FuN-DoNe Media

FuN-DoNe Media সফলতা আসবে ইনসাআল্লাহ
যার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ও
চেষ্টা যেটি আমাদের চালিয়ে যেতেই হবে🥰
(4)

বুকে থাকলেই সবাই আপন হয় না,, বরং অনেক সময় বিশাল ক্ষতি করে বসে।অতএব, কাউকে বুকে জড়ানোর আগে খুব সাবধান।।
14/02/2025

বুকে থাকলেই সবাই আপন হয় না,,
বরং অনেক সময় বিশাল ক্ষতি করে বসে।
অতএব,
কাউকে বুকে জড়ানোর আগে খুব সাবধান।।

আমি প্রেমিকা চাইনা, কারণ প্রেমিকা সময়ের সাথে সাথে সে-ও হারিয়ে যা-ই,,!! 💔🙃আমি জীবনসঙ্গী চাই, কেননা সময় হারিয়ে গেলেও সে কখ...
14/02/2025

আমি প্রেমিকা চাইনা,
কারণ প্রেমিকা সময়ের সাথে সাথে সে-ও হারিয়ে যা-ই,,!! 💔🙃
আমি জীবনসঙ্গী চাই,
কেননা সময় হারিয়ে গেলেও সে কখনোই হারাবে না..!! ❤️‍🩹
আমি প্রেম চাইনা,
কারণ প্রেমে বিচ্ছেদ থাকে..!!🙂
আমি ভালোবাসা চাই যার কোনো শেষ অধ্যায় নেই..!!🥀🙂
~সম্পর্কের জন্য অর্থ নয়, বিশ্বাসের প্রয়োজন!
ভালবাসার জন্য রুপ নয়
সুন্দর দুটো মনের প্রয়োজন হয় 🥰🥀

স্বপ্ন মানুষ কে বাঁচতে সেখায়!!

হাতে সময় না থাকার সত্ত্বেও চাচা এডিটের কাজ অব্যাহত রেখেছে 😁🤨
13/02/2025

হাতে সময় না থাকার সত্ত্বেও চাচা এডিটের কাজ অব্যাহত রেখেছে 😁🤨

Promise Day-তে প্রোমিজ করছে এভাবেই রাখবে😁😐
11/02/2025

Promise Day-তে প্রোমিজ করছে এভাবেই রাখবে😁😐

"মোদের দেশ"  - আরিফুজ্জামান ইমনকোটা-কোটা,কোটা এলো ৫-ই আগষ্ট জয়ও নিলো।কোটার জন্য মরলো সাঈদআরও অনেক হলো শহীদ।রাজাকার বললো ...
08/02/2025

"মোদের দেশ"
- আরিফুজ্জামান ইমন

কোটা-কোটা,কোটা এলো
৫-ই আগষ্ট জয়ও নিলো।

কোটার জন্য মরলো সাঈদ
আরও অনেক হলো শহীদ।

রাজাকার বললো নেত্রী
স্লোগান দিলো লীগ-ব্যাতি।

একদল গেলো,একদল এলো
দেশ গড়লো,দেশ ভাংলো
দুই দলের কার্যও মিললো।

কেউ বলে ভারত চলো
কেউ আবার দেশে এলো।

তাদের কোনো ঠাই নাই
দেশের প্রতি যাদের প্রেম নাই

দেশ গরবো,লড়াই করবো
প্রয়োজন হলে জীবন দিবো

তবু চাই শান্তি, যতই হই ক্লান্তি।

দেশ মোদের একটাই
ভালোবাসতে চাই সবাই।

মোদের দেশ মোদের চাওয়া
থাকবে না কিছু না পাওয়া।

বৈষম্যের বিরুদ্ধে
লরবো মোরা একসাথে।

মোদের দেশে বৈষম্য
আর-না,আর-না।

Md Arifuzzaman Emon🖋️

07/02/2025

"তোমাদের তরে"
- আরিফুজ্জামান ইমন

সোনার ফসল ফলে যেই মাঠ ভরে-
সেই মাঠে শহুরে ছায়া আসলো কি করে।

জানিত না কেহ-
এমনও হতে পারে,শহর আসবে মাঠে-
যেই মাঠে হাজারো কৃষক পরে পরে খাটে।

সোনার মাঠে আজ একি রটে গেলো-
এই ভেবে হাজারো কৃষক বাড়ি চলে এলো।

কৃষকের মন ভরা বেদনা, চোখ ভরা পানি-
খোকা বলে ভয় পেও না দারাও এক্টুখানি।

আজ আসিনি আমি কোনো কৃষককে দৌড়ানি দিতে-
এসেছি এখানে আমি তোমাদের সংগ নিতে।

সোনার ফসলে ভারা এই মাঠের একটুখানি আমিও লইয়াছি কিনি-
আর করতে চাই না কোনো কৃষককে হয়রানি।

ভুল হয়েছে মোরে ক্ষমা কর ভাই-
তোমাদের মাঝে একটু ঠাই পেতে চাই।

এতদিন যত করেছি নাফরমানী -
ক্ষমার যোগ্য না আমি এটাও জানি।

এই মাঠে আমিও ফলাতে চাই সোনারি ফসল-
যেই ফসল ঘরে তুলে আমিও হবো সফল।

সকল পাপ-পূর্ন বিদায় করে -
এসেছি আমি আজ "তোমাদের তরে"।

Md Arifuzzaman Emon

অদৃশ্য এক ছায়া🌸
22/12/2024

অদৃশ্য এক ছায়া🌸

23/11/2024

Big shout-out to my newest top fans! MD Sumon Islam, Marufuzzaman Firoj

23/11/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Johnrey Madrina, Mehedi Hasan Rana, Jessa Dennis M Dometita, Bishnu Datta, Arif Nob

20/11/2024

নরম মনের মানুষদের কষ্ট দিওনা! তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঠিকমতো ঘুমাতে পারেনা!🖤

I want to comeback 🌸
17/11/2024

I want to comeback 🌸

Address

Lalmonirhat

Alerts

Be the first to know and let us send you an email when FuN-DoNe Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FuN-DoNe Media:

Share