Islamic Speech BD

Islamic Speech BD আস্সালামু আলাইকুম।

27/10/2025

গ"রুচো"র, চাঁ"দাবাজরা মসজিদে জন্মদিন পালন করতে পারে, জামায়াতে ইসলামী কুরআন তালিম করতে পারবে না?

26/10/2025

ডাকসুর মত জামাত যদি দেশের ক্ষমতায় এসে দেশকে মা'দকমুক্ত করার অভিযান চালায় তাহলে কি বামদের সঙ্গে বিএনপিও বিক্ষোভ মিছিল করবে? জাতি জানতে চায়

26/10/2025

নামাজের সময় মাইক ব্যবহারে উত্তেজনা – BNP রোকন উদ্দিন বাবুলের জনসভায় ধর্মপ্রাণ মুসল্লিদের ক্ষোভ

25/10/2025

Gen-z জেনারেশন জি—কে আমরা অপদার্থ ভেবে ছিলাম বলতাম এগুলা পাবজি খেলে এগুলো ফেসবুকে পরে থাকে এগুলো ফার্মের মোরগের মত,কিন্তু এই ছেলেগুলো আবাবিল পাখির মত বিশাল ধানবীয় বাহীনী ছিলো তাদের সামনে ক্ষুদ্র ক্ষুদ্র ইট লাঠি দিয়ে এক শ্বৈরাশাষক কে ঘাসের মত পিষে ফেলেনি থাকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছে,তাদের বীরত্ব লিখে রাখতে হবে আগামী প্রজন্মের জন্য যাতে কোনদিন প্রয়োজন হলে জেনারেশন Gen-z আবারো জেগে উঠতে পারে—প্রসিকিউটর তাজুল ইসলাম🔥🔥

25/10/2025

আজকে যারা পদের জন্য বিএনপি'র পার্টি অফিসের সামনে শুয়ে পড়েছে তারা যদি বালুর ট্রাকের সামনে এভাবে শুয়ে পড়তো তাহলে ইতিহাস পাল্টে যেত।।

25/10/2025

নিজামী, মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুলের বক্তব্যের বিরুদ্ধে বিএনপি এক্টিভিস্টরা কখন প্রতিবাদ করবে?

25/10/2025

আমার নেতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন জিন্দা অলি—চট্টগ্রাম জেলা পিপি এডভোকেট রাজ্জাক😁

এটা অবশ্যই গুরুতর বিষয়। সিরিয়াসলি দেখা উচিত।‌বিশ্ববিখ্যাত একজন ইসলামিক স্কলার এবং একটা দলের আমিরের মেয়ে বেপর্দা হয়ে ...
25/10/2025

এটা অবশ্যই গুরুতর বিষয়। সিরিয়াসলি দেখা উচিত।‌বিশ্ববিখ্যাত একজন ইসলামিক স্কলার এবং একটা দলের আমিরের মেয়ে বেপর্দা হয়ে শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায়। কী লজ্জা! কী ভয়ানক অবস্থা!

আল্লামা সাঈদীর মেয়েও এইরকম শার্ট প্যান্ট পরে ড্যান্স করত বলে অভিযোগ রয়েছে।‌ অথচ তিনি কোনো পদক্ষেপ নেননি।

ইমাম আবু হানিফা রহ. ও এইরকম একটা ভুল করেছেন। তাঁর মেয়ে ড্যান্স করত বলে অভিযোগ আসেনি তবে কথিত আছে, তাঁর "হানিফা" নামক এক মেয়ে একটা মাস‌আলায় সমাধান করে দেওয়ার কারণে তিনি নিজের নামের সাথে মেয়েকে যুক্ত করে দেন । তখন থেকে হয়ে যান আবু হানিফা।

কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই তিন মহাপুরুষের নামে তিনটা অভিযোগ রয়েছে। অথচ তাদের কোনো মেয়েই নাই।

কী হাস্যকর ব্যাপার!

25/10/2025

জামায়াত শিবিরের কার্যক্রম তৃণমূল পর্যন্ত পৌঁছার অন্যতম একটি কারণ ছিল মিডিয়ার অপপ্রচার।মানুষ মিডিয়ায় জানতো, জামায়াত-শিবির আজব প্রাণী! কিন্তু বাস্তবে দেখতো শ্রেষ্ঠ মানুষ!

বর্তমানে জামায়াত শিবিরকে ক্ষমতার মসনদে বসাবে নব্য ফ্যাসিস্ট ও চাঁদাবাজদের মিথ্যা অপপ্রচার।কারণ,জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এখন পাড়া-মহল্লায় আছে।

অপপ্রচারকারীরা মিথ্যাবাদী হিসেবে জাতির কাছে প্রমাণিত হবে—যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের বিরুদ্ধে সকল মিথ্যা অপপ্রচারের জবাব ছাত্রসমাজ দিয়েছে🔥♥️

25/10/2025

শেষপর্যন্ত চাঁ"দাবা"জির পক্ষেই অবস্থান নিলো NCP

এখন বুঝতে পারলাম কেনো তারা জামায়াতের বি"রুদ্ধে লেগেছে 😊

13/10/2025

Alhamdulillah

09/10/2025

কোরআন মুসলমানদের জান

Address

Lalmonirhat

Telephone

+8801318094266

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Speech BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Speech BD:

Share