17/10/2025
🌊 #জাগো_বাহে_তিস্তা_বাঁচাই✊✊✊
আজ সকালে ঘুম ভাঙলো এক অসাধারণ দৃশ্য দেখে — তিস্তা পাড়ের মানুষ হাতে মশাল, চোখে আগুন, মনে আশা! সেই দৃশ্য যেন জানিয়ে দিল, উত্তরবঙ্গের মানুষ আর চুপ করে নেই, তারা জেগে উঠেছে নিজের অস্তিত্বের দাবিতে, জীবনের অধিকারে।
পনেরো বছর ধরে কত কথা লিখেছি, কত আহ্বান জানিয়েছি —
বলেছি, তিস্তা মহা-পরিকল্পনা বাস্তবায়ন না হলে তিস্তা পাড়ের কৃষক হাসবে না, জমি থাকবে না, লালমনিরহাট-গাইবান্ধা-কুড়িগ্রামের ঘরে আলো ফিরবে না।
তবু আজকের দৃশ্য দেখিয়ে দিল, এই দাবিটা এখন শুধু উত্তরবঙ্গের নয়, পুরো বাংলাদেশের দাবিতে পরিণত হয়েছে।
তিস্তা বাঁচলে শুধু নদীই বাঁচবে না —
বাঁচবে কৃষক, বাঁচবে ক্ষেত-খামার, বাঁচবে উত্তরবঙ্গের স্বপ্ন।
তিস্তা মহা-পরিকল্পনা বাস্তবায়ন হলে
আমাদের দেশ চাল, গম ও খাদ্যে হবে স্বাবলম্বী,
নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম হয়ে উঠবে বাংলাদেশের শস্যভাণ্ডার।
তিস্তা শুধু পানি নয় — এটা জীবন, এটা উন্নয়ন, এটা ভবিষ্যতের আশা।
আজ বিএনপি আয়োজিত মশাল মিছিলের লাখো মানুষের অংশগ্রহণ প্রমাণ করেছে,
মানুষের হৃদয়ে তিস্তা এখন আন্দোলনের প্রতীক,
অবহেলিত উত্তরাঞ্চলের মুক্তির স্লোগান।
এই জনস্রোত প্রমাণ করেছে —
তিস্তা আর কোনো দলের বিষয় নয়, এটি জাতির দাবিতে পরিণত হয়েছে।
আজকের সফল আয়োজনের সাথে জড়িত বিএনপি সহ সকল রাজনৈতিক দল, নদী আন্দোলনের কর্মী, সাংবাদিক, এনজিও, স্বেচ্ছাসেবক ও সচেতন নাগরিকদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।
বিশেষ ধন্যবাদ জানাই----
রংপুর বিভাগের গর্ব, তিস্তা আন্দোলনের প্রধান সমন্বয়কারী,রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে —
যার নেতৃত্বে আজকের মশাল মিছিল রূপ নিয়েছে উত্তরের মানুষের এক বিশাল জনসমুদ্রে,
আশার আলোয় জ্বলে উঠেছে পুরো তিস্তা পাড়।
তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে,
উত্তরবঙ্গ বাঁচলে বাংলাদেশ বাঁচবে।
#তিস্তা_বাঁচাও
#তিস্তা_মহা_পরিকল্পনা
#উত্তরবঙ্গের_দাবি
#তিস্তা_পাড়ের_মানুষ
#তিস্তা_রক্ষা_আন্দোলন
#মশাল_মিছিল
#উত্তরবঙ্গ_বাঁচাও
#দুলু_ভাই
#জনতার_আন্দোলন
#জাগো_বাহে_কুন্ঠে_সবাই
#তিস্তা_বাঁচলে_বাংলাদেশ_বাঁচবে