গ্রাম বাংলা

গ্রাম বাংলা "গ্রাম বাংলা মাটি ও মানুষের চিত্র তুলে ধরে "

আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নেতা আসাদুল হাবিব দুলু মহোদয় এখন শংকামুক্ত। উনি আপনাদের সকলের কাছে দোআ চেয়েছেন।
14/11/2025

আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নেতা আসাদুল হাবিব দুলু মহোদয় এখন শংকামুক্ত। উনি আপনাদের সকলের কাছে দোআ চেয়েছেন।

05/11/2025
জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত কি না, এই বিষয়ে গত কয়েকদিন ধরে ফেসবুকে চলছে ব্যাপক বিতর্ক। এই বিষয়ে আপনার মতামত কী?...
30/10/2025

জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া উচিত কি না, এই বিষয়ে গত কয়েকদিন ধরে ফেসবুকে চলছে ব্যাপক বিতর্ক।

এই বিষয়ে আপনার মতামত কী?

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে "ফ্ল্যাশমব...
30/10/2025

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে "ফ্ল্যাশমব"।

প্রধান অতিথিঃ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু,
প্রধান সমন্বয়কারী, তিস্তা নদী রক্ষা আন্দোলন।

তারিখঃ ০১ নভেম্বর ২০২৫ , শনিবার।

সময়ঃ
দুপুর ২ টা ৩০ মিনিটে মহেন্দ্রনগর বাজার।
বিকাল ৩ টা ৩০ মিনিটে মোস্তফি বাজার।
বিকাল ৪ টা ৩০ মিনিটে বড়বাড়ী বাজার।

আয়োজনেঃ জেন-জি, লালমনিরহাট।

‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংবিধান থেকে বাদ দেয়ার ষড়যন্ত্রকে- ❝ না ❞।স্বাক্ষরের পর জুলাই সনদ পরি...
30/10/2025

‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংবিধান থেকে বাদ দেয়ার ষড়যন্ত্রকে- ❝ না ❞।

স্বাক্ষরের পর জুলাই সনদ পরিবর্তনের ষড়যন্ত্রকে- ❝ না ❞।

জাতীয় নির্বাচনের আগে গণভোটকে- ❝ না ❞।

শত শহীদের রক্তে কেনা জুলাই কারো বাপের ❝ না ❞।

এক কথায় না মানে ❝ না ❞

জাগো বাহে তিস্তা বাঁচাইনতুন কর্মসূচি :তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ অ...
17/10/2025

জাগো বাহে তিস্তা বাঁচাই
নতুন কর্মসূচি :

তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১১:১৫ মিনিট পর্যন্ত 'স্তব্ধ রংপুর' কর্মসূচি পালিত হবে। উক্ত কর্মসূচিতে রংপুরের ৫ জেলার সর্বস্তরের জনসাধারণ তথা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, খেতে-খামারে কর্মরত কৃষক-মজুরবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ,দোকানের ক্রেতা-বিক্রেতাবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিকবৃন্দ এবং অফিস আদালতের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ সহ সকল স্তরের মানুষ যে যেখানেই থাকবেন ঠিক ১১ টায় আপনি সেখানে আপনার কাজ বন্ধ করে দাঁড়িয়ে যাবেন ১৫ মিনিট পর্যন্ত। যারা গাড়ি চালাবেন, মোটরসাইকেল, বাইসাইকেল, ট্রাক, বাস, ট্রেন সকলেই ওই মুহূর্তে ১১টা বাজার সঙ্গে সঙ্গে যেখানে থাকবেন সেখানেই আপনাদের পরিবহন চালনা বন্ধ করবেন। শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকগণ ওই সময় ক্লাশ করা থেকে বিরত থাকবেন। ছাত্র-ছাত্রীবৃন্দ ঐ ১৫ মিনিট ক্লাস করবে না। অর্থাৎ সকল স্তরের জনসাধারণ ১৫ মিনিট আপনাদের সকল কর্মসূচি বন্ধ রাখবেন। ইতিহাসের সাক্ষী হয়ে থাকার জন্য সকলকে এই কর্মসূচি মন দিয়ে পালন করার জন্য তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি।

🌊 #জাগো_বাহে_তিস্তা_বাঁচাই✊✊✊আজ সকালে ঘুম ভাঙলো এক অসাধারণ দৃশ্য দেখে — তিস্তা পাড়ের মানুষ হাতে মশাল, চোখে আগুন, মনে আশা...
17/10/2025

