ ছবিগুলো আপ্লোড করে কয়েকজনকে ক্রাশ খাওয়াতে হবে৷ আমার উপর ফিদা হয়ে থাকা ছেলেগুলো আমার এক ধাচের ছবি দেখে দেখে ক্লান্ত৷ বউ সাজের ছবি দেখিয়ে তাদেরকে চমকে দেয়ার জন্যই একটু বিয়ে করলাম৷ আচ্ছা ভাইয়া আসি৷ ভালো থাকবেন৷’

এমনটা ভাবতেই আমার বুকটা চিপ দিয়ে উঠে৷ কেমন ধড়ফড় করে৷ ধ্যাৎ শালার ডিপ্রেশনে পরে গেলাম৷

09/02/2024

ভাতের মধ্যে সাড়ে তিন হাত লম্বা চুল! দেখে গা শিউরে উঠলো। নতুন বউ, এখনো তাকে পুরোপুরি বুঝে উঠতে পারিনি। কিছু বলা উচিত হবে কি না বুঝতেছি না। তবুও সাহস করে বলে ফেললাম, 'ভাতের মধ্যে একটা চুল পাইছি।'
বউ তখন সরি, আমি বুঝতে পারিনি বলে চুলটা নিয়ে গেলো। মনে মনে বললাম, মেয়েটা লক্ষ্মী আছে, নিজের ভুল বুঝতে পেরেছে। এক মিনিট পর বেডরুম থেকে একগাদা চুল নিয়ে এসে তরকারীর মধ্যে চুবিয়ে দিয়ে বললো, 'এবার ঠিকাছে?'
আমি হা করে তার দিকে তাকিয়ে তাকলাম। এমন অষ্টম আশ্চর্য মেয়ে আমার বংশের কেউ দেখেনি! একটু অভিমান নিয়ে বেডরুমে চলে গেলাম। রাতের খাবার আর হলো না। বেডরুম থেকে থালা বাসনের মিউজিক শুনতে পাচ্ছি। বোঝাই যাচ্ছে সে রেগে আছে। অথচ রাগ করার মতো আমি কি কিছু বলেছি? কী এক বিপদে পড়লাম! বিয়ে তো নয়, এ যেন এক মধুর জ্বালা!
হঠাৎ বাসন ভাঙার আওয়াজ কানে এলো। পা পিছলে পড়ে গেলো না কি? দৌঁড়ে কিচেনে গেলাম। দিয়ে দেখি সত্যি সত্যি আছাড় খেয়ে পড়ে গেছে। হাত ধরে টেনে তুললাম। প্রশ্ন করা উচিত হবে কি না ভাবছি। অতোশতো না ভেবে জিগাইলাম, 'কেমনে পড়লা?'
সে পাঁচটা প্লেট ও দুইটা গ্লাস হাতে নিয়ে খাড়া থেকে ধুমধাড়াক্কা ফ্লোরে পড়ে গেলো! সব প্লেট ভেঙেচুরে গুড়ো হয়ে গেলো। সে লজ্জিত স্বরে বললো, 'এভাবে পড়ে গিয়েছিলাম। আপনি না বুঝলে স্লো-মোশনে আরেকবার পড়ি? দেন, আরও পাঁচটা প্লেট দেন।'
আমি তব্ধা মেরে তার দিকে তাকিয়ে রইলাম। সে মুচকি হেসে বললো, 'প্লেট-ই তো ভাঙছি, হৃদয় তো আর ভাঙিনি! এতো চিন্তার কিছু নেই। আর হ্যাঁ, আমার মাথার চুল মাথায় থাকলে আপনি যতটা পছন্দ করেন, ভাতে গেলেও ততটা করতে হবে। আমারই তো চুল, ঘৃণার কী আছে!'
চুপচাপ শুয়ে পড়লাম। মাথা ঝিম মেরে আছে। বোধহয় ব্লাড প্রেসার বাড়ছে। মশারি টাঙিয়ে নেবো কি না ভাবছি। যদি না টাঙাই আরেকটা ঝামেলা হয়ে যেতে পারে। আড়মোড়া দিয়ে উঠে মশারি টাঙিয়ে নিলাম। সে এসে ফোঁসফোঁস করে ফুলতে লাগলো। তার তালগোল বাঁধানো ভাবসাব দেখে বললাম, 'আবার কী হয়েছে?'
'সব কাজই যদি তোমাকে করতে হয়, তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমি কি সামান্য মশারিও টাঙাতে পারি না!'
তার ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মারা দেখে আমার যারপরনাই অবস্থা হলো। সে আজ থেকে আর আমার সঙ্গে শুবে না। কিছুতেই না। এক ঘণ্টা আধ্যাত্মিক তেল মারালাম। তারপর পর কিছুটা শান্ত হলো। কী যেন কী মনে করে আমার পাশে এসে শুয়ে পড়লো। নতুন বউ, পাশে শুয়ে আ

09/02/2024

Happy chocolet day

Address

Lalmonirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tas fia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share