21/06/2025
🌈 ধাঁধা: কার্টুন ধাঁধা 🎨
👀
চোখ আছে, মুখ আছে — তবুও বলে না কথা,
তবুও আমায় দেখে হেসে ওঠে ছোটটা।
হাঁটে না, দৌড়ায় না — তবুও দারুণ চাল,
রঙে ভরা দুনিয়া তার, গল্প করে চালাক-চাল!
শেখায় গান, শেখায় বুলি — দেয় যে খুশির ঢেউ,
টিভি কিংবা মোবাইলে — আমায় দেখো খেউ খেউ!
বলতো দেখি বন্ধুরা, আমি কে? 🎤
❓❓❓
#কার্টুন