🌊 #জাগো_বাহে_তিস্তা_বাঁচাই✊✊✊

আজ সকালে ঘুম ভাঙলো এক অসাধারণ দৃশ্য দেখে — তিস্তা পাড়ের মানুষ হাতে মশাল, চোখে আগুন, মনে আশা! সেই দৃশ্য যেন জানিয়ে দিল, উত্তরবঙ্গের মানুষ আর চুপ করে নেই, তারা জেগে উঠেছে নিজের অস্তিত্বের দাবিতে, জীবনের অধিকারে।

পনেরো বছর ধরে কত কথা লিখেছি, কত আহ্বান জানিয়েছি —
বলেছি, তিস্তা মহা-পরিকল্পনা বাস্তবায়ন না হলে তিস্তা পাড়ের কৃষক হাসবে না, জমি থাকবে না, লালমনিরহাট-গাইবান্ধা-কুড়িগ্রামের ঘরে আলো ফিরবে না।
তবু আজকের দৃশ্য দেখিয়ে দিল, এই দাবিটা এখন শুধু উত্তরবঙ্গের নয়, পুরো বাংলাদেশের দাবিতে পরিণত হয়েছে।

তিস্তা বাঁচলে শুধু নদীই বাঁচবে না —
বাঁচবে কৃষক, বাঁচবে ক্ষেত-খামার, বাঁচবে উত্তরবঙ্গের স্বপ্ন।
তিস্তা মহা-পরিকল্পনা বাস্তবায়ন হলে
আমাদের দেশ চাল, গম ও খাদ্যে হবে স্বাবলম্বী,
নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম হয়ে উঠবে বাংলাদেশের শস্যভাণ্ডার।
তিস্তা শুধু পানি নয় — এটা জীবন, এটা উন্নয়ন, এটা ভবিষ্যতের আশা।

আজ বিএনপি আয়োজিত মশাল মিছিলের লাখো মানুষের অংশগ্রহণ প্রমাণ করেছে,
মানুষের হৃদয়ে তিস্তা এখন আন্দোলনের প্রতীক,
অবহেলিত উত্তরাঞ্চলের মুক্তির স্লোগান।
এই জনস্রোত প্রমাণ করেছে —
তিস্তা আর কোনো দলের বিষয় নয়, এটি জাতির দাবিতে পরিণত হয়েছে।

আজকের সফল আয়োজনের সাথে জড়িত বিএনপি সহ সকল রাজনৈতিক দল, নদী আন্দোলনের কর্মী, সাংবাদিক, এনজিও, স্বেচ্ছাসেবক ও সচেতন নাগরিকদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

বিশেষ ধন্যবাদ জানাই----
রংপুর বিভাগের গর্ব, তিস্তা আন্দোলনের প্রধান সমন্বয়কারী,রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে —
যার নেতৃত্বে আজকের মশাল মিছিল রূপ নিয়েছে উত্তরের মানুষের এক বিশাল জনসমুদ্রে,
আশার আলোয় জ্বলে উঠেছে পুরো তিস্তা পাড়।

তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে,
উত্তরবঙ্গ বাঁচলে বাংলাদেশ বাঁচবে।

#তিস্তা_বাঁচাও
#তিস্তা_মহা_পরিকল্পনা
#উত্তরবঙ্গের_দাবি
#তিস্তা_পাড়ের_মানুষ
#তিস্তা_রক্ষা_আন্দোলন
#মশাল_মিছিল
#উত্তরবঙ্গ_বাঁচাও
#দুলু_ভাই
#জনতার_আন্দোলন
#জাগো_বাহে_কুন্ঠে_সবাই
#তিস্তা_বাঁচলে_বাংলাদেশ_বাঁচবে

বৃষ্টি আসার আগের সমুদ্র..🌊 #বৃষ্টি  #সমূদ্র  #বর্ষা
05/10/2025

বৃষ্টি আসার আগের সমুদ্র..🌊
#বৃষ্টি #সমূদ্র #বর্ষা

Beauty of Bangladesh
05/10/2025

Beauty of Bangladesh

Address

Lalmonirhat
5502

Telephone

+8801609613313

Website

Alerts

Be the first to know and let us send you an email when গ্রাম বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গ্রাম বাংলা:

Share