Alor Pothe

Alor Pothe আসসালামু আলাইকুম (অ:)
আমি গর্বিত কারণ আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত ��

নিজের বলতে কিছুই নেই
20/05/2025

নিজের বলতে কিছুই নেই

এটাই আমাদের ইসলাম সৃষ্টিকর্তা প্রদত্ত একমাত্র জীবন ব্যবস্থা।
20/05/2025

এটাই আমাদের ইসলাম সৃষ্টিকর্তা প্রদত্ত একমাত্র জীবন ব্যবস্থা।

03/05/2025

আসসালামু আলাইকুম 🥰🥰

09/04/2025

গভীর রাতে দুই রাকাত করে নফল সালাত আদায় করাকে তাহাজ্জুদ বলে,যারা আপনারা তাহাজ্জুদ পড়েন আল্লাহ কবুল করুন।
আর যারা পড়তে চান এখনি সুন্দর করে ওযু করে মন খুলে প্রাণ খুলে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন।
প্রথমে আল্লাহর প্রশংসা করুন,
দ্বিতীয়তঃ নিজের পাপ থেকে ক্ষমা চান,
তৃতীয়ত আল্লাহর কাছে ফরিয়াদ করুন যা কল্যাণ আপনার লাগবে,
জায়লেমদের অভিশাপ দিতে ভুলবেন না।
আর মজলুমদের জন্য আল্লাহর সাহায্য চাইতে ভুলবেন না।
আমি মনে করি জালেমের ধ্বংস ও মজলুমের জন্য সাহায্য চাওয়ার জন্যই এই তাহাজ্জুদ আদায় করুন।
নিজেকে আল্লাহর কাছে তৌফিক কামনা করুন আল্লাহ যাতে কার্যকর ভূমিকায পালন করার তৌফিক আপনাকে দান করে আমাকে দান করেন।

09/04/2025

মুসলমানদের সব্বোচ্চ ক্ষমতা সম্পর্কে ইhuদিদের ধারনা হয়ে গেছে । এরা এমন জাতি যারা নিজেকে পরিশুদ্ধ করতে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে । তীব্র নিন্দা জানাতেও এদের মনে সংশয় হয় । আরে আমি তো দুইদিন থেকে নামাজ পড়ি না । আমি কি নিন্দা জানাতে পারি ?
ভাই তোমরা বিভক্ত হও নাই তোমাদেরকে বিভক্ত করে দেয়া হয়েছে । আর স্বরন করো উহুদ যুদ্ধের ইতিহাস । মুসলমানরা প্রথমে বিজয় লাভ করলে ও বিভক্ত হয়ে যাবার পর হেরে যায় এবং বিপুল সংখ্যক সাহাবি শহিদ হয়ে যায় ।
এখন আর বিভক্ত থাকার সময় নাই । এখন ফতোয়া একটাই সকল মুসলমান এক হও তুমি নামায পড়োনা এক হও । তুমি নামাজ পড়ো তাও এক হও । কারন যখন মুসলমান নিধন শুরু করবে তখন দেখবে না জামশেদ মুজুমদার নামাজ পড়ে ওকে আগে ধরো কারন ও খাটি মুসলমান । তখন এইভাবে নিধন করবে না । নিধন করবে মুসলমান নাম । যার নাম মুসলমান নাম হবে তাকেই নিধন করবে । ইsraiইল এর প্রেসিডেন্ট এর বক্তব্য শুনো আর গাজাতুল হিন্দ এর হাদিশের সাথে মিলিয়ে নাও । বেশিদিন নাই ।

ঈদ মোবারক 🥰🥰
31/03/2025

ঈদ মোবারক 🥰🥰

20/03/2025

কাফেররা চুক্তি ভঙ্গ করার পরেই কিন্তু মক্কা বি'জ'য় হয়েছিলো।
এবার গ|'জাও বি'জ'য় হবে
"ইনশাআল্লাহ"🇵🇸

20/03/2025

ফি*লিস্তিনে দিন শেষে আযানের মধুর ধ্বনিতে এক গ্লাস পানিও যাদের মুখে জোটে না আল্লাহ তাদের জন্য কুদরতি রিজিকের ব্যবস্থা করুন!
আমিন 🤲

19/03/2025

হে আরশের মালিক!
তুমি আমাদের মাজলুম ভাইবোনদের সহায় হও। তাদের উপর রহম করো।

হে আরশের মালিক! তুমি আমাদের মাজলুম ভাইবোনদের সহায় হও। তাদের উপর রহম করো।
19/03/2025

হে আরশের মালিক!
তুমি আমাদের মাজলুম ভাইবোনদের সহায় হও। তাদের উপর রহম করো।

19/03/2025

যারা কয়েকদিন আগেও লাফালাফি করতো সংখ্যালঘু নিয়ে তারা কি এখন ভারতে সংখ্যালঘুদের উপর আক্রোমন গুলো চোখে পরে রা ? কোথায় গেলো সেই সব মওলানা যারা মন্দির পাহারা দিত? ভারতে এতোগুলো মন্দির থাকার পর ও কেন ডিজে আর রং মসজিদের সামনে বাজেতে হবে ? তারা মা লা +ওন । তাদের মসজিদ পাহাড়া দিতে হয় না । তাদের নামে মিডিয়াও গরম হয় না । দালাল জাতি

মুসলিম জাতির অস্তিত্ব রক্ষার দিন!মুসলিম জাতির অস্তিত্ব রক্ষার দিন!
18/03/2025

মুসলিম জাতির অস্তিত্ব রক্ষার দিন!মুসলিম জাতির অস্তিত্ব রক্ষার দিন!

Address

Lalmonirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alor Pothe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share