
17/08/2024
# # # গল্প: গ্রামের মেলা
একটা ছোট্ট গ্রাম, নাম **সোনারগাঁও**। এখানে মানুষ খুব শান্তিতে থাকে। গ্রামের মাঝখানে একটা বড়ো পুকুর, আর তার পাশেই বিশাল একটা বটগাছ। গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজ করে, আর কিছু লোক ছোটো ব্যবসা করে। গ্রামের মাটির ঘরগুলো শীতল, আর চারিদিকে সবুজের সমারোহ।
একদিন, গ্রামে মেলা বসার ঘোষণা হলো। এটা ছিল সবার জন্য এক বড়ো আনন্দের বিষয়। গ্রামের বাচ্চারা খুবই উত্তেজিত ছিল, কারণ মেলায় তারা খেলনা, মিষ্টি, আর অনেক নতুন কিছু দেখতে পাবে। বড়রা অপেক্ষা করছিলেন কাঁচামাল, নতুন পোষাক আর অন্য জিনিসপত্র কেনার জন্য।
মেলার দিন ভোরে সবাই মিলে মেলার মাঠে জড়ো হলো। মাঠের চারিদিকে বিভিন্ন ধরনের দোকান সাজানো হয়েছে। কোনোটা মিষ্টির, কোনোটা খেলনার, আর কোনোটা হাতে তৈরি গহনার। বটগাছের নিচে বসেছে নাগরদোলা, যেখানে বাচ্চারা দলে দলে চড়ছে। দূরে পুঁথিপাঠের আসর বসেছে। গ্রামের বৃদ্ধরা মাটির উপর বসে পুঁথি শুনছেন আর ছোটোরা উচ্ছ্বাসে মেতে উঠেছে।
এই গ্রামের মেলায় আসা একটা বিশেষ মুহূর্ত ছিল, যখন গ্রামের সবাই একত্রিত হতো। এক বয়স্ক লোক মেলায় এসে গ্রামের ছোটো বাচ্চাদের বিভিন্ন রূপকথার গল্প শোনাতে শুরু করলেন। তাঁর মুখে গল্প শুনে বাচ্চারা মুগ্ধ হয়ে গেল।
গল্পের শেষে গ্রামের সবাই একসাথে ভোজ খেতে বসলো। পায়েস, পোলাও, মাংস সবকিছু দিয়ে সাজানো হলো ভোজ। দিনশেষে সবাই খুশিমনে ঘরে ফিরলো, মনে রাখার মতো অনেক স্মৃতি নিয়ে।
# #এরকম সুন্দর গল্প পেতে পেজটি হলো করে রাখুন,,