Tech Dev Ray

Tech Dev Ray Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tech Dev Ray, Video Creator, Lalmonirhat.

05/07/2025

জীবন যুদ্ধে এক মহাপুরুষ 🫰😊

যে ফুলের স্পর্শে ক্ষ'ত মুছে যায়, সেই ফুল তুমি..!🌸🤍
04/07/2025

যে ফুলের স্পর্শে ক্ষ'ত মুছে যায়, সেই ফুল তুমি..!🌸🤍

পিঞ্জর খুলে দিয়েছি.....!!😊
26/06/2025

পিঞ্জর খুলে দিয়েছি.....!!😊

20/06/2025

এক মাত্র আমি ব্যাথিত সবাই কাঁচের গ্লাসে হলুদ মিশিয়ে ভিডিও বানাইছে🙈😃

20/06/2025

পৃথিবী জুড়ে প্রকৃতির অপরুপ মহিমান্বিত এক শান্তি 🌿🫰

13/06/2025

দুই ধরনের চরিত্রের মানুষের থেকে দুরে থাকি অনুশোচনাহীন,অকৃতজ্ঞ!

09/06/2025

প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য🌿🌱 🫰

07/06/2025

জীবনের প্রতিটি পথ চলা কঠিন হলেও,একটা সময়ের পর সে পথ সহজ হয়ে উঠে!ধৈর্য ধরুন অপেক্ষা করুন সফলতার🫠

পিতামাতার ভালোবাসা – উপলব্ধি তখনই, যখন নিজে পিতা-মাতা হওয়া হয়পিতামাতার ভালোবাসা কতটা গভীর, কতটা নিঃস্বার্থ — তা একজন ম...
31/05/2025

পিতামাতার ভালোবাসা – উপলব্ধি তখনই, যখন নিজে পিতা-মাতা হওয়া হয়

পিতামাতার ভালোবাসা কতটা গভীর, কতটা নিঃস্বার্থ — তা একজন মানুষ সত্যিকারের বুঝতে পারে তখনই, যখন সে নিজে পিতা বা মাতা হয়। ছোটবেলায় আমরা হয়তো ভাবি, কেন মা-বাবা এত শাসন করেন, এত চিন্তা করেন, বা কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নেন। কিন্তু সময়ের সাথে সাথে, বিশেষ করে যখন আমরা নিজেদের সন্তানকে কোলে নিই, তখন বুঝতে পারি — সেই প্রতিটি চিন্তা, সেই প্রতিটি শাসনের পেছনে ছিল অগাধ ভালোবাসা।

একজন মা যখন সন্তানকে রাতজেগে ঘুম পাড়ান, একজন বাবা যখন ক্লান্ত শরীরে কাজ করে সংসার চালান, তখন তাদের একটিই চিন্তা — সন্তানের মঙ্গল। এই ভালোবাসা কোনো শর্তে বাঁধা নয়, এটি নিঃস্বার্থ, অবিচল। কিন্তু এই ভালোবাসার প্রকৃত গভীরতা অনুধাবন করতে হলে, নিজেই অভিভাবক হতে হয়। তখনই বোঝা যায়, কতটা ত্যাগ, কতটা সহনশীলতা আর ভালোবাসা লুকিয়ে আছে সেই সম্পর্কের প্রতিটি মুহূর্তে।

পিতামাতার ভালোবাসা যেন এক সাগর, যার তল খুঁজে পাওয়া যায় না — শুধু অনুভব করা যায়, যখন আমাদের হৃদয়ে একই অনুভব জন্ম নেয়।
C *কানেক্টেড

30/05/2025

A Dreamy Rain😊

" কেউ কথা রাখেনি "—সুনীল গঙ্গোপাধ্যায়কেউ কথা রাখেনি, তেত্রিশ বছরকাটলো, কেউ কথা রাখেনি।ছেলেবেলায় এক বোষ্টুমি তারআগমনী গান...
04/01/2024

" কেউ কথা রাখেনি "
—সুনীল গঙ্গোপাধ্যায়

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর
কাটলো, কেউ কথা রাখেনি।

ছেলেবেলায় এক বোষ্টুমি তার
আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল,
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু
শুনিয়ে যাবে।
তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল
কিন্তু সেই বোষ্টুমী আর এল না
পঁচিশ বছর প্রতীক্ষায় আছি।

মামা বাড়ির মাঝি নাদের
আলি বলেছিল,
বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিন প্রহরের বিল
দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে!
নাদের আলি, আমি আর কত বড় হবো?
আমার মাথা এই ঘরের ছাদ
ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর
তুমি আমায় তিনপ্রহরের বিল দেখাবে?

একটাও রয়ালগুলি কিনতে পারিনি কখনো
লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা
ভিখারীর মতন চৌধুরীদের
গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস-উৎসব
অবিরল রঙ্গের ধারার মধ্যে সুবর্ন
কঙ্কনপরা-পরা ফর্সা রমনীরা কত রকম আমোদে হেসেছে,
আমার দিকে তারা ফিরেও চায়নি!
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন,
দেখিস, একদিন আমরাও....
বাবা এখন অন্ধ, আমাদের
দেখা হয়নি কিছুই
সেই রয়্যালগুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস-উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবে না!

বুকের মধ্যে সুগন্ধি রুমাল
রেখে বরুনা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে
সেদিন আমার বুকেও এ-রকম আতরের গন্ধ হবে!
ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রান নিয়েছি,
দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীলপদ্ম!
তবুও কথা রাখেনি বরুনা,
এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে-কোনো নারী!

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর
কাটলো, কেউ কথা রাখে না!
#কানেক্টেড

28/12/2023

বিয়ে হওয়ার ৩০ বছর পার হয়ে গেছে, আমার মনে পড়ে না আমি ঠিক কবে একা রান্না বা ঘরের কাজ করেছি। এমনও হয়েছে, আমার ঘুম থেকে উঠতে দেরী হয়েছে আর মানুষটা সবকাজ শেষ করে নাস্তাও রেডি তারপর আমাকে ডেকে তুলেছেন। আমি কি মানুষটার কাপড় ধুয়ে দিব, উল্টো তিনি সুযোগ পেলে আমার কাপড় ধুয়ে দেন। আমিও খুব উপভোগ করি মানুষটার যত্ন করে চুলে তেল দিয়ে বিনুনি করে দেয়াকে। এই দীর্ঘ বিবাহিত জীবনে কখনো চোখ রাঙিয়েছে কি না আমার মনে পড়ে না। বুড়ো হয়ে গেছি কিন্তু মানুষটা নাকি এখনো আমাকে ছাড়া একা থাকতে পারেন না! ❤️
--সংগ্রহীত
কোনো এক সৌভাগ্যবতীর কথা

Address

Lalmonirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tech Dev Ray posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category