
03/07/2025
রাত ন'টায় জানাজা হওয়ার কথা। রাতের আঁধারে প্রিয় জীবনসঙ্গী কে একা কবরে রেখে আসতে পারছেন না আবার বলতে ও পারছিলেন না মানুষ টা কে আরো কিছুটা সময় রাখো।
কারন মৃতের হিসাব, জীবিতদের হিসাবের বাহিরে
আব্বার(শ্বশুর)চোখে মুখে আকুতির ভাষা, তার ছোট ছেলে(কন্যার বাপ) বুঝেছিল, তাই ফজর পর্যন্ত রাখার ব্যাবস্থা করেছে।
ছবি টা আমার ছোট ভাই তুলেছিল।
ছবি টা দেখলে বুকের ভেতর টা কেমন হুহু করে উঠে।
'সোয়া জান পাখি আমি ডাকি তাছি, তুমি ঘুমাইছো না কি?'
©ভালোবাসা আসলেই সুন্দর ❤️
লিখা এক আপুর,,,,